অন্ধের নড়ি
অন্ধের নড়ি/ অন্ধের যষ্ঠি (একমাত্র অবলম্বন) = বিধবার একমাত্র সন্তান তার অন্ধের নড়ি/ অঙ্গের ছবি।
কাঁটার জ্বালা
কাঁটার জ্বালা (তীক্ষ্ণ বেদনা) = অকারণে স্ত্রীর সাথে ঝগড়া করে এখন কাঁটার জ্বালায় জ্বলছি।
ঘটিরাম
ঘটিরাম (অপদার্থ) = গণেশ পড়াশুনা, খেলাধুলা কোনটাতেই ভালো নয়। সে যেনো একটি ঘটিরাম।
তামার বিষ
তামার বিষ (অর্থের কু প্রভাব) = হঠাৎ বড় লোক কি না, তাই তামার বিয়ে বিবেকহীন হয়ে পড়েছ।
হাত-ভারি
হাত-ভারি (কৃপণ) = আরিফ একজন হাত-ভারি লোক, কাউকে কিছু দিতেই চায় না।
খ্রীষ্টাব্দ
খ্রীষ্টাব্দ = খ্রিস্টাব্দ
মন্থর
মনথর = মন্থর
শিরচ্ছেদ
শিরচ্ছেদ = শিরশ্ছেদ
প্রযুজ্য
প্রযুজ্য = প্রযোজ্য
সৌজন্যতা
সৌজন্যতা = সৌজন্য
যা প্রতিরোধ করা যায় না
যা প্রতিরোধ করা যায় না = অপ্রতিরোধ্য।
যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না
যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না = অপ্রতর্ক।
সমুদ্রের ঢেউয়ের শব্দ
সমুদ্রের ঢেউয়ের শব্দ = কল্লোল।
নিন্দা করা ইচ্ছা
নিন্দা করার ইচ্ছা। = জুগুপ্সা।
মান-সম্মান প্রাপ্তির যোগ্য
মান-সম্মান প্রাপ্তির যোগ্য = সম্মানিত।
সিংহাসন
সিংহাসন = সিংহ চিহ্নিত আসন = মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
চাঁদমুখ
চাঁদমুখ = মুখ চাঁদের ন্যায় = উপমিত কর্মধারয় সমাস।
অর্ধম
অধর্ম = নেই ধর্ম = নঞ তৎপুরুষ সমাস ।
বাগদত্তা
বাগদত্তা = বাগ দিয়ে দত্তা = ৩য় তৎপুরুষ সমাস।
ইত্যাদি
ইত্যাদি = ইতি এবং আদি = দ্বন্দ্ব সমাস ।
'পৃথিবী' শব্দের ৫টি সমার্থক শব্দ বা প্রতিশব্দ হলো-
অবনী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা।
”সংসপ্তক” এর রচয়িতা কে?
'সংসপ্তক' এর রচয়িতা শহীদুল্লাহ কায়সার।
‘স্বাধীনতা তুমি’ কবিতাটি কার লেখা?
'স্বাধীনতা তুমি' কবিতাটি শামসুর রাহমান এর লেখা।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে?
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী' গানটির সুরকার আলতাফ মাহমুদ।
কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করেন?
কাজী নজরুল ইসলাম আনন্দময়ীর আগমনে কবিতার জন্য কারাবরণ করেন।
He is a M.A.
He is a M.A.
= He is an M.A.
The price of paddy is rise.
The price of paddy is rise.
= The price of paddy is rising.
I have eaten nothing from yesterday.
I have eaten nothing from yesterday.
= I ate nothing yesterday.
He prefers tea than coffee.
He prefers tea than coffee.
=He prefers tea to coffee.
He died of overeating .
He died of overeating.
= He died from overeating.
He went there at 7 o.clock____evening.
He went there at 7 o'clock in evening.
He called on me___my office.
He called on me at my office.
He entered___the room.
He entered the room.
= কোনো preposition বসবে না।
It has been raining____morning.
It has been raining since morning.
Divide the mangoes____them.
Divide the mangoes among them.
Calf
Calf = Calves
Thesis
Thesis = Theses
Child
Child = Children
Equipment
Equipment = এটি Collective noun
Criteria
Criterion = Criteria
Comitte
Comitte = Committee অর্থ কমিটি; সমিতি।
Leutenant
Leutenant = Lieutenant অর্থ সেনাবাহিনীর অফিসার।
Machinary
Machinary = Machinery অর্থ যন্ত্রপাতি; কল-কব্জা ।
Exhibision
Exhibision = Exhibition অর্থ প্রদর্শন।
sycology
sycology = Psychology অর্থ মনোবিদ্যা ।
at the eleventh hour
At the eleventh hour ( শেষ সময়) = Babul arrived at the airport at the eleventh hour.
An apple of discord
An apple of discord (বিবাদের মূল) = The paternal property has become an apple of discord between the two brothers.
Look after
Look after ( দেখাশোনা করা )= There is none to look after her.
call in
Call in (ডাকা) = Please call in a doctor quickly.
give up
Give up (পরিত্যাগ করা) = Try to give up your bad habit.
a. মানুষ মরণশীল।
মানুষ মরণশীল।
= Man is mortal.
b. আমার বন্ধু নাই বললেই চলে।
আমার বন্ধু নাই বললেই চলে।
= I have few friends.
c. তাহার মানিকগঞ্জ যাওয়ার কথা ছিল।
তাহার মানিকগঞ্জ যাওয়ার কথা ছিল।
= He was supposed to go Manikganj.
d. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
= Industry is the key to success.
e. রহিম সাঁতার কাটতে জানে না।
রহিম সাঁতার কাটতে জানে না।
= Rahim does not know how to swim.
সুতরাং সম্পূর্ণ পানির ওজন = ৫২ = ১০ টাকা
খালি বালতির ওজন = ১২-১০=২ কেজি
উত্তর: ২ কেজি।
দেয়া আছে, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার ৩০ সেন্টিমিটার = ৩০.৩ মিটার
ক্ষেত্রফল = ৪০ ৩০.৩ = ১২১২ বর্গমিটার।
উত্তর: ১২১২ বর্গমিটার।
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৯০ টাকা এবং ৫% লাভে বিক্রয়মূল্য = ১০৫ টাকা
বিক্রয়মূল্য বেশি = ১০৫-৯০ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য =০ টাকা
দেয়া আছে, a+b =7 এবং a-b = 1
আমরা জানি, (a+b)=7
কেন্দ্রীয় শহীদ মিনারের নকশার কে?
কেন্দ্ৰীয় শহীদ মিনারের নকশাকার হামিদুর রহমান।
১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে জয়ী যুক্তফ্রন্ট সরকারের তৎকালীন কৃষিমন্ত্রী শেখ মুজিবুর রহমান।
টেলিফোন কে আবিষ্কার করেন?
টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল ।
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর বাংলা ভাষার স্থান কততম?
জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাভাষার স্থান অষ্টম।
বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
বাংলাদেশের জাতীয় দিবস ২৬ মার্চ।
‘আমার কিছু কথা’ মুক্তিযুদ্ধের বিষয়ে লিখিত অমর গ্রন্থের লেখক কে?
‘আমার কিছু কথা' মুক্তিযুদ্ধের বিষয়ে লিখিত অমর গ্রন্থের লেখক শেখ মুজিবুর রহমান ।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত ঢাকার সেগুনবাগিচায় ।
বিশ্ববিখ্যাত চিত্রকর্ম মোনালিসা এর চিত্রকর কে?
বিশ্ববিখ্যাত চিত্রকর্ম 'মোনালিসা' এর চিত্রকর লিউনার্দো দ্যা ভিঞ্চি।
আগামী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
আগামী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো ।
জাতীয় জনসংখ্যা দিবস কবে?
জাতীয় জনসংখ্যা দিবস ২ ফেব্রুয়ারি। [১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস]
ভুটানের মুদ্রার নাম কী?
ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
আয়ারল্যান্ডের রাজধানীর নাম কী?
আয়ারল্যান্ডের রাজধানীর নাম ডাবলিন ।
বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথককারী নদীর নাম কী?
বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথককারী নদীর নাম নাফনদী ।
বাংলা সনের প্রবর্তন কে করেন?
বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর।
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনের কে আহবান করেন?
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন রাষ্ট্রপতি ।
LAN
LAN = Local Area Network.
WWW
WWW = World Wide Web.
BTCL
BTCL = Bangladesh Telecommunications Company Limited.
ICT
ICT = Information and communications technology.
CNN
CNN = Cable News Network.