শস্য জাতীয় খাবার সাধারণত কোন জাতীয়?
সাধারণত কত তাপে মাংস সিদ্ধ করা উচিত?
সবজির পুষ্টি উপাদান সংরক্ষণের জন্য রান্না করা উচিত-
i. ঢাকনা দেয়া পাত্রে
ii. অল্প পানি, হলুদ, লবণ দিয়ে
iii. অনেক পানি ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
খাদ্য ও পানিবাহিত রোগ প্রতিরোধে জনগণকে সচেতন করতে হলে আয়োজন করতে হবে- i. সভাii. চিত্র প্রদর্শনiii. টিভি চ্যানেলে অনুষ্ঠাননিচের কোনটি সঠিক?
খাদ্য গ্রহণের কত ঘণ্টা পর বটুলিজম রোগের লক্ষণ প্রকাশ পায়?
যথাযথ স্যানিটেশন ব্যবস্থার অভাবে কোন সমস্যার সৃষ্টি হতে পারে?
কোকাকোলা, পেপসিতে যে কীটনাশক রয়েছে তা সেবনের ফলে আমাদের যেসব সমস্যা হতে পারে -i. বিভিন্ন অঙ্গের ক্যান্সারii. স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতিiii. বিকলাঙ্গ সন্তান জন্মদাননিচের কোনটি সঠিক?
টেস্টিং সল্টের ভয়াবহতায় সবচেয়ে বেশি আক্রান্ত হয় কারা?
জনস্বাস্থ্য গবেষণাগারের জরিপ মতে, বাজারে যেসব খাদ্যদ্রব্য পাওয়া যায় তার কত ভাগের বেশি ভেজাল?
যেসব ব্যক্তি ভেজাল ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে তাদের নাম ও প্রতিষ্ঠানের নাম প্রচারমাধ্যমে প্রকাশ করলে কী হবে?
ইউনিসেফের তথ্য মতে, দুর্বল স্যানিটেশনের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতিবছর ৫ বছরের কম বয়সী কত শিশু মারা যায়?
হাতে কীভাবে সহজেই জীবাণু জমে যায়?
অনুচ্ছেদের ইঙ্গিতকৃত রাসায়নিক উপাদানের মধ্যে যা রয়েছে।
i. কালি
ii. সিসা
iii. কীটনাশক
সুষ্ঠু স্যানিটেশনের জন্য আমরা -i. বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন কর্মসূচির সম্প্রসারণ ঘটাতে পারিii. বিশুদ্ধ পানির গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে পারিiii. পাঠ্যপুস্তকে বিষয়টির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে পারিনিচের কোনটি সঠিক?
রোগ জীবাণু প্রতিরোধে হাত পরিষ্কার করতে হবে - i. খাবার খাওয়ার আগেii. রান্না করার আগেiii. খাদ্য পরিবেশনের পূর্বেনিচের কোনটি সঠিক?
জাহিদ সিগেলা নামক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। এর লক্ষণ কত দিনের মধ্যে প্রকাশ পাবে?
কাওসারের অসুস্থতার মধ্যে রয়েছে-
i. মানসিক বৈকল্য
ii. মাংসপেশিতে খিঁচনি
iii. হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া