তুলসী বনের বাঘ
তুলসী বনের বাঘ (ভল্ড) = লোকটা দেখতে ধার্মিক হলেও সে আসলে একটা তুলসী বনের বাঘ।
ইঁদুর কপালে
ইঁদুর কপালে (মন্দভাগ্য) = তোমার মত ইঁদুর কপালে লোক আমি দেখিনি।
কান পাতলা
কান পাতলা (যে সবার কথা বিশ্বাস করে) = কানপাতলা লোকেরা বেশি বিপদে পড়ে।
চোখের পর্দা
চোখের পর্দা (নির্লজ্জ) = লোকটা ঘুষ খোর, চোখের পর্দা নেই।
ফপর দালালি
ফপর দালালি (অতিরিক্ত চালবাজি) = সব জায়গায় ফপর দালালি করতে গেলে বিপদে পড়বে।
অতিক্রম করা যায় না যা
অতিক্রম করা যায় না যা = অনতিক্রম্য।
জেনেও যে পাপ করে
জেনেও যে পাপ করে = জ্ঞানপাপী।
যে গাছের বিস্তর ছায়া হয়
যে গাছের বিস্তর ছায়া হয় = ছায়াতরু।
ভোজন করতে যে চায়
ভোজন করতে যে চায় = বুভুক্ষু ।
ভোজন করতে যে চায় = বুভুক্ষু ।
যিনি শক্রকে বধ করেছেন
যিনি শত্রুকে বধ করেছেন = শত্রুঘ্ন।
যিনি শত্রুকে বধ করেছেন = শত্রুঘ্ন।
কথামৃত
কথামৃত = কথা + অমৃত
অপেক্ষা
অপেক্ষা = অপ + ঈক্ষা
উন্নতি
উন্নতি = উৎ + নতি।
সন্ধান
সন্ধান = সম্ + ধান।
ষড়যন্ত্র
ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র।
সব মাছগুলোর দাম কত?
মাছগুলোর দাম কত?
দৈনতা প্রশংসনীয় নয়।
দীনতা প্রশংসনীয় নয়।
আবশ্যক ব্যয়ে কার্পন্যতা করা উচিত নয়।
আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য অনুচিত।
বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভাল নয়।
অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভাল নয়।
‘‘সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা”
বাংলাদেশে ২০০৮ সাল থেকে সৃজনশীল পদ্ধতির শিক্ষা আরম্ভ হয়। সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা যাচাই করা হয়ে থাকে। শিক্ষার্থীরা পাঠ্য বই এর বিষয়বস্তু কতটা বুঝতে পারছে তা যাচাই করা হয়। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হবে সে সম্পর্কে শিক্ষার্থীদের কোন পূর্ব ধারণা থাকেনা। নির্দিষ্ট সিলেবাস থেকে তাদের প্রশ্ন করা হয় এবং শিক্ষার্থীদেরকে নিজেদের মত করে উত্তর দিতে হয়। এ পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে কোন প্রশ্নের উত্তর হুবহু মুখস্ত করতে হয় না। সিলেবাসের বিষয় বুঝে ও উপলব্ধি করে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ভবিষ্যতে কাজে লাগাতে পারে। সৃজনশীল পদ্ধতির প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা সহজে দিতে পারে বলে অকৃতকার্যের হার কমবে। আর একই প্রশ্নের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই বলে নকল ও অসদ উপায় গ্রহণেরও পদ্ধতি নেই ।
They have ____ a house.
They have built a house.
We have never-----about the problem.
We have never thought about the problem.
He is capable ___doing the job efficiently.
He is capable of doing the job efficiently.
She was dressed ____blue.
She was dressed in blue.
Hasan, _____I borrow your pen?
Hasan, you and I borrow your pen?
Hasan, you and I borrow your pen?
জাপান আমাদের দেশের পূর্ব দিকে অবস্থিত।
Japan is situated to the East of our country.
তাজমহলের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা অসম্ভব।
The beauty of Tajmahal beggars description.
যুদ্ধ মানব জাতির জন্য অভিশাপ।
war is a curse for human kind.
war is a curse for human kind.
রূঢ় কথা অনেক ক্ষতিসাধন করতে পারে।
Cruel words can do a lot of harm.
তার পাশে একজন শ্মশ্রুমন্ডিত ব্যক্তি বসা ছিল।
There was a beard person sitting beside him.
Apple of discord
Apple of discord ( বিবাদের বিষয়) : Gobinda's second marriage has become an apple of discord with his first wife.
First and foremost
First and foremost (সবার আগে) = The first and foremost duty of human being is to obey rules of Allah.
Unaware of
Unaware of ( অনবহিত): The manager was unaware of his absence.
Take into account
Take into account (হিসেবে বা গণনায় আনা) = All of your deeds will be taken into account.
Take into account (হিসেবে বা গণনায় আনা) = All of your deeds will be taken into account.
In the midst of
In the midst of (মাঝে) = He left the house in the midst of a rainstorm.
“Begum Rokeya”
Begum Rokeya Sakhawat Hossain was a pioneering role in awakening Muslim women. She was born on 9 December 1880 into a landed family of Pairaband, Rangpur. Rokeya realised that women could be freed from their shackles only if they were educated and became independent economically. She started a school for Muslim girls at Bhagalpur with only five students. Rokeya ran the school for twenty four years, facing hostile criticism and various social obstacles, and made it one of the best seat of learning available for Muslim girls. Rokeya died in Calcutta on 9 Decembe 1932.
UNESCO
UNESCO- United Nations Educational, Scientific and Cultural Organization.
SAARC
SAARC - South Asian Association for Regional Cooperation.
CEDAW
CEDAW - Committee on the Elimination of Discrimination against Women.
NIPORT কি?
জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। NIPORT- National Institute of Population Research and training- ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।
১৭ নং অনুচ্ছেদ। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ।
১৭ নং অনুচ্ছেদ। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ।
বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম কি?
পায়রা বন্দর বাংলাদেশের পটুয়াখালি জেলায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় এবং দক্ষিণ এশিয়ার একটি সামুদ্রিক বন্দর।
আন্তর্জাতিক আদালতে বিচারের সংখ্যা কত?
১৫ জন।
গ্রীনল্যান্ড দ্বীপের মালিকানা কোন দেশের?
ডেনমার্ক।
ডেনমার্ক।
ভিয়েতনামের মুদ্রার নাম কি?
ভিয়েতনামের মুদ্রার নাম → ডং।
ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
জেনেভায় ।
জেনেভায় ।
কোন রাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা?
সিয়েরালিওন।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
২০২২ সালে বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে। এটি ফিফা বিশ্বকাপের ২২তম আসর।
২০২২ সালে বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে। এটি ফিফা বিশ্বকাপের ২২তম আসর।