আকাশ পাতাল
আকাশ পাতাল (প্রচুর ব্যবধান): ধনী ও দরিদ্রের মধ্যে আকাশ পাতাল প্রভেদ ।
উত্তম মধ্যম
উত্তম মধ্যম (প্রহার, পিটুনি): গৃহস্থ চোরটাকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিল ।
আকাশ কুসুম
আকাশ কুসুম (অসম্ভব কল্পনা): মূর্খরাই আকাশ কুসুম চিন্তা করে ।
ভরাডুবি
ভরাডুবি (সর্বনাশ): আমি কারো ভরাডুবি করিনি যে সবাই আমার বিরুদ্ধে লেগেছে।
অর্ধচন্দ্র
অর্ধচন্দ্র (গলা ধাক্কা): শয়তানটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও ।
ভাব-সম্প্রসারণঃ মনুষ্যত্বই মানুষের মহাপরিচালক। আর ত্যাগের মহিমাই পারে মানুষের এ মনুষ্যত্বের উৎকর্ষ ও বিকাশ ঘটাতে। ত্যাগের মাধ্যমে সম্পদ চলে যায়, ফিরে আসে আনন্দ, ভ্রাতৃত্ব আর মনুষ্যত্ব। ত্যাগের মধ্যেই মানবজীবনের সার্থকতা, ত্যাগেই মানুষের একমাত্র আদর্শ হওয়া উচিত ।
জগৎসংসারে ভোগ ও ত্যাগ দুটি বিপরীতমুখী দিক। ভোগ ও ত্যাগের দরজা সবার জন্যেই উন্মুক্ত। মানুষ ভোগে আনন্দ পেলেও তৃপ্তি পায় না। কিন্তু ত্যাগের মাধ্যমে আনন্দ ও তৃপ্তি দুটোই লাভ করা যায়। তাই ভোগ নয়, ত্যাগই জীবনের লক্ষ্য হওয়া বাঞ্ছনীয়। ত্যাগ মনুষ্যত্বকে বিকশিত করে। মনুষ্যত্বের কল্যাণেই মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা ও শ্রেষ্ঠ। শুধু মানুষ হিসেবে জন্ম নিলেই মনুষ্যত্ব লাভ করা যায় না। মানুষকে তার স্বীয় চেষ্টায় এ মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হয়। ভোগ মানুষকে জড়িয়ে ফেলে পঙ্কিলতা, গ্লানি ও কালিমার সঙ্গে। তাদের অর্জিত সম্পদ নিজের স্বার্থ ব্যতীত সমাজের অন্য কোনো কাজে আসে না। তাই, পরের দুঃখে তাদের হৃদয়-মনও কাঁদে না। তারা স্বার্থান্ধ ও সংকীর্ণচিত্ত বলে সমাজে মর্যাদাহীন। ত্যাগ মানুষকে নিয়ে যায় মনুষ্যত্বের উদার ভূমিতে। পরের কল্যাণে নিজেকে উৎসর্গ করার আদর্শ ও উদ্দেশ্য মনুষ্যত্বের মধ্যেই নিহিত থাকে ।
Honesty
Honesty (সততা): Honesty is the best policy.
agree to
Agree to (রাজী বা সম্মত হওয়া): She had agreed to go and see a river with him.
Lives on
Lives on (খেয়ে বাঁচা): Cow lives on grass.
ধাপ 1: অজানাদের জন্য ভেরিয়েবল বরাদ্দ করুন। ধরুন F পিতার বর্তমান বয়স এবং S পুত্রের বর্তমান বয়সের প্রতিনিধিত্ব করে। ধাপ 2: প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে সমীকরণ লিখুন। আমরা জানি যে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 21 বছর বেশি, তাই আমরা সমীকরণটি লিখতে পারি: F = S + 21 আমরা আরও জানি, পাঁচ বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের তিনগুণ। সুতরাং, আমরা সমীকরণ লিখতে পারি: F - 5 = 3(S - 5) ধাপ 3: সমীকরণ পদ্ধতি সমাধান করুন। S এর সমাধান করার জন্য আমরা প্রথম সমীকরণটিকে দ্বিতীয় সমীকরণে প্রতিস্থাপন করতে পারি: (S + 21) - 5 = 3(S - 5) সমীকরণ সরলীকরণ করুন: S + 16 = 3S - 15 এখন, এস এর জন্য সমাধান করুন: 2S = 31 S = 15.5 ধাপ 4: পিতার বয়স খুঁজুন। এখন যেহেতু আমরা ছেলের বয়স জানি, আমরা প্রথম সমীকরণটি ব্যবহার করে পিতার বয়স খুঁজে পেতে পারি: F = S + 21 F = 15.5 + 21 F = 36.5
ধরি, ২৫ পয়সার মুদ্রা ‘ক’ টি
তাহলে ১০ পয়সার মুদ্রা (১২০-ক) টি
প্রশ্নমতে, ২৫ক+১০(১২০-ক)=২৭০০
বা, ২৫ক+১২০০-১০ক=২৭০০
বা, ১৫ক=১৫০০
বা, ক=১০০
অতএব ২৫ পয়সার মুদ্রা ১০০টি
এবং ১০ পয়সার মুদ্রা ১২০-১০০=২০টি।
FAO
FAO= Food and Agriculture Organization ( FAO) জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা খাদ্য ও কৃষি সংস্থা।
JRC
JRC= Joint River Commission (JRC) যৌথ নদী কমিশন।
BBC
BBC= British Broadcasting Corporation (BBC) ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হল যুক্তরাজ্যভিত্তিক একটি গণমাধ্যম সংস্থা।
PLO
PLO= Palestine Liberation Organization (PLO) ফিলিস্তিন মুক্তি সংস্থা।
উৎপত্তিস্থলে মেঘনার নাম কি?
উৎপত্তিস্থলে মেঘনা নদীর নাম বরাক নদী
আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিলেন ?
প্রতিষ্ঠাকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন টাঙ্গাইলের মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সহ-সভাপতি হন আতাউর রহমান খান, শাখাওয়াত হোসেন ও আলী আহমদ। টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক।
১৯৭০ সালের নির্বাচন আওয়ামী লীগ কতটি আসন পেয়েছিল?
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ১৬৭টি আসন পেয়েছিল।
NSI এর চাকরি মূলত অনেকটা স্বপ্নের মত। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করণের স্বার্থে সংস্থার সদস্যরা দেশি- বিদেশী বিভিন্ন সংস্থা, বিদেশী গোয়েন্দা সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, গোষ্ঠি, পলিটিকাল পার্টি, ধর্মীয়, সামাজিক এবং আর্থিক প্রতিষ্ঠান/গোষ্ঠি এবং সন্ত্রাসী সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ পূর্বক গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে এবং সরকারকে বিভিন্ন বিষয়ে উপদেশ প্রদান ও দেশের জন্য Counter-Intelligence against foreign Intelligence Agencies কার্যক্রম গ্রহণ করে থাকে। ফলে ভূ-রাজনীতি ও বৈশ্বিক রাজনীতির অনেক খুঁটিনাটি বিষয়াদির সাথে ওতপ্রোতভাবে কাজ করতে পারে। তাছাড়া সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশে বিদেশে পেয়ে থাকেন নানাবিধ সুযোগ-সুবিধা। তাই এই জন্য আমি এনএসআই-এ চাকুরী করতে আগ্রহী।