বাংলাদেশ পুলিশ || সাব ইন্সপেক্টর (17-06-2019) || 2019

All

সকল বিষয়

৩০ জন শ্রমিক ২০ দিনে করে = ১টি কাজ

৩০ জন শ্রমিক ১০ দিনে করে =×= টি কাজ

 কাজ বাকি আছে = -= অংশ

এবং অবশিষ্ট দিন = ২০ (১০ + ৬) = ২০ - ১৬ = ৪

এখন, ১০ দিনে  অংশ কাজ করে = ৩০ জন শ্রমিক

 ১ দিনে  অংশ কাজ করে = (৩০ x ১০) জন শ্রমিক

৪ দিনে  অংশ কাজ করে = ×= জন শ্রমিক

অতিরিক্ত শ্রমিক লাগবে = ৭৫ - ৩০ = ৪৫ জন।

৩,০০০ টাকার ৫ বছরের মুনাফা = ১,৫০০ টাকা

১ টাকার ১ বছরের মুনাফা = × টাকা

১০০ টাকার ১ বছরের মুনাফা =××=%

৫ টির ক্রয়মূল্য = ১ টাকা

১ টির ক্রয়মূল্য = টাকা

আবার, ৪ টির বিক্রয়মূল্য = ১ টাকা

 ১ টির বিক্রয়মূল্য = টাকা

 লাভ হয় = -= টাকা

শতকরা লাভ = (×)%=(××)%=%

সংক্ষেপে উত্তর দিন: (বাংলাদেশে প্রেক্ষিত)
7.

তমুদ্দিন মজলিশ কি?

Created: 3 months ago | Updated: 2 days ago

তমুদ্দিন মজলিস ১৯৪৭ সালে আবুল কাসেম কর্তৃক প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক সংগঠন যা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন করেছিল।

Created: 3 months ago | Updated: 1 week ago

পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সীমান্তবর্তী অথচ সেভেন সিষ্টার্সভুক্ত নয়।

সংক্ষেপে উত্তর দিন: (বাংলাদেশে প্রেক্ষিত)
9.

কত সালে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ও রানীর শাসন শুরু হয়?

Created: 3 months ago | Updated: 6 days ago

১৮৫৮ সালে ভারতের শাসনভার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজশক্তির হাতে স্থানান্তরিত হলে রাণী ভিক্টোরিয়া নিজ হাতে ভারতের শাসনভার তুলে নেন। 

Created: 3 months ago | Updated: 6 days ago

বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের গীতবিতান গ্রন্থের স্বরবিতান অংশ থেকে নেয়া হয়েছে।

সংক্ষেপে উত্তর দিন: (বাংলাদেশে প্রেক্ষিত)
11.

পদ্মা সেতু কোন কোন জেলাকে সংযুক্ত করবে?

Created: 3 months ago | Updated: 6 days ago

পদ্মা সেতু মুন্সিগঞ্জ ও শরিয়তপুর জেলাকে সংযুক্ত করবে।

সংক্ষেপে উত্তর দিন: (বাংলাদেশে প্রেক্ষিত)
12.

সাইমন ড্রিং কে?

Created: 3 months ago | Updated: 3 days ago

সাইমন ড্রিং একজন ব্রিটিশ সাংবাদিক যিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর জঘন্য ও নৃশংসতার বিবরণ বিশ্ববাসীর কাছে তুলে ধরেন।

Created: 3 months ago | Updated: 1 week ago

হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা যে পরিব্রাজক প্রাচীনবঙ্গে এসেছিলেন তার নাম হিউয়েন সাঙ ।

সংক্ষেপে উত্তর দিন: (বাংলাদেশে প্রেক্ষিত)
14.

বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার নাম কি?

Created: 3 months ago | Updated: 6 days ago

বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার নাম তেঁতুলিয়া।

সংক্ষেপে উত্তর দিন: (বাংলাদেশে প্রেক্ষিত)
15.

BTRC কি নিয়ন্ত্রণ করে?

Created: 3 months ago | Updated: 6 days ago

BTRC (Bangladesh Telecommunication Regulatory Commision). এটি দেশের টেলিযোগাযোগ ও ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করে থাকে।

সংক্ষেপে উত্তর দিন: (বাংলাদেশে প্রেক্ষিত)
16.

DNA বলতে কি বুঝায়?

Created: 3 months ago | Updated: 1 week ago

DNA হলে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রনের জীনগত একক।

সংক্ষেপে উত্তর দিন: ( আন্তর্জাতিক প্রেক্ষিত)
17.

BRICS এর পূর্ণরূপ কি?

Created: 3 months ago | Updated: 1 day ago

পাঁচটি উন্নয়নশীল দেশের নামের প্রথম অক্ষর নিয়ে গঠিত একটি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হলো BRICS. দেশগুলো হলো Brazil, Russia, India, China & South Africa.

সংক্ষেপে উত্তর দিন: ( আন্তর্জাতিক প্রেক্ষিত)
18.

তক্ষশীলা কোন দেশে?

Created: 3 months ago | Updated: 1 day ago

পাকিস্তানে তক্ষশিলা অবস্থিত।

সংক্ষেপে উত্তর দিন: ( আন্তর্জাতিক প্রেক্ষিত)
19.

আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়?

Created: 3 months ago | Updated: 1 day ago

আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ পালিত হয়।

সংক্ষেপে উত্তর দিন: ( আন্তর্জাতিক প্রেক্ষিত)
20.

মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের আইনসবার নাম কি?

Created: 3 months ago | Updated: 2 days ago

মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের আইনসবার নাম House of Representatives (সদস্য ৪৩৫ জন)।

সংক্ষেপে উত্তর দিন: ( আন্তর্জাতিক প্রেক্ষিত)
21.

বন্দর আব্বাস কোন দেশের সমুদ্রবন্দর?

Created: 3 months ago | Updated: 1 week ago

বন্দর আব্বাস ইরান দেশের সমুদ্রবন্দর।

সংক্ষেপে উত্তর দিন: ( আন্তর্জাতিক প্রেক্ষিত)
22.

সুয়েজখাল কোন কোন সাগকে যুক্ত করেছে?

Created: 3 months ago | Updated: 4 days ago

সুয়েজখাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে।

সংক্ষেপে উত্তর দিন: ( আন্তর্জাতিক প্রেক্ষিত)
23.

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল কোনকোন দেশে অনুষ্ঠিত হবে?

Created: 3 months ago | Updated: 17 hours ago

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল আমেরিকা, মেক্সিকো ও কানাডা দেশে অনুষ্ঠিত হবে।

সংক্ষেপে উত্তর দিন: ( আন্তর্জাতিক প্রেক্ষিত)
24.

দ্য ল্যুভর মিউজিয়াম কোন দেশে অবস্থিত?

Created: 3 months ago | Updated: 1 day ago

দ্য ল্যুভর মিউজিয়াম ফ্রান্সে অবস্থিত।

সংক্ষেপে উত্তর দিন: ( আন্তর্জাতিক প্রেক্ষিত)
25.

হেমলক বিষপানে কোন গ্রীক দার্শনিককে হত্যা করা হয়?

Created: 3 months ago | Updated: 1 week ago

হেমলক বিষপানে গ্রীক দার্শনিক সক্রেটিসকে হত্যা করা হয়।

সংক্ষেপে উত্তর দিন: ( আন্তর্জাতিক প্রেক্ষিত)
26.

পার্ল হারবার যুক্তরাষ্ট্রর কোন রাজ্যে অবস্থিত?

Created: 3 months ago | Updated: 1 week ago

পার্ল হারবার যুক্তরাষ্ট্রের অধিভূক্ত হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত একটি নৌ ও বিমান ঘাঁটি।

টীকা লিখুন: (যে কোন ৫টি)
27.

SDG

Created: 3 months ago | Updated: 1 day ago

SDGs হলো Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এটি ২০১৫ সালে শেখ হওয়া সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাকে প্রতিস্থাপন করেছে। SDGs এর মেয়াদকাল ২০১৬ থেকে ২০৩০ পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে।

টীকা লিখুন: (যে কোন ৫টি)
28.

ওয়ান বেল্ট

Created: 3 months ago | Updated: 5 days ago

One belt one road বা 'এক অঞ্চল এক পথ' একটি পরিকল্পনা। এটি মূলত চীনের সঙ্গে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অন্তত ৭০টি দেশের জলে ও স্থলে সংযোগ স্থাপনের পরিকল্পনা। One belt one road কে সংক্ষেপে OBOR বলা হয়। প্রকল্পটি অর্থায়নের জন্য Asian Infrastructure Investment Bank (AIIB) নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।

টীকা লিখুন: (যে কোন ৫টি)
29.

Human Development Index

Created: 3 months ago | Updated: 1 day ago

Human Development Index বা মানব উন্নয়ন সূচক হলো বিশ্বের সকল দেশসমূহের জীবন ধারণের মান, শিক্ষা, নিরক্ষরতা ইত্যাদির একটি তুলনামূলক সূচক। এখানে বিভিন্ন ধরনের পরিসংখ্যান ব্যবহার করে মানব উন্নয়নের মাপকাঠিতে সংশ্লিষ্ট দেশগুলোকে ক্রমানুসারে সাজানো হয়।

টীকা লিখুন: (যে কোন ৫টি)
30.

CNN

Created: 3 months ago | Updated: 6 days ago

Cable News Network যা একটি যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল। এটি সংবাদ ও সংবাদ বিশ্লেষণ সম্প্রচার করে থাকে। ১৯৮০ সালে টেড টার্নার নামে এক ব্যক্তি এটি প্রতিষ্ঠা করেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এর প্রধান কার্যালয় অবস্থিত ।

টীকা লিখুন: (যে কোন ৫টি)
31.

মানি লন্ডারিং

Created: 3 months ago | Updated: 4 days ago

অবৈধ উপায়ে অর্জিত অর্থকে বৈধ করার প্রক্রিয়াকে Money Laundering বলে। এই প্রক্রিয়ায় অর্থের অবৈধ উৎস গোপন করা হয়। অন্যভাবে বলতে গেলে, বিভিন্ন অবৈধ উপায়ে যে সব অর্থ আসছে, সেগুলোকে ব্যাংকের মাধ্যমে ডিডি, টিটি, এমটি করে বা বিভিন্ন নামে Account খুলে তা পরবর্তীতে অন্য কোথাও বিনিয়োগের মাধ্যমে বৈধ করার প্রক্রিয়াই Money Laundering.

টীকা লিখুন: (যে কোন ৫টি)
32.

কমিউনিটি পুলিশিং

Created: 3 months ago | Updated: 6 days ago

কমিউনিটি পুলিশিং হচ্ছে অপরাধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারিত্ব একটি নতুন পুলিশিং দর্শন। কমিউনিটি পুলিশিং ধারণাটি আসে মূলত রবার্ট পিলের গণমুখী পুলিশিং এর মূলনীতি হতে। আমাদের দেশে পুলিশী কর্মকাণ্ডে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠার মাধ্যমে কার্যকরভাবে অপরাধ প্রতিরোধের জন্য কমিউনিটি পুলিশিং ধারণাটি গ্রহণ করা হয়েছে।

শহরমুখী গ্রামীণ জনস্রোত বাংলাদেশের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। এই অভিবাসনের হার যেভাবে বাড়ছে তাতে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর ভীষণ জটিলতার আবর্তে পড়ে যাবে। BBS কর্তৃক প্রকাশিত এক জরিপে দেখা যায় ২০১৫ সালে এই অভিবাসনের হার ছিল প্রতি হাজারে ৯০ জন। জরিপের প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত ২৫ বছরে গ্রামীণ অভিবাসনের হার ক্রমেই বাড়ছে। কারণঃ গ্রাম ও ছোট শহরগুলো থেকে ঢাকা শহরে লোকজনের অভিবাসনের কারণগুলোর মধ্যে অর্থনৈতিক কারণটাই মূখ্য। এছাড়া অন্য কারণগুলোর মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষার সুযোগ লাভ। ঢাকা বিভাগে অভিবাসনের হারে সবচেয়ে বেশি এবং রাজশাহীতে সবচেয়ে কম। দারিদ্র্য, বছরজুড়ে কর্মসংস্থানের অভাব, প্রাকৃতিক দুর্যোগ, নানা বিপর্যয়, বন্যা, খরা, নদীভাঙন ইত্যাদির শিকার গ্রামের অসহায় মানুষগুলো নিরুপায় হয়ে শহরমুখী হচ্ছে। গার্মেন্টেস ছাড়াও রপ্তানিমুখী শিল্প কারখানাগুলোতে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ থাকায় আমীণ জনস্রোতের প্রবেশ ঘটছে বড় শহরগুলোতে। বাসযোগ্য শহর গঠনে মতামতঃ বাসযোগ্য শহর গঠনের নিচের কয়েকটি পদক্ষেপ নেয়া যেতে পারেঃ 

০১. জলাধার, প্রাকৃতিক খাল, খেলার মাঠ, উদ্যোগ সংরক্ষণ ও উন্নয়ন এবং এগুলো দখলে থাকলে তা পুনরায় উদ্ধার করতে হবে। 

০২. বিল্ডিং নির্মানের কোড ও কর্তৃপক্ষের নিয়মনীতি কঠোরভাবে মানতে হবে। 

০৩. নগরায়ন ব্যবস্থার কাঠামোবদ্ধ ক্রমবিন্যাস ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে। 

০৪. যত্রতত্র বিল্ডিং, কাঠামো নির্মাণের অনুমতি না দেয়া। 

০৫. রাজউক-কে শক্তিশালী করতে হবে। 

০৬. নগর উন্নয়ন ইউনিট গঠনের মাধ্যমে শহর উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করা।

স্যোশাল মিডিয়া হলো একধরনের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন যা মানুষকে খুব দ্রুত এবং দক্ষতার সাথে বিভিন্ন বিষয় শেয়ার করার এবং পরিচিত বা অপরিচিত সবার সাথেই যোগাযোগের মাধ্যমে হিসেবে কাজ করে। বর্তমান পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে এই স্যোশাল মিডিয়া। বিভিন্ন রকমের যে স্যোশাল মিডিয়া রয়েছে, তার নামগুলো হলোঃ ফেসবুক, টুইটার, লিংকডইন, হোয়াটস অ্যাপ, ইন্সটাগ্রাম, স্কাইপ, স্ন্যাপচ্যাট, রেডডিট ইত্যাদি। 

তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যম নির্ভর অনেকেই ভুগছেন এক ধরনের অপরাধ সংগঠনের নিরাপত্তাহীনতায়। বিশেষ করে যেসব নারী ইন্টারনেট ব্যবহার করেন, তাদের অনেকেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। এই শ্রেণি প্রতিনিয়তই কোন না কোনভাবে বাজে মন্তব্য, নির্যাতন এবং সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। নানা মাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অপরাধ বাড়ছে। সম্প্রতি মার্কিন রিসার্চ ইনস্টিটিউট ডাটা অ্যান্ড সোসাইটির একটি প্রতিবেদন থেকে জানা যায়, প্রতি ১০ জন নারী ইন্টারনেট ব্যবহারকারীর একজন যৌন হয়রানির শিকার হন এবং পুরুষের ক্ষেত্রে ২০ জন ব্যবহারকারীর একজন। বর্তমানে কিশোর-কিশোরীদের মধ্যে ইন্টারনেটে আত্মপ্রদর্শনের প্রবণতা বেশ লক্ষণীয়। তাই অনেক সময় অসচেতনভাবেই ঘটে যায় নানা রকম আপত্তিকর সাইবার অপরাধ। আবার, ফেসবুক চ্যাট ও ভিডিও চ্যাট থেকে ছবি বা ভিডিও নিয়ে একটু পরিবর্তন করে সেই সব ছবি বা ভিডিও ইউটিউব বা বিভিন্ন সাইটে ছড়িয়ে দিচ্ছে অপরাধীরা। বিভিন্ন যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা অপরাধের ভিডিও আপলোড করে ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ফলে গোপনীয়তা হ্রাস পাওয়ার সাথে সাথে বাড়ছে অপরাধ। এছাড়া ফেসবুক লাইভে নির্যাতন, নির্যাতিতার সাথে সেলফি, ধর্ষনের ভিডিও টুইটারে, লাইভে আত্মহত্যা, ধর্ষনের সম্প্রচার ইত্যাদির মতো মারাত্মক অপরাধ সংঘটিত হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। 

সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য সবাইকে পারিবারিক ও সামাজিকভাবে দায়িত্বশীল হতে হবে। তবে এক্ষেত্রে পারিবারিক শিক্ষাটা খুব কাজে লাগে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণের কিছু উপায় নিচে দেয়া হলোঃ

০১. অল্প বয়সেই সন্তানদের স্মার্টফোন সম্পর্কে ধারণা না দেয়া। 
০২. পারিবারিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলা । 
০৩. বয়স ১৮ এর বেশি হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোরতা আরোপ করা ও এই সব মাধ্যমে কোন ধরনের ব্যক্তিগত ছবি আপলোড না দেয়ার নির্দেশ। 
০৪. সন্তানদের প্রচুর সময় দেয়া এবং সময় পেলেই তাদের নিয়ে বাইরে থেকে ঘুরে আসা। 
০৫. সন্তানদের প্রচুর খোঁজ খবর নেয়া।

Related Sub Categories