বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড || বিভিন্ন পদ (19-07-2019) || 2019

All

সকল বিষয়

এক কথায় উত্তর দিনঃ
1.

খনার বচন মূল ভাব কি?

Created: 6 months ago | Updated: 2 weeks ago

খনার বচনের মূল ভাব হলো কৃষিভিত্তিক ছড়া।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

'বরফ গলা নদী' উপন্যাসের রচয়িতা জহির রায়হান ।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

বেগম রোকেয়া ৯ ডিসেম্বর ১৮৮০ সালে রংপুরে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু ১৯৩২ সালে।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

‘বীরবল' প্রমথ চৌধুরীর ছদ্মনাম। 

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ময়মনসিংহ গীতিকা' সম্পাদনা করেন ড. দীনেশচন্দ্র সেন এবং সংগ্রহ করতেন চন্দ্রকুমার দে। এটি ২৩টি ভাষায় অনূদিত হয়েছে 

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

ইত্যাদি

Created: 6 months ago | Updated: 19 hours ago

ইত্যাদি = ইতি + আদি । 

সন্ধি বিচ্ছেদ করুন:
7.

অতীত

Created: 6 months ago | Updated: 2 weeks ago

অতীত = অতি + ইত । 

সন্ধি বিচ্ছেদ করুন:
8.

রাজর্ষি

Created: 6 months ago | Updated: 2 weeks ago

রাজর্ষি = রাজ + ঋষি।

বাক্যসহ সমাস নির্ণয় করুন:
9.

হাসিমুখ

Created: 6 months ago | Updated: 2 weeks ago

হাসিমুখ = হাসি মাখা মুখ (কর্মধারয় সমাস)। 

বাক্যসহ সমাস নির্ণয় করুন:
10.

আমরা

Created: 6 months ago | Updated: 2 weeks ago

আমরা = তুমি আমি ও সে (নিত্য সমাস)।

শুদ্ধ বাক্য লিখুন:
11.

তাহার জীবন সংশয়পূর্ণ

Created: 6 months ago | Updated: 2 weeks ago

তাহার জীবন সংশয়পূর্ণ । 

= তার জীবন সংশয়পূর্ণ । 

শুদ্ধ বাক্য লিখুন:
12.

দৈন্যতা প্রশংসনীয় নয় ৷

Created: 6 months ago | Updated: 2 days ago

দৈন্যতা প্রশংসনীয় নয় ৷

= দীনতা প্রশংসনীয় নয় ৷

বানান শুদ্ধ লিখুন:
13.

অপেক্ষমান

Created: 6 months ago | Updated: 2 weeks ago

অপেক্ষামান = অপেক্ষমাণ 

বাগ্‌ভঙ্গি বা অর্থানুসারে বাক্যকে প্রধানত সাত ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
০১. বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্য । উদাহরণঃ সূর্য পূর্বদিকে উঠে।
০২. প্রশ্নবোধক বাক্য । উদাহরণঃ তোমার নাম কী?
০৩. অনুজ্ঞাসূচক বাক্য। উদাহরণঃ দয়া করে আমার কাজটা করে দিন।
০৪. ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য । উদাহরণঃ আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।
০৫. কার্যকারণাত্মক বাক্য। উদাহরণঃ মন দিয়ে না পড়লে পাশ করা যায় না। 
০৬. সংশয়সূচক বাক্য। উদাহরণঃ বোধ হয়, ছেলেটা চাকরি পেয়ে যাবে।
০৭. আবেগসূচক বাক্য । উদাহরণঃ কী সাংঘাতিক লোক!

গঠন অনুসারে বাক্য তিন প্রকারঃ। যথাঃ
০১. সরল বাক্যঃ যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমনঃ পুকুরে পদ্মফুল জন্মে। এখানে 'পদ্মফুল' উদ্দেশ্য এবং 'জন্মে' বিধেয়। 
০২. মিশ্র বা জটিল বাক্যঃ যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমনঃ যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে।
০৩. যৌগিক বাক্যঃ পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তাকে যৌগিক বাক্য বলে। যেমনঃ তিনি সৎ কিন্তু কৃপণ । সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি ।

কোন Verb এর কাজ কখন সংঘটিত হয়, হয়েছিল বা হবে তা নির্দেশ করার জন্য ঐ Verb এর যে রূপগুলো ব্যবহৃত হয় তাদেরকে Tense বা ক্রিয়ার কাল বলে। 

Tense তিন প্রকার । যথাঃ

01. Present Tense (বর্তমান কাল): I eat rice. 

02. Past Tense (অতীত কাল): I ate rice.

03. Future Tense (ভবিষ্যত কাল): I shall eat rice.

Created: 6 months ago | Updated: 1 day ago

আমার একটি ছেলে ও একটি মেয়ে আছে।

= I have a son and a daughter.

Created: 6 months ago | Updated: 1 week ago

আমার শিশুকে নিয়ে প্রতিদিন আমাকে স্কুলে যেতে হয়।

= I have to go to school with my child regularly.

Created: 6 months ago | Updated: 1 month ago

আমার ছেলে সাঁতার কাটতে জানে।

= My son knows how to swim.

Created: 6 months ago | Updated: 3 weeks ago

তোমার বাজারে যাওয়ার চেয়ে স্কুলে যাওয়া ভাল ছিল।

= You would go to school rather than to market.

ইংরেজি অনুবাদ করুনঃ
21.

আমি ডাক্তার হতে পারতাম ।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

আমি ডাক্তার হতে পারতাম ।

= I could be a doctor.

Voice পরিবর্তন করঃ
22.

Honey testes well.

Created: 6 months ago | Updated: 2 weeks ago

Honey testes well.

= Honey is well when it is tasted.

Voice পরিবর্তন করঃ
23.

He was made captain in our class by us.

Created: 6 months ago | Updated: 1 month ago

He was made captain in our class by us.

= We made him captain in our class.

Narration পরিবর্তন করঃ
24.

He said me, 'I killed him'.

Created: 6 months ago | Updated: 1 month ago

He said me, 'I killed him'.

= He said to me that he had killed him.

Narration পরিবর্তন করঃ
25.

Nasima said to me, 'Man is mortal'

Created: 6 months ago | Updated: 1 month ago

Nasima said to me, 'Man is mortal'.

= Nasima said to me that man is mortal.

শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে

১০০ টাকার ১ বছরের সুদ = ৫ টাকা

∴ ১৭৫ টাকার ১ বছরের সুদ =  ×  = ৮.৭৫ টাকা

৮.৭৫ টাকা সুদ হয় = ১ বছরে

∴ ১ টাকা সুদ হয় = . বছরে

∴ ৮৭.৫০ টাকা সুদ হয় = ..= ১০ বছরে

১০০ টি কমলার ক্রয়মূল্য = ১,২০০ টাকা

∴ ১টি কমলার ক্রয়মূল্য =  = ১২ টাকা

আবার, ১০০ টি কমলার বিক্রয়মূল্য = ১,৮০০ টাকা

∴ ১টি কমলার বিক্রয়মূল্য =  = ১৮ টাকা

∴ লাভ হয় = ১৮ - ১২ = ৬ টাকা

১২ টাকায় লাভ হয় = ৬ টাকা

∴ ১ টাকায় লাভ হয় = টাকা 

∴ ১০০ টাকায় লাভ হয় =  ×  = ৫০ টাকা

∴ লাভ ৫০%

Created: 6 months ago | Updated: 2 days ago

দেওয়া আছে, a + b = 6 ও  a - b = 2

আমরা জানি, 4ab = (a + b)2  (a  b)2 = 62  22 = 32

 ab =324 = 8

দেশের বৃহত্তম হাওর হলো ‘হাকালুকি হাওর'। এটি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ ও বিয়ানীবাজার এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, ও কুলাউড়া উপজেলায় অবস্থিত। এর আয়তন ২৪,২৯২ হেক্টর। আর ক্ষুদ্রতম হাওর হলে 'বুরবুক হাওর'। এটি সিলেটের জৈন্তাপুর অবস্থিত। এর আয়তন ৪১ হেক্টর।

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী (কক্সবাজার)।

বাংলাদেশের সাঁওতাল বা মগ নৃ-গোষ্ঠী সমতলে বাস করে।

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনটি পটুয়াখালীর হাজার জিবিপিএস ব্যান্ডউউথ সরবরাহ করতে সক্ষম। উল্লেখ্য কক্সবাজারে নির্মিত প্রথম সাবমেরিন ক্যাবল থেকে দুশো জিবিপিএস ব্যান্ডউউথ সরবরাহ করছে বিএসসিসিএল ।

বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন রাষ্ট্রপতি আহবান করেন। 

কারাগারের রোজনামচা গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি ১৭ মার্চ ২০১৭ সালে প্রকাশিত হয় ।

ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় মিশরের এবং ইসরায়েলের মধ্যে ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে।

ইউরোপের দীর্ঘতম নদী ‘ভলগা'। আর পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। ভিক্টোরিয়া হ্রদ হতে উৎপত্তি হয়ে ভূ-মধ্য সাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ৬৮৫৩ কি.মি। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। প্রাচীন মিশরীয় সভ্যতা এ নদীর তীরে গড়ে উঠে । উল্লেখ্য, পৃথিবীর বৃহত্তম নদী ‘আমাজান’। পৃথিবীর গভীরতম নদী ‘কঙ্গো নদী” ।

ডোনাল্ড ট্রাম্প (২০.০১.২০১৭) ৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট (রিপাবলিকান পার্টি) ।

ইরাকের পূর্বনাম ছিলো মেসোপটিয়াম। ‘মেসোপটিয়াম' কথাটির অর্থ হলো দু'নদীর মধ্যবর্তী অঞ্চল। মেসোপটেমীয় সভ্যতা ইউফ্রেটিস ও টাইগ্রিস (দজলা ও ফোরাত) নদীর তীরে গড়ে ওঠে। মেসোপটেমীয় সভ্যতার ৪টি (সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশিরীয় এবং ক্যালডীয় সভ্যতা) পর্যায় ছিল। মেসোপটিয়াম বর্তমান সময়ের ইরাক, সিরিয়া, তুরস্ক এবং ইরান অঞ্চল। উল্লেখ্য, সেচ নির্ভর প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা ।

জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা UNHCR. The United Nations High Commissioner for Refugees হলো UNHCR এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে।

World Bank ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, আমেরিকাতে।

Created: 6 months ago | Updated: 5 days ago

ADB এর পূর্ণরূপ হলো Asian Development Bank এর সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইনে।

রুশ /অক্টোবর/ বলশেভিক বিপ্লব ৭ নভেম্বর ১৯১৭ সালে সংগঠিত হয়। রুশ বিপ্লব ১০ দিন স্থায়ী ছিল।

গঙ্গার পানি বণ্টন চুক্তি ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হয়। চুক্তিটিতে ভারতের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবগৌড়া এবং বাংলাদেশের পক্ষে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেন। এই চুক্তিটি ৩০ বছরের জন্য করা হয়।

Related Sub Categories