জাইগোট সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?
পুষ্টিহীনতায় আক্রান্ত মায়ের সন্তান কেমন হবে?
বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের নির্ভরশীলতা বৃদ্ধি পায় কার উপর?
নিচের উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
রাকিব কোনো শব্দের প্রতি সাড়া দেয় না।এবারও সে ভালো ফলাফলের সাথে চতুর্থ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে।
রাকিব কোন ধরনের প্রতিবন্ধী?
রাকিবের শিক্ষায় ব্যবহৃত উপযোগী কৌশল হতে পারে-
i. ওষ্ঠপাঠ কৌশল ii. ইশারা ভাষায় শিক্ষাদান iii. ব্রেইল পদ্ধতিতে শিক্ষাদান
নিচের কোনটি সঠিক?
শিশুর কোন ধরনের বিকাশ পরিমাপ করা সম্ভব?
পরিমাণগত পরিবর্তনশীল বৈশিষ্ট্যকে কী বলে?
নিচের উদ্দীপকের আলোকে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
মৃণাল উচ্চ মাধ্যমিকের ছাত্র। ইদানীং সে প্রায়ই বাবার পকেট থেকে না বলে টাকা নেয় ও মাকে মিথ্যা বলে।বন্ধুরা একসাথে মাদক নেয়।
মৃণালের মধ্যে কোন ধরনের বিপত্তি দেখা দিয়েছে?
মৃণালের অবস্থার জন্য দায়ী-
i. অসৎ সঙ্গ ও যেচ্ছাচারী মনোভাব
ii. আদর্শ দৃষ্টান্ত ও মূল্যবোধের অভাব
iii. অপসংস্কৃতির প্রভাব ও পারিবারিক পরিবেশ
HIV ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করলে কোন ক্ষমতা হ্রাস পায়?
ভিটামিন 'সি' এর অভাবে কোন রোগ হয়?
মাংস, ভাত ইত্যাদি পরিপাকের সময় দেহের বিপাকীয় গতি বৃদ্ধি পাওয়াকে কী বলে?
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
রুই মাছ, মুরগির মাংস, হাঁসের ডিম প্রভৃতি খাদ্যের পরিপাক ক্রিয়া পাকস্থলীতে শুরু হয়ে ক্ষুদ্রান্ত্রে গিয়ে শেষ হয়।
উদ্দীপকের খাদ্যগুলোর প্রধান পুষ্টি উপাদান কোনটি?
উদ্দীপকে উল্লিখিত খাদ্যগুলোর উপর পেপসিনের ক্রিয়ায় উৎপন্ন হতে পারে-
i. ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ ii. প্রোটিওজ, পেপটোন
iii. পেপটাইড, অ্যামাইনো এসিড
প্রোটিন জাতীয় খাদ্যকে কোন ধরনের খাদ্য বলা হয়?
মৌলিক খাদ্যগোষ্ঠীতে নিচের কোনটি ঠিক থাকে?
একজন ব্যক্তির ওজন বেড়ে গেলে তার কোনটির চাহিদা কমে যাবে?
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :
মিতুর মা আমের মোরব্বা তৈরি করে কাচের বোতলে ভরে রাখলেন। কিন্তু সপ্তাহখানেক পর মোরব্বার উপর ধূসর সবুজ বর্ণের আস্তরণ পড়ে গেল।
আমের মোরব্বায় কোন অণুজীবের সংক্রমণ ঘটেছে?
উদ্দীপকে আমের মোরব্বায় অণুজীবের বিস্তার প্রতিরোধে প্রযোজ্য-
i. বায়ুহীন পাত্রের ব্যবহার
ii. শুষ্ক স্থানে সংরক্ষণ
iii. সূর্যালোকে তাপ প্রয়োগ
ইনসুলিন হরমোন কোনটির বিপাকে সাহায্য করে?