সকল বিষয়

সুরমা ব্যাংক লিমিটেড
মানিকগঞ্জ শাখা
মানিকগঞ্জ ১৮৫০ ফোনঃ ০২-১৫22
ই-মেইলঃ surmabankltd@gmail com

ব্যবস্থাপনা পরিচালক
সুরমা ব্যাংক লিমিটেড
প্রধান শাখা
মতিঝিল, ঢাকা-১২০৫

বিষয়ঃ অফিস সামগ্রী চেয়ে আবেদন।

জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, গত ১০/১১/২০১৯ তারিখে মানিকগঞ্জ জেলার প্রাণ কেন্দ্রে সুরমা ব্যাংক লিমিটেডের ৩১ তম শাখা উদ্ধোধন করা হয়। ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম সুসম্পন্ন করার জন্য এই শাখায় ৩টি ল্যাপটপ, একটি স্ক্যানার ও একটি ফটোকপি মেশিন আবশ্যক হয়ে পড়েছে ।

অতএব, আপনার কাছে আমার আবেদন এই যে উপরে উল্লিখিত সামগ্রী যথাসময়ে প্রেরণ করে ব্যাংকের লেনদেন কার্যক্রমকে আরো গতিশীল করতে আপনার সদয় মর্জি হয় ।

বিনীত নিবেদক
মোঃ হাবিব উল্লাহ
সিনিয়র অফিসার
সুরমা ব্যাংক লিমিটেড মানিকগঞ্জ শাখা ।

মাথাপিছু আয়ের উপর ভিত্তি করে বিশ্বব্যাংক পৃথিবীর ১৯৫টি স্বাধীন রাষ্ট্রকে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে । ১) নিম্ন আয়ের দেশ (২) নিম্ন মধ্যম আয়ের দেশ (৩) উচ্চ মধ্যম আয়ের দেশ (৪) উচ্চ আয়ের দেশ। ২০১৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ হতে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ তিনটি সূচকের উপর ভিত্তি করে ১৯৩টি সদস্য রাষ্ট্রকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে। (১) সঙ্গোপন্নত দেশগুলো (২) মধ্যম আয়ের দেশসমূহ (৩) উন্নত দেশ সমূহ। বাংলাদেশ ২০১৮ সালে মধ্যম আয়ের দেশ হওয়ার যোগ্যতা অর্জন করেছে। খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে আছে বাংলাদেশ, MDG'র বেশির ভাগ লক্ষ্যসমূহ পূরণ করেছে এবং SDG'র লক্ষ্যসমূহ অর্জনে দৃঢ় প্রতিজ্ঞা। এত অর্জনের পরও বাংলাদেশ বিশ্বায়নের প্রভাবে কিছু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন ও হচ্ছে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো সমুদ্র পথে অভিবাসীর সংখ্যা বৃদ্ধি । একদিকে মিয়ানমার থেকে লক্ষ লক্ষ অভিবাসী বাংলাদেশে প্রবেশ করে এদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, অপরদিকে অর্থনৈতিক উন্নতি ও উচ্চাশা থেকে প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে অবৈধভাবে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপের উন্নত ও মধ্যম আয়ের দেশগুলোতে পাড়ি জমানোর চেষ্টা করছে। যেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও সংস্থাগুলো বলছে ২০৩০ খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশে বিশ্বের ২৮তম অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হবে। সেখানে বাংলাদেশ থেকে সমুদ্র পথে অবৈধ অভিবাসীর সংখ্যা বৃদ্ধি আমাদের মনকে উদ্বিগ্ন ও ব্যথিত করে তুলে। তাই সমুদ্র পথে অবৈধ অভিবাসনের কারণগুলো চিহ্নিতকরণ পূর্বক এর প্রতিকারের উপায় ও প্রতিকারের গুরুত্বসমূহ নিয়ে বিশদ পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সময়ের দাবীই বলা চলে।

অবৈধ অভিবাসনের কারণসমূহঃ
(১) দরিদ্রতা (২) বেকারত্ব (৩) শিক্ষা ও প্রশিক্ষিত জনবলের অভাব (৪) উন্নত জীবনের প্রত্যাশা (৫) সুশাসনের অভাব (৬) শিক্ষা ও জ্ঞানের অভাব (৭) অভিবাসননীতি বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা (৮) দালালদের দৌরাত্ম (৯) রাজনৈতিক দমন-পীড়ন । (১০) উন্নত বিশ্ব ও তৃতীয় বিশ্বের মধ্যে পুঁজি ও সম্পদের অসম বণ্টন (১১) যুদ্ধ ও প্রাকৃতিক দূর্যোগ বিশ্বব্যাপী শরণার্থীর সংখ্যা বৃদ্ধি (১৩) তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিক্ষা ও সচেতনতার অভাব (১৪) দারিদ্র থেকে মুক্তি লাভের তীব্র উচ্চাশা (১৫) তৃতীয় বিশ্বের দেশগুলোত দুর্নীতি, সুশাসনের অভাব ও রাজনৈতিক বিশৃঙ্খলা (১৬) কিছু কিছু উন্নত দেশ কর্তৃক অবৈধ অভিবাসনকে উৎসাহিতকারী নীতিমালা প্রনয়ণ (১৭) তৃতীয় বিশ্বের অনেক দেশে সংখ্যালঘুদের প্রতি সাম্প্রদায়িক আচরণ ৷

অবৈধ অভিবাসনের প্রতিকারসমূহঃ(১) আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে পদক্ষেপগ্রহণ (২) বিভিন্ন প্রচার মাধ্যমে সচেতনতামূলক তথ্য প্রচার (৩) রাজনৈতিক স্থিতিশীলতা আনায়ণ (৪) কর্মসংস্থার সৃষ্টির লক্ষ্যে অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন। (৫) আর্ন্তজাতিক ঐক্য গড়ে তোলা ৷

26.07.2019
The Deputy Commissioner, Manikganj.
Subject: Application for relief for the flood affected people.
Dear Sir,

We, the inhabitants of Shibalaya Upazila, would like to attract your attention to the flood that has recently visited in our locality. The flood has broken all the records of the past. The sufferings and the miseries of the flood affected people know no bounds. Many people have become homeless. Thousands of people have taken shelter on roads, boats and embankments. They are now living under the open sky without any civil amenities. Nevertheless, cholera, typhoid, diarrhoea, dysentery etc have broken out in an epidemic form. So they are badly in need of foods, medicines, clothes, shelters and pure drinking water. These people are eagerly awaiting for your assistance.

In the above mentioned circumstances, we earnestly call on you for sending sufficient relief goods to the flood distressed people of this locality immediately to lessen their sufferings and oblige us thereby.
Sincerely yours, 
Md. Shafiqul Islam
On behalf of the people of 
Ulail Union, Shibalaya, Manikganj.

Translate the following into Bangla.
4.

We should bear the courage to say the right thing.

Created: 3 months ago | Updated: 1 day ago

We should bear the courage to say the right thing.

= আমাদের সত্য কথা বলার সাহস থাকা উচিৎ।

Created: 3 months ago | Updated: 1 day ago

The problem is easy enough for the students to solve.

= সমস্যাটির সমাধান করা ছাত্র-ছাত্রীদের জন্য সহজ ।

Translate the following into Bangla.
6.

Birds of the same feather flock together.

Created: 3 months ago | Updated: 1 day ago

Birds of the same feather flock together.

= চোরে চোরে মাশতুতো ভাই।

Translate the following into Bangla.
7.

Kill the goose that lays golden eggs.

Created: 3 months ago | Updated: 1 day ago

Kill the goose that lays golden eggs.

= বর্তমানের চাহিদা মেটাতে গিয়ে ভবিষ্যতের সুফল নস্যাৎ করা।

Democracy and Development

Democracy indicates the rule of people. According to Abraham Linkon - Democracy is the government of the people, for the people and by the people, the word development means progress, In details, development is the process of positive change. It indicates the positive change of present situation. Democracy and development are interrelated in present world, because development inter- related of country mostly depends on public participation people must work for the betterment of country. For this reason, a government should concern about people sentiment. As democracy refers public interest in government policy, it should make any decision considering people's benefit of a country. When a government ran a policy considering public interest, people will play a positive role and development will be influenced.

ইংরেজি অনুবাদ করুন:
9.

কতই বিস্ময়কর মানুষের জীবন

Created: 3 months ago | Updated: 1 week ago

কতই বিস্ময়কর মানুষের জীবন ।

= How wonderful the human life is!

Created: 3 months ago | Updated: 1 day ago

অংকটি যতটা কঠিন মনে হয় ততটা নয় ।

= The sum is not as difficult as it seems to be.

ইংরেজি অনুবাদ করুন:
11.

আমরা বিষয়টি আলোচনা করব।

Created: 3 months ago | Updated: 3 days ago

আমরা বিষয়টি আলোচনা করব।

= We will discuss the matter.

Created: 3 months ago | Updated: 1 week ago

আমি দুই ঘণ্টা ধরে আপনার জন্য অপেক্ষা করছি।

= I have been waiting for you since two hours. 

Created: 3 months ago | Updated: 1 day ago

রিয়াদ যখন জেগে উঠল তখন বৃষ্টি পড়ছিল 

= It was raining while Riyad got up.

ধরি, x জন ছাত্র বনভোজনের যাবার কথা ছিল। 

প্রশ্নমতে, x-   - x =

 x - x + x (x - ) x (x - ) =   = x2 -x x - x - , =   x - x + x - , =   x(x - ) +  (x - ) =   (x - ) (x + ) = 0

এখানে, x - ৬০ = ০ । এখানে x + ৫০ ≠ ০

∴ x = ৬০

অতএব বনভোজনে গিয়েছিল = ৬০ - ১০ = ৫০ জন।

এবং মাথাপিছু ভাড়ার পরিমাণ ছিল =  = ৪৮ টাকা (উত্তর)।

ধরি, ১ম নল দ্বারা ১ মিনিটে x লিঃ পানি প্রবেশ করে। 

এবং চৌবাচ্চাটি y লিটার পানি ধরে।

তাহলে, y = ১২x

 x = y...........()

আবার, নল দুটি দ্বারা ৪৮ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় বলে

y = x - ( × )  y = x ×y-  y = y - y =   y =

অর্থাৎ চৌবাচ্চাটির ধারণক্ষমতা ২৪০ লিটার ।

রাস্তাটি x মিটার চওড়া।

যেহেতু, বাগানটি আয়তাকার তাই রাস্তাটিও আয়তাকার হবে। তাই বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ হতে দুই দিকের রাস্তার দৈর্ঘ্য বাদ দিতে হবে ।

অতএব, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = (৫০ - ২x) মিটার
এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ = (৪০ - ২x) মিটার 

প্রশ্নমতে, ( - x) ( - x) = ,

, - x - x + x2= , x2-x +  = o (x2-x+) =  x2-x -x+  =   x(x - ) -  (x - ) =   (x - ) (x - ) = 

অতএব, x - ৫ = 0

⇒ x = 8

আবার, x - ৪০ = ০

⇒ x = ৪০, কিন্তু এটি গ্রহণযোগ্য নয়, কারণ রাস্তার চওড়া বাগানের প্রস্থের সমান হতে পারে না ।

উত্তরঃ রাস্তাটি ৫ মিটার চওড়া।

Created: 3 months ago | Updated: 20 hours ago

ইংরেজিতে বাংলাদেশের সাংবিধানিক নাম The People's Republic of Bangladesh

Created: 3 months ago | Updated: 1 day ago

প্রথমে চিঠি টাইপ করে একটি ডকুমেন্ট তৈরি করে ঠিকানাগুলাে টাইপ করে আরেকটি ডকুমেন্ট তৈরি করে দুটি ডকুমেন্ট একসাথে সংযুক্ত করার নামই Mail merge. এই কমান্ডটি MS Word এর Mailings এ থাকে

Created: 3 months ago | Updated: 16 hours ago

পেস্ট করার জন্য কিবোর্ড কমান্ড Ctrl + V 

Created: 3 months ago | Updated: 5 days ago

পর্তুগাল এর মুদ্রার নাম ইউরো

 


 

বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এ সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হন কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন সুপ্রিমকোর্টকে ।

Created: 3 months ago | Updated: 1 day ago

বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দরের নাম বেনাপোল স্থলবন্দর

Created: 3 months ago | Updated: 21 hours ago

কাস্পিয়ান সাগরতীরে অবস্থিত বন্দর শহর বাকু আজারবাইজানের রাজধানী ও বৃহত্তম শহর।

Created: 3 months ago | Updated: 23 hours ago

আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয়েছিল কালুরঘাট।

Related Sub Categories