একটি নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের শক্তি নির্ভর করে মাত্র তার -
তিনটি অণুর বেগ হল যথাক্রমে 20 মিটার /সেক, 25 মিটার / সেক, 30 মিটার/সেক । তাদের মধ্যে মূল গড় বর্গবেগ হবে -
তড়িৎক্ষেত্রে নিসৃত হয়-
কোন ঘটনাটি শব্দ তরঙ্গ দ্বারা সম্ভব নয় -
SI পদ্ধতিতে শক্তির একক -
প্রাস (Projectile) সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে এর বেগ -
ইলেক্ট্রন-ভোল্ট কিসের একক -
এক্স-রে এর মধ্যে চার্জ -এর পরিমাণ -
সাবানায়ন বিক্রিয়াতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়?
ফরমালিন হচ্ছে-
H2NCH2COOH এমাইনো এসিডটির নাম -
মিথাইল অরেঞ্জ নির্দেশকের অম্লীয় মাধ্যমে বর্ণ হচ্ছে -
একটি মোলার দ্রবণের মোলারিটি হিসেব করার সময় কোন নিয়ামকটির প্রয়োজন হয় না ?
Cu + এবং Zn + মিশ্রণের অম্লীয় দ্রবণে H2S চালনা করলে কিসের অধঃক্ষেপ পড়বে -
নিম্নের কোনটি ফুড প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় না?
কোন দ্রবণে কণার আকৃতি সর্বাপেক্ষা ক্ষুদ্র -
HCl +H2O⇔H3O+ +Cl- বিক্রিয়াটিতে HCl এর অনুবন্ধী ক্ষারক কি?
নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যাগুলি দ্বারা 4f অরবিটাল বোঝায়?
মৌলের পারমাণবিক ওজন সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা হলে তাকে বলা হয়-
0.0001 M HCl দ্রবণের pH এর মান কত হবে ?