রেলপথ মন্ত্রণালয় || অফিস সহকারী (02-06-2017) || 2017

All

সকল বিষয়

Created: 3 months ago | Updated: 6 days ago

অবিমৃষ্যকারী।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
2.

'গৌরীসেনের টাকা’ বাগধারাটির অর্থ লিখুন।

Created: 3 months ago | Updated: 1 week ago

অফুরন্ত অর্থ।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
3.

'বিদ্বান’ শব্দের লিঙ্গ পরিবর্তন করুন। 

Created: 3 months ago | Updated: 1 week ago

বিদুষী।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
4.

‘অনুরক্ত’ শব্দের বিপরীত শব্দ লিখুন। 

Created: 3 months ago | Updated: 1 week ago

বিরক্ত।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
5.

‘সেচ্ছা’ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন।

Created: 3 months ago | Updated: 1 week ago

স্ব + ইচ্ছা।

মনুষ্য জীবন সার্থকতা পায় মনুষ্যত্ব অর্জনের সাধনায় সফলতা অর্জনের মাধ্যমে। মানবিক গুণাবলি মানুষের সহজাত অর্জন নয়। শিক্ষা ও সাধনার মাধ্যমে বিবেক, বুদ্ধি ও মনন শক্তি অর্জন করে মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। পৃথিবীতে তরুলতা ও পশুপাখির মতো মানুষও এটার সৃষ্টি। কিন্তু প্রকৃতির অন্যান্য সৃষ্টির চেয়ে বৈশিষ্ট্যের দিক থেকে মানুষ একেবারে আলাদা। জন্মসূত্রে তরুলতা ও পপাখি সহজাত বৈশিষ্ট্য পায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের স্বভাব, প্রকৃতি প্রদত্ত গুণাবলী ও প্রকৃতিনির্ভর বৈশিষ্ট্য অব্যাহত থাকে। কিন্তু জন্মগত সহজাত বৈশিষ্ট্যে মানুষের পরিচয় বা কাজ নয়। মানুষ অসহায় অবস্থার জন্য নিয়েও নিজ প্রচেষ্টা, সাধনা, শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করে হয়ে ওঠে পরিপূর্ণ মানুষ। এজন্য সামাজিক জীব হিসেবে মানুষকে সমাজ জীবন থেকেও শিক্ষা নিতে হয়। এভাবে জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষ গড়ে তুলেছে নিজস্ব সভ্যতা এবং জগৎ বিকাশের নিয়মনীতিগুলো আয়ও করে সৃষ্টি জগতে বিস্তার করেছে নিজ আধিপত্য। মানুষ এই ক্ষমতা একদিনে অর্জন করেনি কিংবা জন্মসূত্রেও সেই অভিজ্ঞতা কেউ লাভ করেনি। এজন্য তাকে অনেক চেষ্টায় নানা রকম বিদ্যা বা শিক্ষা অর্জন করতে হয়, জ্ঞান-বিজ্ঞানের চর্চা করতে হয়, শিল্প-সাহিত্য-সংস্কৃতির নানা দিক রপ্ত করতে হয়। তাই মানুষ হয়ে ওঠার জন্য চাই নিরবচ্ছিন্ন চেষ্টা ও সাধনা। বিশ্বজগতের সমস্ত সৃষ্টির সাথে এখানেই মানুষের পার্থক্য ও স্বাতন্ত্র্য্য ।

                                                                                               ‘মাদকদ্রব্য ও আমাদের যুবসমাজ’

বর্তমান বিশ্বসভ্যতা যে কয়টি মারাত্মক সমস্যার সম্মুখীন, মাদকাসক্তি তার মধ্যে অন্যতম। মাদকের ভয়াবহ ছোবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবসমাজ। বিঘ্নিত হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন। মাদকদ্রব্য হচ্ছে সেসব বস্তু যা গ্রহণের ফলে স্নায়ুবিক বৈকল্যসহ নেশার সৃষ্টি হয়। সুনির্দিষ্ট সময় পর পর তা সেবনের দুর্বিনীত আসক্তি অনুভূত হয় এবং কেবল সেবন দ্বারাই সে তীব্র আসক্তি (সাময়িক) দূরীভূত হয়। এর কুপ্রভাব ও ভয়াবহতা মারাত্মক। বাংলাদেশে যেসব মাদকদ্রব্যের সেবন সর্বাধিক সেগুলো হলো গাঁজা, ফেনসিডিল, হেরোইন, রেকটিফাইড স্পিরিট, মদ, বিয়ার, তাড়ি, পঁচুই, ঘুমের ওষুধ, প্যাথেড্রিন ইনজেকশন ইত্যাদি। এসব মাদকদ্রব্য গ্রহণ করে নেশা সৃষ্টিকে মাদকাসক্তি বলা হয়। যেসব পরিবারে পারিবারিক বন্ধন শিথিল, মা-বাবা, ভাই-বোনের মধ্যে ঘনিষ্ঠতা কম, সেসব পরিবারের সদস্যরাই মাদকাসক হয়ে থাকে। বাংলাদেশে অধিকাংশ মাদকাসক্তের গড় বয়স ১৮-৩২ বছর। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কারণ, এ সময়টিই জীবনের সোনালি সময়। এ সময়ই মানুষ পরিবার, দেশ জাতি তথা বিশ্বের জন্য বেশি শ্রম দেয়। মাদকদ্রব্যের অপব্যবহার এবং চোরাচালানের মাধ্যমে বিশ্বব্যাপী এর ব্যাপক প্রসার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। অকালে ঝরে যাচ্ছে বহু তাজা প্রাণ। মাদকের নিষ্ঠুর ছোবলে এবং অংকুরেই বিনষ্ট হচ্ছে বহু তরুণের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ। মাদকদ্রব্য তরুণ সমাজের এক বিরাট অংশকে অকর্মণ্য ও অচেতন করে তুলেছে। মাদকদ্রব্যের অপব্যবহার অবক্ষয় ঘটাচ্ছে মূল্যবোধের। ফলে সুস্থ সামাজিক বিকাশ, সুন্দর পরিবেশ ও ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক ও জাতীয় জীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমাদের যুবসমাজকে ও মাংসের হাত থেকে রক্ষার জন্য মাদকাসক্তি নিরাময় ও প্রতিরোধ আন্দোলনে সকলকে আসতে হবে। এর পূর্বশর্ত হিসেবে ধুমপান ও মাদকবিরোধী আন্দোলনকে বেগবান করতে হবে। সরকারি মহল থেকে করে গণমাধ্যম, রাজনীতিবিদ, কূটনীতিক, বুদ্ধিজীবী, আইনজীবী, সমাজকর্মী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদসহ সকল শ্রেনী মানুষের সক্রিয় অংশ গড়ে তুলে এ বিশ্বকে সবার বাস উপযোগী করে তুলতে হবে।

Created: 3 months ago | Updated: 6 days ago

Great people think alike.

Created: 3 months ago | Updated: 6 days ago

It is six to ten.

Created: 3 months ago | Updated: 1 week ago

Had I the wings of a bird!

Created: 3 months ago | Updated: 1 week ago

He who loves his country is a patriot.

Fill in the gaps with appropriate preposition :
12.

The student had to apology to the teacher ____his misbehavior

Created: 3 months ago | Updated: 6 days ago

The student had to apology to the teacher for his misbehaviour.

Fill in the gaps with appropriate preposition :
13.

Morning walk is benefifical _____health

Created: 3 months ago | Updated: 1 day ago

Morning walk is beneficial to health.

Created: 3 months ago | Updated: 6 days ago

The verb of the word 'short' is shorten.

Created: 3 months ago | Updated: 1 day ago

The adjective of the word 'energy' is energetic.

Created: 3 months ago | Updated: 1 day ago

Neither the chairman nor the members are present.

Created: 3 months ago | Updated: 1 day ago

No teacher and no student helps the poor boy.

Created: 3 months ago | Updated: 1 day ago

                                                                                               “Importance of Learning English"

English is an international language. For various reasons English has got this status. In prese world of information technology and communication, learning English is a must. English is als important for other reasons. Now a days English is no longer a unique possession of the British o American people, but a language of world's people. Today about 300 million people speak English as their first language and another 350 millon use it as a second language. It is the official or semi- official language in more than 60 countries and of many international organizations. English is important for higher education and specialized training. Most of the books on any subject are written in English. So, higher education is quite impossible without English. English is essential for geeting a good job. Multinational business organizations ask for people whe have a good command on English. People who go abroad for work also need to know English well. English is essential for getting easy access to information. Almost all of the information is availabl in English. The importance of English cannot be determined in a short description. Knowing English is like having an international access. Anywhere in the world English is useful and helpful. So learni English for everyone is very important.

ধরি, পুত্রের বর্তমান বয়স = x বছর

পিতার বর্তমান বয়স = 8 x বছর

শর্তমতে, (৪x - ৬) = ১০ ( x - ৬)

৪x-৬=১০x-৬০

১০x-৪x=৬০-৬

৬x=৫৪

x=৯

পুত্রের বর্তমান বয়স = ৯ বছর এবং পিতার বর্তমান বয়স = 8x = ৪ X ৯ = ৩৬ বছর 

উত্তর: ৯ বছর, ৩৬ বছর।

মনে করি,

একটি সংখ্যা = x

শর্তমতে, ৪x=২৫৬

x=

x=৬৪

অপর সংখ্যাটি ==৯৮

উত্তর: ৯৮।

Related Sub Categories