পূর্ব থেকে স্থিরকৃত কার্যক্রম কোনটি?
পারিবারিক লক্ষ্য অর্জন করার উপায়কে কী বলে?
নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া কোনটি?
লক্ষ্য বা উদ্দেশ্য পরিকল্পনা কার্যক্রমকে কোন দিকে নিয়ে যায়?
পরিকল্পনা প্রণয়নে নির্ধারিত হওয়া আবশ্যক কোনটি ?
পরিকল্পনা কীরূপ হওয়া উচিত?
মিতব্যয়িতা অর্জনে সহায়তা করে কোনটি?
গৃহব্যবস্থাপনা যেসব পর্যায় বা ধাপের সমন্বয়ে গঠিত-
i. নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন
ii. নির্দেশনা
iii. সমন্বয় সাধন
নিচের কোনটি সঠিক?
পরিকল্পনা বলতে বোঝায়-
i. কাজটি কীভাবে করা হবে
ii. কাজটি কখন করা হবে
iii. কাজ ও কর্মীর মধ্যে সমন্বয় সাধন
পরিকল্পনার বৈশিষ্ট্য হলো-
i. নমনীয়তা
ii. সহজবোধ্যতা
iii. গতিশীলতা
পরিকল্পনা করার সময় মনে রাখতে হবে-
i. কী ঘটেছে
ii. কার দ্বারা ঘটেছে
iii. কতখানি ফল অর্জিত হয়েছে
পরিকল্পনা তৈরিতে বিবেচনা করতে হবে সদস্যদের
i. দক্ষতা
ii. ক্ষমতা
iii. শক্তি
পরিকল্পনা গ্রহণের বিবেচ্য বিষয়-
i. কে কে কাজ করবে
ii. কখন করবে
iii. কোথায় করবে
পরিচালককে দায়িত্ব পালন করতে হয়-
i. সংগঠক রূপে
ii. নিয়ন্ত্রণকারী রূপে
iii. মূল্যায়নকারী রূপে
যে সব বিষয় অনুযায়ী পরিকল্পনা করা উচিত-
i. আর্থিক মর্যাদা
ii. সামাজিক মর্যাদা
iii. শারীরিক মর্যাদা
পরিকল্পনা কার্যকর করা যায়-
i. অর্থ ব্যয়ে
ii. সময় ব্যয়ে
iii. শক্তি ব্যয়ে
পরিকল্পনা ছাড়া কাজ করলে কাজ-
i. সহজ হয়
ii. অগোছালো হয়
iii. খাম খেয়ালিপূর্ণ হয়
পরিকল্পনা ব্যবস্থাপনার অন্যান্য কাজ হলো-
i. সংগঠন
iii. দক্ষতা
পরিকল্পনা করা থাকলে হ্রাস পায়-
i. ঝুঁকি
ii. শক্তি
iii. অনিশ্চয়তা
সানজিদা যেকোনো কাজ করার পূর্বে পরিকল্পনা করে। এর ফলে সে যেসব সুফল পায় তা হলো-
i. সহজে লক্ষ্য অর্জিত হয়
ii. অর্থের সাশ্রয় হয়
iii. সময়ের সাশ্রয় হয়