জনপ্রশাসন মন্ত্রণালয় || সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার (2017) || 2017

All

সকল বিষয়

অর্থসহ বাক্য রচনা করুন:
1.

অকুল পাথার

Created: 3 months ago | Updated: 6 days ago

অকুল পাথার (সীমাহীন দুর্ভোগ) = অল্প বয়সে মেরিনার স্বামী মারা যাওয়াতে সে এখন অকুল পাথারে পড়েছে।

অর্থসহ বাক্য রচনা করুন:
2.

একচোখা

Created: 3 months ago | Updated: 6 days ago

একচোখা (পক্ষপাতদুষ্ট) = নিজের ছেলের দোষ তার চোখেই পড়ে না, সে আসলে একচোখা।

অর্থসহ বাক্য রচনা করুন:
3.

ঊনপঞ্চাশ বায়ু 

Created: 3 months ago | Updated: 6 days ago

ঊনপঞ্চাশ বাবু (পাগলামী) = পরীক্ষা সামনে চলে আসাতে তাকে এখন ঊনপঞ্চাশ বায়ুতে পেয়েছে।

অর্থসহ বাক্য রচনা করুন:
4.

তুলসী বনের বাঘ

Created: 3 months ago | Updated: 1 week ago

তুলসী বনের বাঘ (ভন্ড) = শোকটা মুখে এক কথা বলে, কাজে করে অন্যটা, সে আসলে তুলসী বনের বাঘ।

অর্থসহ বাক্য রচনা করুন:
5.

চিনির পুতুল

Created: 3 months ago | Updated: 5 days ago

চিনির পুতুল (শ্রমকাতুরে/অলস) = ছাত্র জীবন অধ্যয়নের সময়, চিনির পুতুল হলে চলবে না।

এক কথায় প্রকাশ করুন:
6.

কণ্ঠ পর্যন্ত

Created: 3 months ago | Updated: 1 week ago

আকন্ঠ।

এক কথায় প্রকাশ করুন:
7.

ঈষৎ পরিমাণ উষ্ণ যাহা

Created: 3 months ago | Updated: 6 days ago

ঈষদুষ্ণ।

এক কথায় প্রকাশ করুন:
8.

একই গুরুর শিষ্য যারা

Created: 3 months ago | Updated: 1 week ago

সতীর্থ।

এক কথায় প্রকাশ করুন:
9.

প্রিয় বাক্য বলে যে নারী

Created: 3 months ago | Updated: 5 days ago

প্রিয়ংবদা ।

এক কথায় প্রকাশ করুন:
10.

জানতে ইচ্ছুক

Created: 3 months ago | Updated: 1 day ago

জিজ্ঞাসু।

সন্ধি বিচ্ছেদ করুন:
11.

স্বল্প

Created: 3 months ago | Updated: 6 days ago

= সু + অল্প

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

সংস্কার

Created: 3 months ago | Updated: 6 days ago

= সম + কার

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

পুরস্কার 

Created: 3 months ago | Updated: 3 days ago

= পুরঃ + কার

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

অন্বয়

Created: 3 months ago | Updated: 6 days ago

= অনু + অয়

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

গবেষণা

Created: 3 months ago | Updated: 5 days ago

= গো+ এষণা

বিপরীত শব্দ লিখুন:
16.

প্রায়শ

Created: 3 months ago | Updated: 6 days ago

= কদাচিৎ

বিপরীত শব্দ লিখুন:
17.

প্রকাশ্য

Created: 3 months ago | Updated: 6 days ago

= গোপনীয়

বিপরীত শব্দ লিখুন:
18.

বাচাল

Created: 3 months ago | Updated: 1 week ago

= স্বল্পভাষী

বিপরীত শব্দ লিখুন:
19.

সজীব

Created: 3 months ago | Updated: 6 days ago

= নির্জীব

বিপরীত শব্দ লিখুন:
20.

সঞ্চয়

Created: 3 months ago | Updated: 4 days ago

= খরচ

                                                                                                                  “নারীর ক্ষমতায়ন”

ভূমিকাঃ এই পৃথিবী সৃষ্টির পর থেকেই মহান সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টির সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবীর বক্ত উন্নয়ন, সাধিত হয়েছে এতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ রয়েছে। মানুষ যতই সভা হচ্ছে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ততই বেড়ে চলছে। তাই আজ বাংলাদেশ সহ বিশ্বের রাষ্ট্র ব্যবস্থার নিয় তাকালে দেখতে পাই যে সর্বত্রই নারীর জয়গান। তাদের অংশগ্রহণ ও সুদৃঢ় নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রযন্ত্র ক্রমান্বয়ে উন্নতি শিখরে উঠছে। 

নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশঃ বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) ২০১৬ এর রিপোর্টে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ১৪৪ দেশের মধ্যে ৭২তম। ২০১৫ সালে ছিল ৬৪তম। আর ২০১৪, ২০১৩, এবং ২০১২ সালে অবস্থান ছিল যথাক্রমে ৬৮, ৭ এবং ৮৬ তম। তবে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সবার শীর্ষে। 

রাজনৈতিক ক্ষমতায়নঃ বাংলাদেশ রাজনৈতিক ক্ষমতায়নে অন্যান্য সেক্টরের চেয়ে এগিয়ে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম ২০১ প্রদত্ত রিপোর্টে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের সপ্তম। ২০০৬ সালে এর অবস্থান ছিল ১৭তম। গত তিন দশক ধরে বাংলাদেশের শীর্ষ দুই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি'র সভাপতি পদে নারী। রাজনীতির লিঙ্গ বৈষম্য হ্রাস করে আঞ্চলিক নেতৃত্বে সাফল্যের জন্য বাংলাদেশ মর্যাদাপূর্ণ ওসেন ইন পার্লামেন্টস (WIP) গ্লোবা ফোরাম অ্যাওয়ার্ড লাভ করেছে।

জাতীয় সংসদে নারীঃ বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রদত্ত রিপোর্ট অনুযায়ী জাতীয় সংসদে নারীর অংশগ্রহণে বাংলাদেশ বিদে ৭৪তম। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, সংসদ নেতা শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈ সাজেদা চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ ৭০ জন নারী প্রতিনিধি রয়েছে। যার মধ্যে ২০ জন সরাস জনগণের ভোটে নির্বাচিত। 

মন্ত্রীসভায় ও প্রশাসনে নারীঃ বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রদত্ত রিপোর্ট অনুযায়ী মন্ত্রীসভায় নারীর অবস্থানের দিক দিয়ে ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৪তম। নব্বই এর দশক থেকে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর থেকে লিখিত জব (জানু-২১)-৫ মন্ত্রীসভার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী নারী হয়ে আসছেন। বর্তমানে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রীসভায় ৫ জন মারী রয়েছে। তাঁরা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রশাদ কর শীর্ষ পদে এ পর্যন্ত ১৮ জন নারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছে। যার মধ্যে ৭ জন বর্তমানে দায়িত্বরত। বর্তমানে সরকারি চাকুরীতে ২৭.৩৬% নারী রয়েছে। যা ২০১১ সালে ছিল ২২.৪০%। বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রথম বারের মতো একজন নারী কমিশনার কবিতা খানম-কে নিয়োগ দেওয়া হয়েছে। শিশু একাডেমির মহাপরিচালকও নারী সেলিনা হোসেন। 

বিচার বিভাগে নারীঃ বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রীম কোর্ট এ বর্তমানে নারী বিচারপতি রয়েছেন ৮ জন। যার মধ্যে একমাত্র আপিল বিভাগের নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা। বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান “নারীর বিরুদ্ধে বৈষম্য বিলুপ্ত কমিটির (বিভো)" সদস্য নির্বাচিত হয়েছে। 

সামাজিক প্রতিষ্ঠানে নারীঃ দেশের বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানে শীর্ষপদে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আইন ও সালিস কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক দীপা হাফিজা, পিআইবি'র ট্রাস্টি বোর্ডের সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা সুলতানা, সেন্টার ফর পলিসি ডায়ালগের (CPD) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। দ্রুতী সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টি (ব্লাস্ট) এর নির্বাহী পরিচালক সারা হোসেন, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা উল্লেখযোগ্য। 

পুরুষ নির্ভর অর্থনীতি, নিম্ন শিক্ষার হার, ধর্মীয় গোড়ামী, দুর্বল সামাজিক মূল্যবোধ, পারিবারিক বৈষম্য, ধর্মীয় ভুল ব্যাখ্যা আমাদের দেশে নারীর ক্ষমতায়নে সবচেয়ে বড় বাধা। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপঃ 

  • সময়োপযোগী “জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১” প্রণয়ন হয়েছে। 
  • সংবিধান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে ৫০ এ বৃদ্ধি করা হয়েছে। 
  • মাতৃকালীন ছুটি ৪ থেকে ৬ মাস বৃদ্ধি করা হয়েছে। নারীর কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে। 
  • নারী শিল্প উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ঋণ প্রদান এবং বিসিকের প্লটে নারীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 
  • প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬০% এবং সরকারি চাকুরীতে ১০% নারীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। 
  • প্রশাসনের উচ্চ পদে নারীদের পদায়নের মাধ্যমে নারীদের উৎসাহ সৃষ্টি করা হচ্ছে। 
  • নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আইন প্রণয়ন করা হচ্ছে। 
  • সরকারি কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে ৪০টি মন্ত্রণালয়ে জেন্ডার সেনসিটিভ বাজেট তৈরি হচ্ছে। 

 

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হয়েছেন অ্যাঞ্জেলা মার্কেল। সিঙ্গাপুরের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হালিমা ইয়াকুব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন ২০১৭ সালের ২১শে সেপ্টেম্বর। তিনিই একমাত্র বাংলাদেশের সরকার প্রধান যিনি পরপর জবার সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার নজির স্থাপন করেছেন। 

উপসংহারঃ বিশ্বে নারীর ক্ষমতায়নে যে সকল দেশ এগিয়ে, সে সকল দেশের সফলতার মূলে রয়েছে অর্থনৈতিক অগ্রগতি। উচ্চ শিক্ষার হার এবং সর্বোপরি সামাজিক সচেতনতা। বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) ২০১৬ এর রিপোর্টে নারীর ক্ষমতায়নে শীর্ষে পাঁচটি দেশ যথাক্রমে আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং নিউজিল্যান্ড। উক্ত রিপোর্টে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান ১৪৪টি দেশের মধ্যে ৭২তম। তবে আশার কথা হলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে। নারীর ক্ষমায়তনে গুণগত দিক দিয়ে এগিয়ে ভারত। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান দল জাতীয় কংগ্রেসের সভাপতি। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা লাগার্দ বর্তমান বিশ্বে নারীর ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত।

Make sentences with meaning:
22.

Black and blue

Created: 3 months ago | Updated: 1 day ago

Black and Blue (নিদারুণভাবে): They have beaten the man black and blue.

Make sentences with meaning:
23.

Bag and baggage

Created: 3 months ago | Updated: 1 day ago

Bag and baggage ( তল্পিতল্পা ) = He left the place bag and baggage.

Make sentences with meaning:
24.

Null and void

Created: 3 months ago | Updated: 1 day ago

Null and void ( বাতিল ): The rule is null and void now.

Make sentences with meaning:
25.

at a stretch

Created: 3 months ago | Updated: 1 week ago

At a Stretch (একনাগাড়ে): He can swim two miles at a Stretch.

Make sentences with meaning:
26.

Face to face

Created: 3 months ago | Updated: 6 days ago

Face to Face (মুখোমুখি) = If you come face to face with someone, you meet them and can talk to them or look at them directly.

Created: 3 months ago | Updated: 6 days ago

I want to keep/make peace with you.

Fill in the gap:
28.

He is ___MBBS.

Created: 3 months ago | Updated: 1 day ago

He is an MBBS.

Created: 3 months ago | Updated: 6 days ago

I have no prejudice against her.

Created: 3 months ago | Updated: 6 days ago

He sent me a cheque of 5,00 taka.

Created: 3 months ago | Updated: 1 day ago

I can not make out what he says.

Correct the following sentences
32.

The thief ran out.

Created: 3 months ago | Updated: 1 day ago

The thief ran away.

Correct the following sentences
33.

He succed in get the job.

Created: 3 months ago | Updated: 1 week ago

He succeed in getting the job.

Correct the following sentences
34.

The man is mortal.

Created: 3 months ago | Updated: 1 day ago

Man is mortal.

Correct the following sentences
35.

He is confident to get the job.

Created: 3 months ago | Updated: 1 day ago

He is confident on getting the job.

Created: 3 months ago | Updated: 1 day ago

The rice of Bangladesh is better than that of Thailand.

Created: 3 months ago | Updated: 1 day ago

= Go home right now.

Created: 3 months ago | Updated: 6 days ago

= May Bangladesh prosper in day by day.

Created: 3 months ago | Updated: 1 day ago

= Industry is the key to success.

Created: 3 months ago | Updated: 1 week ago

= The patient died after the doctor had come.

= 26th March is the independence day of Bangladesh.

                                                                                      “Information and Communication Technology"

ICT, or information and communications technology (or technologies), is the infrastructure and components that enable modern computing. Although there is no single, universal definition of ICT, the term is generally accepted to mean all devices, networking components, applications and systems that combined allow people and organizations (i.e.businesses, nonprofit agencies. governments and criminal enterprises) to interact in the digital world. ICT is leveraged for economic, societal and interpersonal transactions and interactions. ICT has drastically changed how people work, communicate, learn and live. Moreover, ICT continues to revolutionize all parts of the human experience as first computers and now robots do many of the tasks once handled by humans. For example, computers once answered phones and directed calls to the appropriate individuals ta respond; now robots not only can answer the calls, but they can often more quickly and efficiently handle callers' requests for services. For businesses, advances within ICT have brought a slew of cost savings, opportunities and conveniences. They range from highly automated businesses processes that have cut costs, to the big data revolution where organizations are turning the vast trove of data generated by ICT into insights that drive new products and services, to ICT-enabled transactions such as internet shopping and telemedicine and social media that give customers more choices in how they shop, communicate and interact.

তিন বছরে ‍সুদে আসলে হবে = ৫৬০ টাকা

পাঁচ বছরে সুদে আসলে হবে = ৬০০ টাকা

 ২ বছরের সুদ = ৬০০-৫৬০ = ৪০ টাকা

 ৩ বছরের সুদ = ৬০ টাকা।

আসল = ৫৬০-৬০=৫০০ টাকা

৫০০ টাকার ১ বছরের সুদ = ২০ টাকা

 ১০০ টাকার ১ বছরের সুদ =×= টাকা

উত্তর: ৪ টাকা।

মনে কর, 

৩৭৮ টাকায় বিক্রি করলে ক টাকা ক্ষতি হয়

 ৪৫০ টাকায় বিক্রি করলে ৩ক টাকা লাভ হয়

দ্রব্যটির ক্রয়মূল্য = ৩৭৮+ক বা ৪৫০-৩ক

প্রশ্নমতে, ৩৭৮ + ক= ৪৫০-৩ক

ক + ৩ক= ৪৫০-৩৭৮

৪ক = ৭২

 ক = ১৮

 ক্রয়মূল্য = ৩৭৮ +১৮ = ৩৯৬ টাকা

উত্তর : ৩৯৬ টাকা।

মুক্তিযুদ্ধের ২নং সেক্টর কমান্ডারের নাম মেজর খালেদ মোশারফ।

SDG-Sustainable Development Goals.

MDG-Millennium Development Goals.

তাজউদ্দিন আহমেদ ।

বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২৮২৪ মার্কিন ডলার (২০২২ ২০২৩)।

ইরানের মুদ্রার নাম রিয়াল ও মালয়েশিয়ার মুদ্রার নাম রিংগিত । 

কক্সবাজার জেলায় অবস্থিত।

এটর্নী জেনারেল।

বিভাগ ৮টি (সর্বশেষ বিভাগ ময়মনসিংহ)। সিটি কর্পোরেশন ১২টি (সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ)।

২০১৬ থেকে ২০২০।

বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলতেছে। অষ্টম পঞ্চবার্ষিকীর সময়কাল ২০২১ - ২০২৫ সাল।

Related Sub Categories