তৃতীয় শ্রেণির বিভিন্ন পদে নির্বাচনী পরীক্ষা (2018) || 2018

All

সকল বিষয়

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। 

”বৈষ্ণব” এর সংস্কৃত শব্দের অর্ধতৎসম রূপ হবে বোষ্টম । 
 

যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের স্বল্পতা থাকে, তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে । 

বিষ নেই যার কুলোপনা চক্কর’ বাক্যটির অর্থ অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। 

বাংলা ভাষার মৌলিক উপাদান চারটিঃ 

১. ধ্বনি 

২. শব্দ 

৩. বাক্য 

৪. অর্থ 

"যে গাছে ফুল ধরে, কিন্তু ফল আসে না “ এক কথায় বনস্পতি । 

’সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি’ গঠন অনুসারে এটি যৌগিক বাক্য। 

আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি শব্দ থেকে আগত শব্দে শ, স, ও ষ এর “ষ” ব্যবহার করা যাবে না। কারণ ষ শুধুমাত্র তৎসম শব্দেই ব্যবহারযোগ্য। 

'জ্যোৎস্নারাত’ = জ্যোৎস্না শোভিত রাত। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 

মাতা শব্দের প্রকৃতি ও প্রত্যয় = মা + তৃচ 

Hybridization’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ সংকরায়ণ। 

Created: 3 months ago | Updated: 6 days ago

মাৎস্য শব্দের অর্থ মৎস্য সম্পর্কিত (বিশেষণ পদ) এবং পুরাণবিশেষ (বিশেষ্য পদ) 

এবার তোর ভরা আধার বিলিয়ে দে তুই হাতে ভরে। চিহ্নিত শব্দটির অর্থ পাত্র। 

”অবিভাজ্য” শব্দের বিপরীত শব্দ  ‘বিভাজ্য’ 

'নরক গুলজার' বাগধারাটির অর্থ প্রচুর খারাপ লোকের একত্র সমাবেশে জমাট আসর। 

'আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়’ কবিতাংশটি ঈশ্বরচন্দ্র গুপ্ত -এর রচনা।  

অপরাজিতা উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । 

Diamond cuts diamond এ কাব্যটির ভাবানুবাদ ‘রতনে রতন চিনে’

বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা ‘বড়ু চিন্ডীদাস’

কেউ ভোলেনা, কেউ ভোলে, অতীত দিনের স্মৃতি’ গানটি রচয়িতা ‘কাজী নজরুল ইসলাম’

Created: 3 months ago | Updated: 6 days ago

Beauty মানে হলো সৌন্দর্য। এর Antonym হলো Roughness/Ugliness.

Created: 3 months ago | Updated: 6 days ago

The synonym of the word “current” is Flow (বয়ে চলা / যাওয়া; প্রবাহিত হওয়া)।

Created: 3 months ago | Updated: 1 week ago

She found it hard to keep pace with him as he strode off.

Created: 3 months ago | Updated: 6 days ago

Ox (ষাঁড়) এর স্ত্রীলিঙ্গ হলো Cow (গাভী)।

Created: 3 months ago | Updated: 6 days ago

Incorrect: She prefers to sing than to dance.

Correct: She prefers singing to dancing.

I am not accustomed to this life style.

Passive: His pen has been stolen

Active: Some one has stolen his pen.

বোকার মত আচরণ করো না।

= Don’t' act like a fool.

ছাত্রটির লেখাপড়ায় মনোযোগ আছে।

= The student has attention to his study.

‘সে খুব সাধারণ জীবনযাপন করে’।

= He leads a very simple life.

সামাজিক কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়ন’ এ তিনটি সমাজসেবার মুলমন্ত্র।

= Social welfare, protection and empowerment- are the three main services of social services.

দুর্নীতি আমাদের জাতীয় সমস্যা।

= Corruption is our national problem.

Only God can help us. (Negative)

= No one but God can help us.

Created: 3 months ago | Updated: 6 days ago

The verb form of 'danger is endanger (বিপদগ্রস্থ করা)।

We often go fishing along the river bank. Fill in the blank with appropriate word.

১০% হারে

১০০ টাকার ১ বছরের ‍সুদ = ১০ টাকা

১০০ টাকার ৬ বছরের সুদ = ১০× =৬০ টাকা

৫০০০ টাকার ৬ বছরের সুদ =×= টাকা

১০% হারে ৫০০০ টাকার ৬ বছরের সুদে আসল হবে = ৫০০০+৩০০০=৮০০০ টাকা

উত্তর: ৮০০০ টাকা।

Created: 3 months ago | Updated: 1 day ago

দেওয়া আছে, x+y=4

এখন, x3+y3+12xy

=(x+y)3-3xy(x+y) +12xy =(4)3-3xy(4)+12xy =64-12xy+12xy =64

জাতিসংঘের বর্তমান নবম মহাসচিব হিসেবে পর্তুগালের নাগরিক অ্যান্টোনিও গুতেরেস দায়িত্ব পালন করছেন !

জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান পৃষ্টপোষক বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আধুনিক কল্যাণ রাষ্ট্র ধারণার প্রবক্তা ম্যাক্স ওয়েবার।

কম্পিউটারের কোন প্রোগ্রাম থেকে বের হওয়ার শর্টকাট কমান্ড হলো ctrl + w / Altr + f4.

Created: 3 months ago | Updated: 6 days ago

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

আইসল্যান্ড ও পানামা দুটি দেশ প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ ২০১৮ খেলেছে।

১৭ই মার্চ, ২০১৮ সালে বাংলাদেশকে জাতিসংঘ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভক্ত করে।

৩০ শে অক্টোবর ২০১৭ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণটিকে UNESCO স্বীকৃতি দেয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীমহোদয়ের নাম জনাব নূরুজ্জামান আহমেদ।

কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা ৫৩ টি।

Created: 3 months ago | Updated: 1 day ago

তিব্বত বৌদ্ধধর্মের 'গেলুগ' নামের যে শাখাটি প্রচলিত আছে, তার প্রধান ধর্মগুরুকে দালাইলামা নামে অভিহিত করা হয়।

২১ মার্চ বিশ্ব সমাজকর্ম দিবস হিসেবে পালিত হয়।

Created: 3 months ago | Updated: 8 hours ago

UNRISD = The United Nations Research Institute for Social Development.

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভিশন হলো “উন্নত জীবন ও যত্নশীল সমাজ”।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন এর মধ্যকার বৈঠক ১২ জুন ২০১৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।

Related Sub Categories