ফরমালিন কী ?
18°C তাপমাত্রায় 0.8 atm চাপে কোনো গ্যাসের ঘনত্ব 2.25 g/L । এর আণবিক ভর কত ?
NH3 ক্ষারধর্মী কারণ-
i. জোড়া ইলেকট্রন দাতা
ii. এসিডের সাথে বিক্রিয়া করে
iii. প্রোটন গ্রহীতা
নিচের কোনটি সঠিক ?
CH3CH=CH2+HBr→A.
A যৌগটির নাম কী ?
CH3CH2CH2Cl+KOHalc→B
B যৌগটির নাম কী ?
17°C তাপমাত্রায় এক মোল N2 এর গতিশক্তি কত ?
পটাসিয়াম ডাইক্রোমেটে (Cr) এর জারণ সংখ্যা কোনটি ?
গ্রিন হাউস প্রভাবের জন্য সবচেয়ে বেশি দায়ী কোন গ্যাস ?
ppm হলো-
i. দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক
ii. প্রতি মিলিয়ন ভাগ দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ
iii. mg/L
CO এর সহনীয় মাত্রা কত ?
ডিনামাইট তৈরির ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয় ?
0.1 M Na2CO3 দ্রবণ-
i. প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের প্রমাণ দ্রবণ
ii. দ্রবণটির ঘনমাত্রা ডেসিমোলার
iii. 500 mL দ্রবণে 5.3 g Na2CO3 দ্রবীভূত থাকে
ফুয়েল সেলের ক্যাথোডে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসটি হলো—
নিচের কোনটি ইলেকট্রোফাইল ?
SATP -তে মোলার আয়তন কত ?
1 atm = কত প্যাসকেল ?
মৃদু এসিডকে তীব্র ক্ষার দ্বারা টাইট্রেশনের ক্ষেত্রে ব্যবহৃত নির্দেশকটি হলো-
C3H7COONa+NaOH→△CaO
উৎপাদ বিক্রিয়ায় উৎপাদ হলো—
CuSO4 দ্রবণের মধ্যে 5000 mA তড়িৎ প্রবাহ 1 ঘন্টা ধরে চালনা করলে কী পরিমাণ কপার জমা হবে ?
নাইট্রাইল কার্যকরী মূলকের সংকেত কোনটি ?