একটি দ্রব্য ৩৭৮ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ৪৫০ টাকায় বিক্রি করলে তার তিনগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
১৪ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে । ঐ কাজটি ১০ দিনে শেষ করতে হলে কতজন লোক নিয়োগ দিতে হবে ?
একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরৈর পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭৫ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট ১১,০২৫ টাকা ব্যয় হয়। ৪০ সে.মি. বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে কয়টি টাইলস লাগবে?
৪৮ জন শ্রমিক একটি কাজ ১০ দিনে করতে পারে। ৮ দিনে শেষ করতে হলে, নতুন কতজন শ্রমিক লাগবে?
উৎপাদকে বিশ্লেষণ করুন: x2 - 3x - 28