A দেশে সরকারি মালিকানায় অধিকাংশ বৃহৎ শিল্প কারখানা পরিচালিত হয়, পাশাপাশি বেসরকারি উদ্যোগেও অনেক শিল্প
কারখানা পরিচালিত হয়। 'A' দেশটিতে কোন ধরনের অর্থ ব্যবস্থা প্রচলিত রয়েছে?
ধনতান্ত্রিক
সমাজতান্ত্রিক
ইসলামী
মিশ্র
A' দেশটিতে সরকার নিয়ন্ত্রণ করে
i. মহাসড়ক
ii. ব্যবসা প্রতিষ্ঠান
iii. জন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i,ii ও iii
গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে সমান হয়
i. গড় উৎপাদন
ii. প্রান্তিক উৎপাদন
iii. মোট উৎপাদন
টুকু পুরাতন একটি কারখানা জয় করলো । এক্ষেতে এটি GDP এর অন্তর্ভুক্ত না হওয়ার কারণ
i. পূর্বে উৎপাদিত
iii. দ্বৈত গণনার সমস্যা
III. ক্ষতির পরিমাণ বেশি
খনির তেল অনুসন্ধানের কাজ চলছে
i. উপকূলীয় এলাকায়
ii. পার্বত্য এলাকার
iii. সিলেটে
অহনা সিলেট অঞ্চলে বেড়াতে গিয়ে দেখলো একটি কূপ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। সে তার বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলে যে, এটি বাংলাদেশের একটি প্রধান খনিজ সম্পদ।
অহনার দেখা সম্পদটির নাম কী?
উক্ত খনিজ সম্পদটি ব্যবহৃত হয়-
i. রাসায়নিক সার তৈরিতে
ii. বিদ্যুৎ উৎপাদনে
iii. জ্বালানি হিসেবে