শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর || উচ্চমান সহকারি (21-06-2018) || 2018

All

সকল বিষয়

                                                                                                        "কর্মক্ষেত্রে নৈতিকতা”

নৈতিকতা হলো নীতি সম্পর্কিত বোধ, এটি একটি মানবিক গুণাবলী যা অন্য আরো অনেক গুণের সমন্বয়ে তৈরি হয়। মানুষ তার পরিবার, সমাজ, রাষ্ট্র ও ধর্মের ওপর ভিত্তি করে সুনির্দিষ্ট কিছু নিয়মনীতি খুব সচেতনভাবে মেনে চলে। সমাজ বা রাষ্ট্র আরোপিত এই সব নিয়ম-নীতি ও আচরণবিধি মানুষের জীবন-যাপনকে প্রভাবিত করে। এই নিয়মগুলো মেনে চলার প্রবণতা, মানসিকতা, নীতির চর্চাই হলো নৈতিকতা। আর কর্মক্ষেত্রে এই নৈতিকতার প্রয়োজনীয়তা অপরিহার্য। আমরা প্রতিদিন কর্মস্থলে কাজ করার পাশাপাশি বেশিরভাগই নিজেদের ব্যক্তিগত, পারিবারিক এবং আরও নানা বিষয়ে আলোচনা করি। এই আলোচনা অনেক সময় সমালোচনা হয়ে যায়। সমালোচনা। মাধ্যমে মানুষ নেতিবাচক ধারণা তৈরি করে। কর্মক্ষেত্রে এর মারাত্মক প্রভাব পড়ে। কাজেই কর্মক্ষেত্রে কাজের পরিবেশ নষ্ট না হয় সেজন্য অপেশাদার এসব কাজ ও সমালোচনা থেকে বিরত থেকে নৈতিকতা প্রতিষ্ঠা করা খুবই জরুরী।

কর্মক্ষেত্রে নৈতিকতা প্রতিষ্ঠা করার কয়েকটি বিষয়ঃ 

পরচর্চা না করাঃ কর্মক্ষেত্রে গল্প-গুজব না করে সবসময় কাজের মধ্যেই ব্যস্ত থাকা প্রয়োজন। এতে অন্য মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা কিংবা সমালোচনা সহজেই এড়িয়ে নৈতিকতা প্রতিষ্ঠা করে ক্যারিয়ারে সাফল্য পাওয়া সম্ভব 

কর্মস্থলে একে অপরের সম্পর্ক রক্ষা করাঃ পেশাগত জীবনে মানুষের সঙ্গে সম্পর্ক অথবা সহকর্মীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারলে সাফল্য বাড়ে। কাজের পরিবেশ তৈরি হয়। 

মূল্যবোধ ঠিক রাখাঃ বিভিন্ন বিষয়কে মেনে নেওয়া একটি ভালো গুণ। কর্মক্ষেত্রে নিজের সততা কিংবা নিষ্ঠা ত্যাগ না করে। ক্যারিয়ারকে সুগঠনশীল এবং কর্মস্থলকে কাজের উত্তম পরিবেশ হিসেবে তৈরি করা। 

কাজকে মূল্য দিয়ে শুধু অর্থের পেছনে না দৌড়ানোঃ কর্মস্থলে নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অর্থের পেছনে দৌঁড়ানো হলে কখনও উন্নতি সম্ভব হবে না। কর্মস্থলে কাজকে মূল্যায়ণ করে কাজের নৈতিকতা সৃষ্টি করতে পারলে উন্নয়ন সম্ভব। যার ফলাফল স্বরূপ অর্থ উপার্জন এমনিতেই হতে পারে। 

কাজের লক্ষ্য নির্ধারণঃ কর্মস্থলে নৈতিকতা মূল্যবোধ কে বজায় রেখে কাজের লক্ষ্য অনুযায়ী প্রচেষ্টা করতে পারলে কর্মস্থল উত্তম কর্মস্থলে পরিণত হবে। 

অন্যকে দায়ী না করাঃ কর্মস্থলে যে কোন কাজের বিষয়ে একে অপরকে দায়ী না করে ভুল কাজের সঠিক নিবারণ করে কর্মস্থলকে আবারও উত্তম কর্মস্থল পরিবেশ সৃষ্টি করা জরুরী। 

উন্নতির চেষ্টা করাঃ কর্মস্থলে নৈতিকতা বজায় রেখে যে কোন পরিস্থিতিতে নিজের ও প্রতিষ্ঠানের উন্নতি করার লক্ষ্যে কাজ করতে পারলে সবসময় উন্নয়ন হবে। ক্যারিয়ারে যদি স্থিতিশীলতা অর্জনের চেষ্টা করা হয় এবং নানাভাবে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় যোগ্য হিসেবে প্রমাণ করতে হবে।

২১.০৬.২০১৮ইং                                                                                                                                                                                                                                 ফরিদপুর 

প্রিয় শাওন, 

চিঠির শুরুতেই তোমাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। কিছুদিন আগে শুনলাম তুমি এসএসসি পরীক্ষায় সাফল্যের সাথে পাস করেছো। খবরটা শুনে অনেক ভালো লেগেছে। তবে আমি ইদানিং লক্ষ্য করলাম তুমি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একাউন্ট তৈরি করে সব সময় অনলাইনে থাকছো। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে প্রযুক্তির সাথে থাকাটা বাঞ্চনীয়। তবে এই ফেসবুক চালনায় সুফলের সাথে বিদ্যমান কুফলের দিক বিদ্যমান। ফেসবুক চালনায় অনেক সময় নেশায় পরিণত হয় বন্ধুবান্ধবদের সাথে ফেসবুকে অনলাইন থাকার জন্য। যা তোমার পড়াশুনার পরবর্তী জীবনে বাধার সৃষ্টি হতে পারে। তাছাড়া পড়াশুনার সময় ফেসবুক ব্যবহারে তোমার জীবনের লক্ষ্য অর্জনের পথ হারিয়ে যেতে পারে। ফেসবুকিং এর বিভিন্ন পেজ সমূহ তোমাকে উৎসাহিত করবে যাতে তুমি অযথাই ফেসবুকে অনলাইনে থেকে সময় নষ্ট করো। ফেসবুক ব্যবহারের ফলে তুমি নানা ধরনের কুকর্মে জড়িত হয়ে যেতে পারো। ফেসবুক ব্যবহারে তুমি অবধাই খারাপ দিক পারো। তোমার এই পড়াশুনা এবং জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে ফেসবুক চালনায় লের থেকে কুফলই বেশি অর্জন কর তাই আমি বড়ভাই হিসেবে তোমার দৃষ্টিআকর্ষণ করে ফেসবুকের নানান কুফল দিক তুলে ধরলাম। 

আমার দোয়া তোমার জন্য সব সময় থাকবে। বাড়ির সকলকে আমার সালাম দিও। 

তোমার বড় ভাই

টুলু                                                                                                                                     

                           

এক কথায় প্রকাশ করুন:
3.

নৌ চলাচলের যোগ্য

Created: 3 months ago | Updated: 8 hours ago

নৌ চলাচলের যোগ্য = নাব্য

এক কথায় প্রকাশ করুন:
4.

দিবসের পূর্বভাগ

Created: 3 months ago | Updated: 22 hours ago

দিবসের পূর্বভাগ = পূর্বাহ্ন

এক কথায় প্রকাশ করুন:
5.

যিনি সব জানেন

Created: 3 months ago | Updated: 5 days ago

যিনি সব জানেন = সবজান্তা

এক কথায় প্রকাশ করুন:
6.

আপনার রঙ যে লুকায়

Created: 3 months ago | Updated: 6 days ago

আপনার রঙ যে লুকায় = বর্ণচোরা

এক কথায় প্রকাশ করুন:
7.

যারা এক মতার গর্ভে জন্মেছে

Created: 3 months ago | Updated: 6 days ago

যারা এক মতার গর্ভে জন্মেছে = সহোদর

Created: 3 months ago | Updated: 14 hours ago

                                                                                                   “Functions of Banglasesh Customs”

Bangladesh Customs was formed under the National Board of Revenue in 1972 after the Independence of Bangladesh through the Customs Act In 2016 Bangladesh Costoms joined Operation IRENE to stop illegal trafficking of small arms and drugs. Customs is one of the three tax collecting agencies that work under the National Board of Revenue. The other two agencies are VAT and Income Tax. The Customs wing is responsible for planning, formulation implementation, and periodic review and re-appraisal of policies on matters related to Customs. Its main functions are- 

a) collection of duties and taxes at the import stage, 

b) protection of domestic industry, 

c) trade liberalisation. 

d) facilitation of trade, 

e) prevention of smuggling, 

f) interdiction of prohibited goods, narcotics & objects detrimental to national security, and 

g) prevention of money laundering. 

→Providing training to the newly appointed officers and other staffs in the customs, excise & VAT department to make them skilled and competent so that they can easily cope up with present administrative structure. 

→ Arranging subjective training programs on important changes in rules & regulations to improve efficiency and to make a service oriented administration. 

→Ensuring the welfare of the staffs by arranging and Conducting departmental exams for promotion on the basis of capability. 

→Conducting research on the Customs & VAT systems, revenue administration, revenue policies and planning of budget and thus contributing to the national development. 

→Conducting exams for the appointment of customs and VAT advisers. 

→Arranging training for the C&F agents if needed. 

→Arranging specialized training on audit, scanning etc. hosted by WCO. 

→Conducting PSI Training Arranging seminars, workshops and training programs as dictated by NBR.

Write sentences with:
11.

all alone

Created: 3 months ago | Updated: 1 day ago

all alone(একদম একা) = She was all alone in a dark forest.

Write sentences with:
12.

as well as

Created: 3 months ago | Updated: 20 hours ago

as well as(পাশাপাশি) = Hated is blind as well as love.

Write sentences with:
13.

a little

Created: 3 months ago | Updated: 1 day ago

a little(একটু/সামান্য) = Maybe you are having a little water gain, but you look great. 

Write sentences with:
14.

belong to

Created: 3 months ago | Updated: 1 week ago

belong to(অর্ন্তগত) = The battle does not always belong to the strong.

Write sentences with:
15.

by chance

Created: 3 months ago | Updated: 22 hours ago

by change(সুযোগ দ্বারা/হটাৎ হটাৎ) = I met her quite by change.

১ কেজি চিনির মূল্য = ৫৫ টাকা

৫৫ টাকায় চিনির মূল্য ৬% বৃদ্ধি পেলে চিনির  বর্তমান মূল্য = ৫৫+৫৫ এর ৬%) = +×

=+.=.

বর্তমানে ৫৮.৩ টাকায় ক্রয় করা যায় = ১ কেজি চিনি

 বর্তমানে ১ টাকায় ক্রয় করা যায় = .কেজি চিনি

বর্তমানে ৫৫ টাকায় ক্রয় করা যায় = ×.=.

=৯৪৩ গ্রাম চিনি।

Created: 3 months ago | Updated: 1 day ago

ক, খ, গ এর বয়সের গড় = ২৫ বছর

ক, খ, গ এর মোট বয়স= ২৫× = ৭৫ বছর

৭৫ বছর অপেক্ষা ২০% বৃদ্ধি হলে হয়, 

ক, খ, গ, ঘ এর বয়সের সমষ্টি = (৭৫+৭৫ এর ২০%)= +×=+= বছর

 ঘ এর বয়স =৯০ -৭৫ = ১৫ বছর।

উত্তর: ১৫ বছর।

বিদেশ থেকে বাকি পর্যায়ে প্রতিষ্ঠান পর্যায়ে বহুজাতিক কোম্পানি রূপে ও সরকারি বিদেশি সরকার ও তাদের এজেন কর্তৃক কোন দেশে বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হলে তাকে বৈদেশিক বিনিয়োগ বলে। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা গুলো হলো: 

১) অবকাঠামোগত উন্নয়ন: বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগকে উৎসাহীত করতে অবকাঠামোগত উন্নয়নের যথেষ্ট প্রয়োজন রয়েছে। 

২) মানবসম্পদ উন্নয়ন: বিশাল জনগোষ্ঠীর এই দেশে বেশির ভাগ মানুষ বেকার। বিদেশিরা তাদের কল-কারখানায় সহ কম মূল্যে এই বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে শ্রমিক হিসেবে নিয়োগ দিতে পারে। 

৩) কারিগরি দক্ষতার উন্নয়ন: বৈদেশিক বিনিয়োগের ফলে দেশের কারিগরি দক্ষতার উন্নয়ন ঘটে। বিনিয়োগকারীরা বিনিয়োগ ক্ষেত্রে উন্নয়ন প্রযুক্তিকে অগ্রাধিকার দেয়। বাংলাদেশে প্রযুক্তিখাতে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 

৪) কর অবকাশ সুবিধা প্রদান: বিদেশিরা যাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয় এই উদ্দেশ্যে বিভিন্ন কর অবকাশ সুবিধা দেয়া হচ্ছে। 

৫) রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা: বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা কমে যাওয়ার কারণে বিনিয়োগকারীরা সুবিধা ভোগ করছে। 

৬) সু-শাসন প্রতিষ্ঠা: বাংলাদেশে সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ফলে সু-শাসন প্রতিষ্ঠিত হয়েছে। 

৭) ব্যবস্থাপনার উন্নয়ন: বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ফলে পর্যাপ্ত পুঁজির সাথে দক্ষ ব্যবস্থাপকেরও আগমন ঘটে। যা বাংলাদেশের অর্থনীতির জন্য সম্ভাবনাময় একটি দিক। 

৮) উৎপাদনশীলতা বৃদ্ধি, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস ও ভাবমূর্তি উন্নয়ণ: এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে। 

বৈদেশিক বিনিয়োগ এর সুবিধার পাশাপাশি বিনিয়োগের সমস্যা রয়েছে। সেগুলো হলো:

১) রাজনৈতিক অস্থিতিশীলতা। 

২) সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সূত্রিতা। 

৩) আমলাতান্ত্রিক জটিলতা ।  

৪) অবকাঠামোগত জটিলতা ও সমস্যা মুখোমুখি হওয়া। 

৫) অদক্ষ শ্রমিক। 

৬) বাজারের সংকীর্ণতা। 

৭) শ্রমিক অসন্তোষ। 

৮) দুর্নীতি ও আইন-শৃঙ্খলার অপব্যবহার।

বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত দেশের প্রধান জাদুঘর। এটি ১৯১৩ সালের ২০ই মার্চ প্রতিষ্ঠিত হয় এবং ৭ আগস্ট ১৯১৩ সালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। ১৯৮৩ সালের ১৭ নভেম্বর এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেয়া হয়। এখানে নৃতত্ব চারুকলা, ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক ও বিশ্ব সভ্যতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলাদা ৪৪টি প্রদর্শনীকক্ষ রয়েছে। এছাড়া এখানে একটি সংরক্ষণাগার, গ্রন্থাগার, মিলনায়তন, আরকাইভ, সিনেস্কেইপ এবং চলচ্চিত্র প্রদর্শনালয় রয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত নিদর্শনের সংখ্যা প্রায় ৯৪ হাজার। প্রতিটি নিদর্শনের একটি একসেশন নম্বর রয়েছে। নিদর্শনের নাম ও সংক্ষিপ্ত পরিচয় নিয়ে কম্পিউটার ডেটাবেইস প্রণয়ণ করা হয়েছে। এছাড়া নির্বাচিত ৭৫০০ নিদর্শনের মুদ্রিত বর্ণনামূলক ক্যাটালগ প্রণয়ন ও প্রকাশনার কাজ চলছে।

Related Sub Categories