জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) || জুনিয়র ফিল্ড অফিসার (22-11-2019) || 2019

All

সকল বিষয়

নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুনঃ
1.

আকাশ পাতাল

Created: 3 months ago | Updated: 5 days ago

আকাশ পাতাল (প্রচুর ব্যবধান): ধনী ও দরিদ্রের মধ্যে আকাশ পাতাল প্রভেদ ।

নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুনঃ
2.

উত্তম মধ্যম

Created: 3 months ago | Updated: 1 day ago

উত্তম মধ্যম (প্রহার, পিটুনি): গৃহস্থ চোরটাকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দিল ।

নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুনঃ
3.

আকাশ কুসুম

Created: 3 months ago | Updated: 6 days ago

আকাশ কুসুম (অসম্ভব কল্পনা): মূর্খরাই আকাশ কুসুম চিন্তা করে ।

নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুনঃ
4.

ভরাডুবি

Created: 3 months ago | Updated: 1 day ago

ভরাডুবি (সর্বনাশ): আমি কারো ভরাডুবি করিনি যে সবাই আমার বিরুদ্ধে লেগেছে।

নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুনঃ
5.

অর্ধচন্দ্র

Created: 3 months ago | Updated: 1 day ago

অর্ধচন্দ্র (গলা ধাক্কা): শয়তানটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও ।

ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ 

ভাব-সম্প্রসারণঃ মনুষ্যত্বই মানুষের মহাপরিচালক। আর ত্যাগের মহিমাই পারে মানুষের এ মনুষ্যত্বের উৎকর্ষ ও বিকাশ ঘটাতে। ত্যাগের মাধ্যমে সম্পদ চলে যায়, ফিরে আসে আনন্দ, ভ্রাতৃত্ব আর মনুষ্যত্ব। ত্যাগের মধ্যেই মানবজীবনের সার্থকতা, ত্যাগেই মানুষের একমাত্র আদর্শ হওয়া উচিত ।

জগৎসংসারে ভোগ ও ত্যাগ দুটি বিপরীতমুখী দিক। ভোগ ও ত্যাগের দরজা সবার জন্যেই উন্মুক্ত। মানুষ ভোগে আনন্দ পেলেও তৃপ্তি পায় না। কিন্তু ত্যাগের মাধ্যমে আনন্দ ও তৃপ্তি দুটোই লাভ করা যায়। তাই ভোগ নয়, ত্যাগই জীবনের লক্ষ্য হওয়া বাঞ্ছনীয়। ত্যাগ মনুষ্যত্বকে বিকশিত করে। মনুষ্যত্বের কল্যাণেই মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা ও শ্রেষ্ঠ। শুধু মানুষ হিসেবে জন্ম নিলেই মনুষ্যত্ব লাভ করা যায় না। মানুষকে তার স্বীয় চেষ্টায় এ মনুষ্যত্বের বিকাশ ঘটাতে হয়। ভোগ মানুষকে জড়িয়ে ফেলে পঙ্কিলতা, গ্লানি ও কালিমার সঙ্গে। তাদের অর্জিত সম্পদ নিজের স্বার্থ ব্যতীত সমাজের অন্য কোনো কাজে আসে না। তাই, পরের দুঃখে তাদের হৃদয়-মনও কাঁদে না। তারা স্বার্থান্ধ ও সংকীর্ণচিত্ত বলে সমাজে মর্যাদাহীন। ত্যাগ মানুষকে নিয়ে যায় মনুষ্যত্বের উদার ভূমিতে। পরের কল্যাণে নিজেকে উৎসর্গ করার আদর্শ ও উদ্দেশ্য মনুষ্যত্বের মধ্যেই নিহিত থাকে ।

Write the meaning of the below word and make sentence in English.
7.

Honesty

Created: 3 months ago | Updated: 4 days ago

Honesty (সততা): Honesty is the best policy.

Write the meaning of the below word and make sentence in English.
8.

agree to

Created: 3 months ago | Updated: 5 days ago

Agree to (রাজী বা সম্মত হওয়া): She had agreed to go and see a river with him.

Write the meaning of the below word and make sentence in English.
9.

Lives on

Created: 3 months ago | Updated: 1 week ago

Lives on (খেয়ে বাঁচা): Cow lives on grass.

ধাপ 1: অজানাদের জন্য ভেরিয়েবল বরাদ্দ করুন। ধরুন F পিতার বর্তমান বয়স এবং S পুত্রের বর্তমান বয়সের প্রতিনিধিত্ব করে। ধাপ 2: প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে সমীকরণ লিখুন। আমরা জানি যে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 21 বছর বেশি, তাই আমরা সমীকরণটি লিখতে পারি: F = S + 21 আমরা আরও জানি, পাঁচ বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের তিনগুণ। সুতরাং, আমরা সমীকরণ লিখতে পারি: F - 5 = 3(S - 5) ধাপ 3: সমীকরণ পদ্ধতি সমাধান করুন। S এর সমাধান করার জন্য আমরা প্রথম সমীকরণটিকে দ্বিতীয় সমীকরণে প্রতিস্থাপন করতে পারি: (S + 21) - 5 = 3(S - 5) সমীকরণ সরলীকরণ করুন: S + 16 = 3S - 15 এখন, এস এর জন্য সমাধান করুন: 2S = 31 S = 15.5 ধাপ 4: পিতার বয়স খুঁজুন। এখন যেহেতু আমরা ছেলের বয়স জানি, আমরা প্রথম সমীকরণটি ব্যবহার করে পিতার বয়স খুঁজে পেতে পারি: F = S + 21 F = 15.5 + 21 F = 36.5

ধরি, ২৫ পয়সার মুদ্রা ‘ক’ টি

তাহলে ১০ পয়সার মুদ্রা (১২০-ক) টি

প্রশ্নমতে, ২৫ক+১০(১২০-ক)=২৭০০

বা, ২৫ক+১২০০-১০ক=২৭০০

বা, ১৫ক=১৫০০

বা, ক=১০০

অতএব ২৫ পয়সার মুদ্রা ১০০টি

এবং ১০ পয়সার মুদ্রা ১২০-১০০=২০টি।

পূর্ণরূপ লিখুন :
13.

FAO

Created: 3 months ago | Updated: 6 days ago

FAO= Food and Agriculture Organization ( FAO) জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা খাদ্য ও কৃষি সংস্থা।

 

পূর্ণরূপ লিখুন :
14.

JRC

Created: 3 months ago | Updated: 1 day ago

JRC= Joint River Commission (JRC) যৌথ নদী কমিশন।

পূর্ণরূপ লিখুন :
15.

BBC

Created: 3 months ago | Updated: 6 days ago

BBC= British Broadcasting Corporation (BBC) ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হল যুক্তরাজ্যভিত্তিক একটি গণমাধ্যম সংস্থা।

পূর্ণরূপ লিখুন :
16.

PLO

Created: 3 months ago | Updated: 15 hours ago

PLO= Palestine Liberation Organization (PLO) ফিলিস্তিন মুক্তি সংস্থা।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন:
17.

উৎপত্তিস্থলে মেঘনার নাম কি?

Created: 3 months ago | Updated: 1 week ago

উৎপত্তিস্থলে মেঘনা নদীর নাম বরাক নদী

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন:
18.

আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিলেন ?

Created: 3 months ago | Updated: 5 days ago

প্রতিষ্ঠাকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন টাঙ্গাইলের মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সহ-সভাপতি হন আতাউর রহমান খান, শাখাওয়াত হোসেন ও আলী আহমদ। টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক।

Created: 3 months ago | Updated: 6 days ago

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ ১৬৭টি আসন পেয়েছিল। 

NSI এর চাকরি মূলত অনেকটা স্বপ্নের মত। বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করণের স্বার্থে সংস্থার সদস্যরা দেশি- বিদেশী বিভিন্ন সংস্থা, বিদেশী গোয়েন্দা সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, গোষ্ঠি, পলিটিকাল পার্টি, ধর্মীয়, সামাজিক এবং আর্থিক প্রতিষ্ঠান/গোষ্ঠি এবং সন্ত্রাসী সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহ পূর্বক গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে এবং সরকারকে বিভিন্ন বিষয়ে উপদেশ প্রদান ও দেশের জন্য Counter-Intelligence against foreign Intelligence Agencies কার্যক্রম গ্রহণ করে থাকে। ফলে ভূ-রাজনীতি ও বৈশ্বিক রাজনীতির অনেক খুঁটিনাটি বিষয়াদির সাথে ওতপ্রোতভাবে কাজ করতে পারে। তাছাড়া সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশে বিদেশে পেয়ে থাকেন নানাবিধ সুযোগ-সুবিধা। তাই এই জন্য আমি এনএসআই-এ চাকুরী করতে আগ্রহী।

Related Sub Categories