নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
রিপনের বয়স ৭ বছর। সে শব্দের প্রতি কোনো সাড়া দেয় না। আবার তার ১৮ বছরের ভাই সোহানের আচরণ ৫ বছরের শিশুর মতো।
উদ্দীপকে রিপনের সমস্যা কোন ধরনের?
রিপন ও সোহানের শিক্ষাদান পদ্ধতি হবে-
i. ওষ্ঠ পাঠ কৌশল
ii. পরিচিত বিষয়ের উদাহরণ প্রদান
iii. এবাকাস নামক যন্ত্র ব্যবহার
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
লিয়া ও রূপা ৪ মাসের অন্তঃসত্ত্বা। আবারও কন্যা সন্তান হবে বলে লিয়ার মন খুব খারাপ। রূপার হাম হয়েছে বলে ডাক্তারের কাছে এসেছেন।
লিয়া ও রূপার গর্ভস্থ সন্তান শিশুর বৃদ্ধির কোন পর্যায়ে রয়েছে?
লিয়া ও রূপার ক্ষেত্রে গর্ভকালীন বিকাশে পারিপার্শ্বিকতার প্রভাবের বৈসাদৃশ্য-
i. মায়ের অপুষ্টি ও মায়ের মনোভাব
ii. সংক্রামক রোগ ও মানসিক অবস্থা
iii. সংক্রামক রোগ ও মায়ের মনোভাব
কর্মক্ষেত্রে নারীরা পরিধান করে --
i. আরামদায়ক পোশাক
ii. শালীন পোশাক
iii. জাঁক জমকপূর্ণ পোশাক