রপ্তানি উন্নয়ন ব্যুরো || অফিস সহায়ক/অফিস সহায়ক কাম-নিরাপত্তা প্রহরী (24-06-2022) || 2022

All

সকল বিষয়

                                                                                                                                             স্বপ্নের পদ্মা সেতু

বর্তমান সরকারের অন্যতম সাফল্য পদ্মা সেতু। এই সেতু নির্মাণ নিয়ে নানা রকম জটিলতা জল্পনা-কল্পনার পরও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকারই আজকের পদ্মা সেতু। পদ্মা সেতু দেশের অর্থনীতিতে নতুন এক মাত্রা যোগ করবে। যা শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলেরই নয়, সারাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। পদ্মা সেতুকে ঘিরে এরই মধ্যে নানা ধরনের অর্থনৈতিক কর্মযজ্ঞ চলছে। পদ্মা সেতু নির্মাণের ফলে প্রায় ৪৪,০০০ বর্গ কিলোমিটার (১৭,০০০ বর্গ মাইল) বা বাংলাদেশের মোট এলাকার ২৯% অঞ্চলজুড়ে ৩ কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। এই সেতুর মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য সমৃদ্ধ হবে, পাশাপাশি দারিদ্র বিমোচন হবে এবং উন্নয়ন ও প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত হবে। দেশের বৃহত্তম এই সেতু নির্মাণ সম্পন্ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সাথে রাজধানীসহ অন্যান্য অংশের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। দেশের এই অঞ্চল থেকে রাজধানী ঢাকার দূরত্ব গড়ে ১০০ কিলোমিটার পর্যন্ত কমবে। স্বপ্নের এই সেতু নির্মাণের ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার গতিশীলতা বৃদ্ধি পাবে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসারীরা অল্প সময়ের মধ্যে পণ্য পরিবহন করে মোংলা বন্দরের মাধ্যমে রফতানি ও আমদানি করতে উৎসাহিত হবেন। দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিমায়িত মৎস্য ও পাটশিল্প যার অধিকাংশ খুলনা থেকে রফতানির মাধ্যমে আয় হয়ে থাকে। পদ্মা সেতু হলে এই আয় আরও বাড়বে। ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, বেনাপোল, দর্শনা ও ভোমরাসহ দক্ষিণ-পশ্চিমের ব্যবসা-বাণিজ্যে অর্থনীতির গতি সৃষ্টি হয়েছে। নদীপথে দেশি ও বিদেশি পণ্যের অভ্যন্তরীণ রফতানিতে যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় অন্যতম বৃহত্তম নদীবন্দরের গুরুত্ব অপরিসীম। এটি খনন ও সংস্কার চলছে। পাইপলাইনে গ্যাস সরবরাহ প্রকল্পের কাজ চলছে জোরেশোরে। যশোরে দুটি ইপিজেড স্থাপনের তোড়জোড় চলছে। এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলছে, এটি দেশের আঞ্চলিক ও জাতীয় অর্থনীতির বিভিন্ন খাতে লক্ষণীয় অগ্রগতি সাধন করবে। এই সেতু চালু হলে মানুষ ও পণ্য পরিবহনের সময় ও অর্থ সাশ্রয় হবে, যানবাহন রক্ষণাবেক্ষণ, জ্বালানী ও আমদানি ব্যয় হ্রাস পাবে। এই সেতুর মাধ্যমে শিল্পায়ন ও বাণিজ্যিক কর্মকান্ড প্রসারের লক্ষ্যে পুঁজির প্রবাহ বাড়বে, পাশাপাশি স্থানীয় জনগনের জন্য অর্থনৈতিক ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়াও স্থানীয় জনগণ উন্নততর স্বাস্থ্য সেবা, শিক্ষা ও প্রশিক্ষনের জন্য খুব সহজেই রাজধানী ঢাকা যেতে পারবেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি উপকূলীয় জেলার সাথে রাজধানী ঢাকাসহ পূর্বাঞ্চলের যোগাযোগ শক্তিশালী হবে বা অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী হবে। ফলে ঐ অঞ্চলের কৃষি, যোগাযোগ, শিল্পায়ন, নগরায়ন, জীবনমান বৃদ্ধি পাবে যা দেশের সার্বিক উন্নয়ন ঘটাবে। পদ্মা সেতুর দুই পাড়ে গড়ে উঠবে বিশ্বমানের শহর । কলকারখানায় ভরে উঠবে এ এলাকা। শ্রমজীবী মানুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সারা দেশের সঙ্গে দক্ষিণ- পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।

এক কথায় প্রকাশ করুনঃ
2.

কখনও চিন্তা করা যায় না।

Created: 6 months ago | Updated: 2 weeks ago

কখনও চিন্তা করা যায় না = অচিন্ত্য/ অচিন্তনীয়।

এক কথায় প্রকাশ করুনঃ
3.

যা পূর্বে ছিল এখন নেই।

Created: 6 months ago | Updated: 1 week ago

যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব

Created: 6 months ago | Updated: 2 weeks ago

যে বনে হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
5.

গবেষণা

Created: 6 months ago | Updated: 2 weeks ago

গবেষণা = গো + এষণা

সন্ধি বিচ্ছেদ করুনঃ
6.

তন্ময়

Created: 6 months ago | Updated: 2 weeks ago

তন্ময় = ত‍ৎ + ময়

সন্ধি বিচ্ছেদ করুনঃ
7.

কারাগার

Created: 6 months ago | Updated: 2 weeks ago

কারাগার = কারা + আগার।

বাগধারা লিখুনঃ
8.

ইঁদুর কপালে

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ইঁদুর কপালে (মন্দভাগ্য) = নূর হোসেন এম.এ পাশ করেও চাকরি পেল না, এমন ইঁদুর কপালে আর দেখি নি।

বাগধারা লিখুনঃ
9.

সাপে বর

Created: 6 months ago | Updated: 2 weeks ago

শাপে বর (অকল্যাণ হতে কল্যাণ) = চাকরি চলে যাওয়ায় তার শাপে বর হয়েছে ব্যবসায়ে দ্রুত উন্নতি হচ্ছে।

বাগধারা লিখুনঃ
10.

ছাই চাপা আগুন

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ছাই চাপা আগুন (অপ্রকাশিত প্রতিভা) = তার মনে আছে ছাইচাপা আগুন।

শুদ্ধ বানান লিখুন
11.

নিলীমা

Created: 6 months ago | Updated: 2 weeks ago

নিলীমা = নীলিমা

শুদ্ধ বানান লিখুন
12.

দুরবিক্ষন

Created: 6 months ago | Updated: 3 days ago

দূরবিক্ষন = দূরবীক্ষণ

শুদ্ধ বানান লিখুন
13.

দন্দ

Created: 6 months ago | Updated: 2 weeks ago

দন্দ =দ্বন্দ্ব

বিপরীত শব্দ লিখুন
14.

চপল

Created: 6 months ago | Updated: 2 weeks ago

চপল = গম্ভীর

বিপরীত শব্দ লিখুন
15.

সন্ন্যাসি

Created: 6 months ago | Updated: 2 weeks ago

সন্ন্যাসী = গৃহী

বিপরীত শব্দ লিখুন
16.

আবির্ভাব

Created: 6 months ago | Updated: 1 week ago

আবির্ভাব = তিরোভাব

24.06.2022 
2/A, Dhanmondi 
Dhaka

Dear Joseph
 I am in shock to hear that you are suffering from typhoid for several days. When I listened this news, I felt very sad. Dear friend you are not coming to school but our class teacher is going fast to finish the chapters. But don't worry, I don't want to put you in panic about this. Don't get tensed about the class work. I will give you all the class work, I wish your soon recovery so that you can attend school again. I have listened about this disease very often that it is a very serious illness. I wish your fast recovery. I have came to know that your treatment is under a good doctor. Follow all the advice and instruction of the doctor, because it is very important for your quick recovery. Also I want to suggest you to get rest sufficiently. Your friend are in grief after listening about you. We all pray to god for your quick recovery. 

So take care of your health and get well soon. We are waiting for your return to school Please convey my regards to uncle and aunt at home. See you soon. 

Your ever, 
Pronay

Created: 6 months ago | Updated: 4 days ago

লোকটি তিন দিন যাবৎ অসুস্থ । 

= The man has been sick for three days.

Created: 6 months ago | Updated: 2 weeks ago

পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু। 

= The Padma Bridge is the longest bridge in Bangladesh.

Created: 6 months ago | Updated: 2 weeks ago

ধনীরা সব সময় সুখী নয়। 

= The rich are not always happy.

Created: 6 months ago | Updated: 4 days ago

আয় বুঝে ব্যয় কর।

=  Cut your coat according to your cloth.

Created: 6 months ago | Updated: 5 days ago

সূর্য পূর্ব দিকে উদিত হয়। 

= The sun rises in the east.

Created: 6 months ago | Updated: 6 days ago

The more you read the more you learn. 

বাক্যের অর্থঃ যতই পড়বে ততই শিখবে।

Fill in the blanks:
24.

He went there____Monday.

Created: 6 months ago | Updated: 2 weeks ago

He went there on Monday.

বাক্যের অর্থঃ সোমবারে সে সেখানে গিয়েছিল।

Fill in the blanks:
25.

I am in___hurry.

Created: 6 months ago | Updated: 2 weeks ago

I am in a hurry.

বাক্যের অর্থঃ আমি ব্যস্ততার মধ্যে আছি।

Fill in the blanks:
26.

-------earth is round.

Created: 6 months ago | Updated: 2 weeks ago

The earth is round.

বাক্যের অর্থঃ পৃথিবী গোলাকার।

Fill in the blanks:
27.

He is___MBBS.

Created: 6 months ago | Updated: 1 week ago

He is an MBBS. 

বাক্যের অর্থঃ তিনি একজন এম.বি.বি.এস পাশ ব্যক্তি।

Given that,  a : b= 4 : 6 and b : c = 6 : 7  a : b : c :d = 4 : 6 : 7 a : c = 4 : 7

ক্রয়মূল্য = ৭৫ টাকা এবং বিক্রয়মূল্য = ১০৫ টাকা

লাভ = ১০৫-৭৫=৩০ টাকা

শতকরা লাভ = (×)%=%

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ অবস্থিত পাবনার ঈশ্বরদী উপজেলার অন্তর্গত পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' ঘোষণা করা হয় ৩ মার্চ, ১৯৭১ সালে।

বাংলাদেশ ক্রিকেট দল প্রথম  টেস্টে জয়লাভ করে ভারতের বিরুদ্ধে।

Created: 6 months ago | Updated: 5 days ago

'কারাগারের রোজনামচা' বইটির রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবিকে বলা হয় অ্যাটর্নি জেনারেল।

Created: 6 months ago | Updated: 7 hours ago

জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।

Created: 6 months ago | Updated: 6 days ago

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম "ইউরো"।। রবার্ট মুন্ডেল এই মুদ্রার জনক। EU ভূক্ত ১৯টি দেশে ১ জানুয়ারি, ১৯৯৯ থেকে এই মুদ্রা চালু হয়।

সাধারণ জ্ঞান:
39.

ICT এর পূর্ণরূপ কি ?

Created: 6 months ago | Updated: 16 hours ago

ICT এর পূর্ণরূপ - Information and Communications Technology.

Created: 6 months ago | Updated: 6 days ago

মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৩৭° সেলসিয়াস বা ৯৮.৬° ফারেনহাইট।

সাধারণ জ্ঞান:
41.

CNG পূর্ণরূপ কি?

Created: 6 months ago | Updated: 6 hours ago

CNG পূর্ণরূপ = Compressed Natural Gas.

Related Sub Categories