পাকস্থলির কয়টি পেশিবলয় থাকে?
ক্ষুদ্রান্তের পর থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত বিস্তৃত নালিকে কী বলে?
যেসব গ্রন্থি থেকে বিভিন্ন পাচক রস নিঃসৃত হয়ে খাদ্য পরিপাকে সহায়তা করে সেগুলোকে কী বলে?
মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি?
যে সকল শিশু বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী তাদেরকে কী বলা হয়?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ প্রতিবন্ধী?
সারার বয়স দুই বছর। তার মধ্যে যেসব সামাজিক প্রতিক্রিয়া লক্ষ করা যায়- i. ৪/৫ মাস বয়সে পরিচিত ব্যক্তি দেখলে খুশি হয়ii. ৬/৭ মাস বয়সে মায়ের মেজাজ বুঝতে পারেiii. ১৩/১৪ মাস বয়সে অন্য শিশুর প্রতি আগ্রহ প্রকাশ করে নিচের কোনটি সঠিক?
লাইপেজ কোন জাতীয় খাদ্যের পরিপাক ঘটায়?
খাদ্যের উপাদানগুলোর মধ্যে শক্তি উৎপাদনকারী উপাদান হলো-
i. স্নেহ
ii. কার্বোহাইড্রেট
iii. ভিটামিন
নিচের কোনটি সঠিক?
লালারস নির্গত হয় -
i. সাবম্যান্ডিবুলার গ্রন্থি থেকে
ii, সাবলিঙ্গুয়াল গ্রন্থি থেকে
iii. প্যারোটিড গ্রন্থি থেকে
প্রাথমিক শৈশবের শিশুরা ঝগড়া-বিবাদে লিপ্ত হয় কেন?
ভালো স্বাস্থ্যের লক্ষণ হিসেবে ধরা হয় -i. ওজনii. উচ্চতাiii. গায়ের রংনিচের কোনটি সঠিক?
চার বছরের মুনিয়া তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই তার আবেগ হয় - i. নেতিবাচকii. ক্ষণস্থায়ীiii. তীব্রনিচের কোনটি সঠিক?
১ থেকে ২৪ মাস পর্যন্ত শিশুর ভাষার বিকাশের পর্যায়গুলো হলো-i. কান্না ও ব্যাবলিংii. আকার ইঙ্গিতiii. অর্থবোধক শব্দনিচের কোনটি সঠিক?
রাহাতের বয়স বারো মাস। অপরিচিত কোনো লোক তাকে কোলে নিতে চাইলে সে- i. ভয় পায়ii. কান্না করেiii. বিরক্ত হয়নিচের কোনটি সঠিক?
প্রাথমিক শৈশবের শিশুদের বার্ষিক উচ্চতা বৃদ্ধির গড় হার কত ইঞ্চি?
শিশুর অস্থি ও পেশী মজবুত হলে তারা কৌশলী হয়- i. হাঁটাচলায়ii. সাঁতার কাটায়iii. খেলাধুলায়নিচের কোনটি সঠিক?
মানুষের স্বাভাবিক শ্রবণ ক্ষমতা কত ডেসিবল?
মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধাংক কত হয়?
জন্মের পর পর কোন পরীক্ষাটি করা হলে বুদ্ধি প্রতিবন্ধী চিহ্নিত করা সম্ভব হয়?