স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।। সাঁট - মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (শুধু মাত্র মুক্তিযোদ্ধা কোটা) (2016) || 2016

All

সকল বিষয়

                                                                                                           ‘‘বৃক্ষরোপন অভিযান” 

গাছের অস্তিত্ব মানে প্রাণের অস্তিত্ব, প্রাণীর অস্তিত্ব। যে অঞ্চলে যত গাছপালা, সেই অঞ্চল তত বেশি প্রাণবন্ত। গাছ ধৈর্যের প্রতীক, ধীরস্থীর সাধনার প্রতীক, জীবনের স্বার্থকতার প্রতীক। শাস্তি, সহিষ্ণুতা আর প্রশান্তির যে নিরব অভিব্যক্তি তা মানুষের জন্য শিক্ষার যার উন্মোচিত করে। অঙ্গার বাতাসে মিশে থাকে, গাছ তার নিগুঢ় শক্তি বলে শোষণ করে নিজের করে নেয়। গাছপালা মানব জীবন বৃত্তের কেন্দ্রবিন্দু। পরিবেশ সংরক্ষণে গাছ বিরাট ভূমিকা রাখতে পারে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিল্প, চিকিৎসা, বিনোদন, ভ্রমণ, যাতায়াত, অর্থ, কর্মসংস্থান, প্রতিরক্ষা, পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ, সর্বক্ষেত্রেই গাছের ভূমিকা অপরিসীম। তাই জীবনের প্রয়োজনে বেশি করে গাছ লাগাতে হবে। গাছ ইতিহাস ঐতিহ্যের ধারক, জরাব্যাধির নিরাময়ক হিসেবে ভেষজ গাছ-গাছড়ার ব্যবহার সর্বজনবিদিত। আভিজাত্যের পোশাক থেকে অতিসাধারণ পোশাকের যোগান দেয় গাছ। বাসগৃহ, উপাসনালয় থেকে রাজ প্রসাদের সৌন্দর্য আর ঐতিহ্য ধারণ করে গাছ তার জীবনাবসান করে। সুস্বাদু তৃপ্তিকর পানীয় তৈরিতে ব্যবহৃত হয় গাছের পাতা বা বীজ। কাঠ দগ্ধ হয়ে কয়লায় পরিণত হয় আমাদের রসনা তৃপ্তিকর উপাদেয় খাবার তৈরিতে। আমাদের অভিজাত আসবাবপত্র থেকে সাধারণ ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় সবই গাছজাত। সভ্যতার মাইলফলক কাগজ ও ঢাকা উৎপাদনের প্রাথমিক উপাদান গাছ। পরিবেশ সংরক্ষণে গাছের অবদান অপরিসীম। পায় কার্বন ডাই-অক্সাইডকে অক্সিজেনে পরিণত করে। নদ-নদীর উৎসগুলোর পানি ধারণক্ষমতা বাড়ায়, ভূমিক্ষয় রোধ করে এবং বন্যার প্রকোপ থেকে আমাদের রক্ষা করে গাছ। গ্রীন হাউসের প্রভাব কমাতে সাহায্য করে গাছ। মাটির তলদেশের পানির স্ত র উপরে টেনে সেচযন্ত্রের নাগালে রাখতে সহায়তা করে। তাপ ও প্রবল বাতাস থেকে ফসল, প্রাণী ও জনগণকে রক্ষা করে এবং আশ্রয়দান করে। প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে গাছ। প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায়, কৃষ্টি জমির গুণাগুণ রক্ষা করে, জমির উর্বরতা সংরক্ষণ করে গাছ। গাছের গুরুত্ব বোঝাতে ও মানুষকে গাছ লাগাতে সচেতন করার জন্য জাতীয় বৃক্ষমেলার প্রচলন শুরু হয় ১৯৯৪ সাল থেকে। বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রবর্তিত করে ১৯৯২ সালে। বাংলাদেশে এসব কার্যক্রমের পাশাপাশি ৫ জুন বিশ্বপরিবেশ দিবস পালন করে। পরিকল্পিত বনায়নের মাধ্যমে। আমরা বৃক্ষ সম্পদ বাড়াতে পারি। দেশ ও জাতির স্বার্থে বৃক্ষরোপনকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। গাছের প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলতে হবে। বৃক্ষও মানুষের মধ্যে সেতুবন্ধন রচনা করার মাধ্যমে আমাদের দেশকে বদলে দিতে হবে। বৃক্ষ নিধন নয় বরং বৃক্ষরোপনই আমাদের প্রত্যেকের দায়িত্ব।

মূলভাব: কঠিন কোনো কাজ একক দায়িত্বে সম্পন্ন চেষ্টা না করে অনেক লোকের মধ্যে ভাগাভাগি করে নেওয়াই উত্তম। তাতে কাজ যেমন সহজ হয় তেমনি হয় দ্রুত। ফলে সময় ও শ্রম উভয়েরই সাশ্রয় ঘটে । সম্প্রসারিত ভাব: আদিম যুগে মানুষ পরস্পর বিচ্ছিন্ন হয়ে গুহায় বসবাস করতো। সে কারণে তারা নানা প্রতিকূলতার মোকাবেলা করতে ব্যর্থ হয়। তারা বুঝতে পারে, সমাজবদ্ধ ও দলবদ্ধ মানুষের শক্তি অনেক বেশি। পরে তারা নিরাপত্তার প্রশ্নে ও প্রয়োজনের তাগিদে গড়ে তোলে সমাজ। একটি কঞ্চিকে সহজে ভাঙা গেলেও দশটি কঞ্চি একত্রিত করে তাকে ভাতা যায় না। একতার শক্তি অপরিসীম। লাঠি যখন পৃথক পৃথকভাবে লোকের হাতে হাতে থাকে তখন তা এত হালকা বিবেচিত হয় যে বহনকারীর পক্ষে লাঠি বহনের স্বতন্ত্র কোনো কষ্টের কথাই মনে জাগে না। কিন্তু দশজনের লাঠি যদি একজনের হাতে বহন করার জন্য দেওয়া হয় তখন তা একটা বোঝা সদৃশ মনে হয়। একজনের জন্যে যা বোঝা, দশজনের জন্যে তা কোনো সমস্যাই নয়। ক্ষুদ্র কীট মৌমাছি, পিপীলিকা দলবদ্ধ হয়ে বসবাস করে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিপক্ষকে আঘাত করে থাকে। দেশবাসী ও সৈন্য সেনাপতিদের মধ্যে অনৈক্যের কারণে নবাব সিরাজ-উদ-দৌলা পরাজিত হয় বৃটিশ সৈন্যদের কাছে। একতা সম্পর্কে হাদিসে বলা হয়েছে 'তোমরা বিচ্ছিন্ন হইও না একতাবদ্ধ হয়ে থাকো। যে কোনো দুরূহ কাজে ঐক্যের কোনো বিকল্প নেই। জীবনের বাস্তব ক্ষেত্রেও এ কথার সত্যতা অনুমিত হয়। পৃথিবীতে যা কিছু বড় ধরনের কাজ সমাপ্ত হয়েছে তার পেছনে বহুজনের পরিশ্রম ও প্রচেষ্টা রয়েছে। কোনো একক প্রচেষ্টায় তা সম্ভব হয় নি। আজকাল বড় বড় মিল, কল-কারখানায় এ কারণেই শ্রম বিভাগের উদ্ভব হয়েছে। বৃহৎ কাজটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে সকলেই তাতে। অংশগ্রহণ করে। এভাবে বহুজনের প্রচেষ্টায় কাজটা সুন্দরভাবে শেষ হয়। কিন্তু বহুজনের প্রচেষ্টায় যে কাজটি সহজ মনে হয়। একক প্রচেষ্টায় তা করা সম্পূর্ণ অসম্ভব হয়ে দাঁড়ায়। একাত্তরের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর প্রথম আঘাতে বাঙালিরা ক্ষতিগ্রস্ত, পর্যুদস্ত ও বেসামাল হয়ে পড়ে। কিন্তু পরে সমস্ত বাঙালি কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করেছিল বলে তারা নিরুৎসাহিত হয়নি। বরং পূর্ণ উদ্যমে অমিত তেজে কাজ করেছিল। অবশেষে সফলতা আসে এ জাতির। একাকী কাজ না করে দশজনকে নিয়ে করলেই পরাজয়ের লজ্জার আগাম ভাবনা থেকে মুক্তি পাওয়া যায়। কেননা সবাই মিলে কাজ করতে গিয়ে হেরে গেলে লজ্জার, লজ্জা দেওয়ার ও ভর্ৎসনা করার কেউ থাকে না।

গণি মিয়া একজন দরিদ্র কৃষক। তার নিজস্ব কোন জমি নাই। তিনি অন্যের জমি চাষাবাদ করেন। তিনি সেখানে ধান ও পাট আবাদ করেন। সে ফসলের অর্ধেক পায়। তিনি তার ছেলের বিয়ে উপলক্ষ্যে বড় অংকের টাকা ব্যয় করেন।

অর্থসহ বাক্য রচনা করুন:
4.

বালির বাঁধ;

Created: 2 weeks ago | Updated: 4 days ago

বালির বাঁধ (ক্ষণস্থায়ী): বড় পিরিতি বালির বাঁধ।

অর্থসহ বাক্য রচনা করুন:
5.

গোবর গনেশ;

Created: 2 weeks ago | Updated: 2 days ago

গোবর গণেশ (অকর্মন্য): তোমার মত গোবর গণেশকে দিয়ে কোন কাজ হবে না।

অর্থসহ বাক্য রচনা করুন:
6.

কথার কথা;

Created: 2 weeks ago | Updated: 6 days ago

কথার কথা (প্রসঙ্গত যা বলা যায়): আমি যা বললাম তা কথার কথা, আসলে কি ঘটবে তা বলা যায় না।

অর্থসহ বাক্য রচনা করুন:
7.

গম্বীর জলের মাছ;

Created: 2 weeks ago | Updated: 3 days ago

গভীর জলের মাছ (ধূর্ত): রাকিব সাহেব তো গভীর জলের মাছ। তার মত বোঝা মুশকিল।

অর্থসহ বাক্য রচনা করুন:
8.

মগের মুল্লুক;

Created: 2 weeks ago | Updated: 3 days ago

মগের মুল্লুক (অরাজকতা): এটা মগের মুল্লুক পেয়েছে নাকি যা খুশি তাই করবে।

এক কথায় প্রকাশ করুন:
9.

যা জয় করা যা না ;

Created: 2 weeks ago | Updated: 4 days ago

যা জয় করা যায় না = অজয়।

এক কথায় প্রকাশ করুন:
10.

যা আঘাত পায়নি;

Created: 2 weeks ago | Updated: 3 days ago

যা আঘাত পায়নি = অনাহত।

এক কথায় প্রকাশ করুন:
11.

শত্রুকে দমন করে যে;

Created: 2 weeks ago | Updated: 3 days ago

শত্রুকে দমন করে যে = অরিন্দম।

এক কথায় প্রকাশ করুন:
12.

ক্ষমার যোগ্য;

Created: 2 weeks ago | Updated: 1 week ago

ক্ষমার যোগ্য = ক্ষমার্হ।

বিপরীতার্থক শব্দ লিখুন
13.

লম্ব,

Created: 2 weeks ago | Updated: 3 days ago

ভূমি

বিপরীতার্থক শব্দ লিখুন
14.

মহাজন,

Created: 2 weeks ago | Updated: 4 days ago

খাতক

বিপরীতার্থক শব্দ লিখুন
15.

পাশবিক,

Created: 2 weeks ago | Updated: 4 days ago

মানবিক

বিপরীতার্থক শব্দ লিখুন
16.

বিষন্ন,

Created: 2 weeks ago | Updated: 1 week ago

প্রসন্ন

বিপরীতার্থক শব্দ লিখুন
17.

রুদ্ধ,

Created: 2 weeks ago | Updated: 1 week ago

মুক্ত

Created: 2 weeks ago | Updated: 3 days ago

                                                                                                             “Liberatio War Bangladesh”

The name of our country is Bangladesh. Before 1971 it was known as East Pakistan. Then we were the part of Pakistan. East Pakistan started to oppress us in many ways. They did not give our rights. On 25th March 1971 the Pakistani army invaded our mother land. They killed many people and injured lot. Many women were tortured by them. Many people fled to India to survive. But people could not bear any more. They made themselves ready to protect the invaded army. Many common people, with the help of Indian government, fought against them. They fought for Liberation. So it is called Liberation War of Bangladesh. Then Sheikh Mujib was the leader and General Ataul Gani Osmani was the Army Chief. People fought for nine month and after nine month we received our liberation. But it took lives of more than thirty lakh of people. Now we are a free nation. We remember the freedom fighter with great respect.

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Bangladesh is my birth place.

Created: 2 weeks ago | Updated: 3 days ago

It has been raining since morning.

Translate into English:
21.

মধু মিষ্ট;

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Honey tastes sweet. 

Created: 2 weeks ago | Updated: 4 days ago

Cut your coat according to your cloth.

Created: 2 weeks ago | Updated: 3 days ago

Birds fly in the sky.

Fill in the gaps with appropriate prepositions:
24.

He was absent ____the meeting;

Created: 2 weeks ago | Updated: 4 days ago

He was absent from the meeting.

Fill in the gaps with appropriate prepositions:
25.

Rahim does not care_____anybody;

Created: 2 weeks ago | Updated: 3 days ago

Rahim does not care for anybody.

Fill in the gaps with appropriate prepositions:
26.

The boy is deficient ____English;

Created: 2 weeks ago | Updated: 4 days ago

The boy is deficient in English.

Fill in the gaps with appropriate prepositions:
27.

I have no taste ____music.

Created: 2 weeks ago | Updated: 5 days ago

I have no taste for music.

Fill in the gaps with appropriate prepositions:
28.

Bugum Rokeya had a great zeal – - education.

Created: 2 weeks ago | Updated: 4 days ago

Begum Rokeya had a great zeal for education.

Make sentences with following Phrases and Idioms:
29.

At length;

Created: 2 weeks ago | Updated: 1 week ago

At length (বিশদভাবে) = We discuss the matter at length.

Make sentences with following Phrases and Idioms:
30.

Bad blood;

Created: 2 weeks ago | Updated: 6 days ago

Bad blood (শত্রুতা) = There is bad blood between two sisters.

Make sentences with following Phrases and Idioms:
31.

Burning questions;

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Burning question (গুরুত্বপূর্ণ সমস্যা) = Price hike is the burning question today.

Make sentences with following Phrases and Idioms:
32.

In a body;

Created: 2 weeks ago | Updated: 6 days ago

In a body (দলবদ্ধ হয়ে) = All the students came out In a body.

Make sentences with following Phrases and Idioms:
33.

Man of word;

Created: 2 weeks ago | Updated: 3 days ago

Man of word (এক কথার লোক) = He is a man of word.

Correct the following sentences:
34.

I prefer to write than to red;

Created: 2 weeks ago | Updated: 2 days ago

I Prefer writing to reading.

Correct the following sentences:
35.

He persisted to say this;

Created: 2 weeks ago | Updated: 4 days ago

He has persisted to say this.

Correct the following sentences:
36.

Ali is stronger of the two brothers;

Created: 2 weeks ago | Updated: 3 days ago

Ali is stronger between two brothers.

Correct the following sentences:
37.

He saw three deer’s and four sheep;

Created: 2 weeks ago | Updated: 3 days ago

He saw three deer and four sheep.

Correct the following sentences:
38.

None of us are perfect;

Created: 2 weeks ago | Updated: 4 days ago

None of us is perfect.

Dear Nihan, 

At first take my salam. Hope you are well. how is everything going on. Dear friend as I know you are a nonsmoking person though I am going to tell you some demerits and dangerous effect of smoking here. 

Tobacco smoke is enormously harmful to health. There's no safe way to smoke. Cigarettes contain about 600 ingredients. When they burn, they generate more than 7,000 chemicals according to the American Lung Association. Many of those chemicals are poisonous and at least 69 of them can cause cancer. According to the National Cancer Institute, cigars have a higher level of carcinogens, toxins, and tar than cigarettes. 

In our country, the mortality rate for smokers is three times that of people who never smoked according to the Centers for Disease Control and Prevention. 

A lifetime smoker is at high risk of developing a range of potentially lethal diseases, including: 

  • cancer of the lung, mouth, nose, larynx, tongue, nasal sinus, oesophagus, throat, pancreas, bone marrow (myeloid leukaemia), kidney, cervix, ovary, ureter, liver, bladder, bowel and stomach. 
  • lung diseases such as chronic bronchitis and chronic obstructive pulmonary disease, which includes obstructive bronchiolitis and emphysema. 
  • coronary artery disease, heart disease, heart attack and stroke.
  • ulcers of the digestive system. 
  • osteoporosis and hip fracture 
  • poor blood circulation in feet and hands, which can lead to pain and, in severe cases, gangrene and amputation. 

There are many dangerous and bad effects of smoking which has no end. We can say one thing in a sentence that there is not a single benefits of smoking, so we should avoid it. No more today. Take care of yourself and uncle and aunt. Looking forward to receive your letter. 

Yours ever 

Khukumoni

ক্রয়মূল্য = ৪০০ টাকা এবং বিক্রয়মূল্য = ৫০০ টাকা 

লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ৫০০- ৪০০ = ১০০ টাকা 

৪০০ টাকায় লাভ হয় = ১০০ টাকা 

১ টাকায় লাভ হয় = টাকা 

১০০ টাকায় লাভ হয় = × = ২৫ টাকা বা ২৫% ans.

Created: 2 weeks ago | Updated: 4 days ago

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ।

জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে।

২১ ফেব্রুয়ারি।

৩২টি। ভারতের সাথে ৩০টি ও মায়ানমারের সাথে ৩টি। রাঙামাটি জেলা ভারত ও মায়ানমারের সাথে একত্রে সংযুক্ত।

ভিটামিন 'ডি' পাওয়া যায়।

দোঁআশ মাটিতে ফসল ভালো হয়।

এশিয়া মহাদেশে অবস্থিত।

Created: 2 weeks ago | Updated: 1 day ago

Compressed Natural Gas.

Related Sub Categories