অস্তিত্ব ও জীবনরক্ষাকারী প্রতিবর্তী ক্রিয়া হলো-i. নিঃশ্বাস-প্রশ্বাস এবং চোখের পাতা খোলা ও বন্ধ করাii. চোখের সংকোচন-প্রসারণ ও ত্বক' সংবেদনiii. চোষা ও গিলে ফেলানিচের কোনটি সঠিক?
শনাক্তকরণের ক্ষেত্রে- i. মেয়ে শিশুরা সাধারণত মা বা মেয়েদের শনাক্ত করেii. ছেলে শিশুরা তার মাকে শনাক্ত করেiii. শিশুরা যাকে শনাক্ত করে তার আচরণ ও মূল্যবোধ নিজের মধ্যে ধারণ করেনিচের কোনটি সঠিক?
১০ বছর থেকে ১৩ বছর পর্যন্ত বয়সসীমাকে বলা হয়- i. বিলম্বিত শৈশবii. কৈশোরকালiii. বয়ঃসন্ধিকালনিচের কোনটি সঠিক?
শিক্ষণের ফলে ফয়সাল আয়ত্ব করতে পারবে- 1. সামাজিক আচরণii. অঙ্গ সঞ্চালনে দক্ষতাiii. 'ধ্বনির উচ্চারণনিচের কোনটি সঠিক?
পরিপক্বতা বলা হয় মানুষের -i. শিক্ষা ও শিখনকেii. দৈহিক বৃদ্ধি ও বিকাশকেiii. মানসিক বৃদ্ধি ও বিকাশকেনিচের কোনটি সঠিক?
সালেহা তার নবজাতক সন্তানের মধ্যে আলিঙ্গনরূপী প্রতিবর্তী ক্রিয়া প্রত্যক্ষ করে। এ সম্পর্কে বলা যায়- ⅰ. হঠাৎ চমকে উঠলে পা উপরে ও হাত বুকে টেনে নেয়ii. অনেক সময় কেঁদে ওঠেiii. এ প্রতিক্রিয়াগুলো ২ বছর পর্যন্ত স্থায়ী হয় নিচের কোনটি সঠিক?
ভ্রূণের মরুলা অবস্থায় জাইগোটটি হয় i. নিরেট, গোলাকারii. বলের মতো ফাঁপাiii. বহুকোষীনিচের কোনটি সঠিক?