স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।। অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (2016) || 2016

All

সকল বিষয়

                                                                                                       ‘‘বাংলা নববর্ষ’‘

বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যের একটি বহমান ধারা। ঐতিহ্য ও সংস্কৃতির এই ধারা অত্যন্ত প্রাচীন। নববর্ষ আর বাঙালির উৎসব আয়োজন যেন এক সুরে বাঁধা। বাদশাহ আকবরের নির্দেশে এবং তার বিজ্ঞ রাজ-জ্যোতিম্বি আমীর ফাতেহ উল্লাহ সিরাজীর অক্লান্ত পরিশ্রমের ফলেই মূলত বাংলা সনের উৎপত্তি। বাংলাদেশে প্রথম বারের মত খ্রীস্টিয় সনের পাশাপাশি সরকারিভাবে বাংলা সন লেখার প্রচলন হয় ১৯৮৮ সালে। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। এ দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। মূলত এটি বাঙালির একটি সার্বজনীন উৎসব। সারা বিশ্বের বাঙালিরা এ দিনে নতুন বছরকে বরণ করে নেয়। ভুলে যাবার চেষ্টা করে অতীত বছরে সকল দুঃখ-গ্লানি। সবার কামনা থাকে যেন নতুন বছরটি সমৃদ্ধ ও সুখময় হয়। বাংলাদেশে বাংলা নববর্ষ বেশ সমাবেশে সাথে পালন করা হয়। ১৯৬৭ সাল থেকে রমনা বটমূলে সাংস্কৃতিক সংগঠন “ছায়ানট” বাংলা বর্ষ বরণের আয়োজন শুরু করে। বর্তমানে এ আয়োজনই বাংলা নববর্ষের মূল অনুষ্ঠান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রা। এতে তুলে ধরা হয় বাঙালি সংস্কৃতির বিভিন্ন দিক এবং ব্যবহার করা হয় প্রতী শিল্পকর্ম। এছাড়াও বিভিন্ন স্থানে আয়োজন করা হয়- বৈশাখি মেলা, হালখাতা ও পুণ্যাহ, আর্মনি, বলি খেলা, লাঠি খেলা, ষাঁড়ের লড়াই, মোড়গ লড়াই, হা-ডু-ডু, নৌকা বাইচ ইত্যাদি। ঢাকায় বাংলা নববর্ষের একটি বিশেষ দিক হলো-পাঞ্জাবি শাড়ি পড়ে ঘুরে বেড়ানো এবং মাটির সানকিতে করে সকালে পান্তা ইলিশ খাওয়া। বাংলা নববর্ষ বাঙালি জাতির একটি সার্বজনীন উৎসব।

নাসিরউদ্দিন ছিলেন দিল্লীর সম্রাট। তিনি ছিলেন একজন ধার্মিক সুলতান। তিনি খুবই স্বাভাবিক জীবনযাপন করতেন। এজন্য তিনি দিল্লীর দরবেশ সুলতান হিসেবে পরিচিত ছিলেন। তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোন অর্থ গ্রহণ করতেন না। তিনি টুপি সেলাই করতেন এবং পবিত্র কোরআন নকল করতেন এবং এর দ্বারাই তিনি তাঁর পরিবার চালাতেন। তাঁর স্ত্রী নিজ হাতে রান্না করতেন।

বিপরীত শব্দ লিখুন:
3.

তিক্ত

Created: 3 months ago | Updated: 4 days ago

মধুর

বিপরীত শব্দ লিখুন:
4.

স্বতন্ত্র

Created: 3 months ago | Updated: 2 days ago

পরতন্ত্র

বিপরীত শব্দ লিখুন:
5.

স্নিগ্ধ

Created: 3 months ago | Updated: 2 days ago

রুক্ষ্ম

বিপরীত শব্দ লিখুন:
6.

বির্সজন

Created: 3 months ago | Updated: 2 days ago

আবাহন

বিপরীত শব্দ লিখুন:
7.

গমন

Created: 3 months ago | Updated: 4 days ago

প্রত্যাগমন

অর্থসহ বাক্য রচনা করুন:
8.

অকূল পাথার

Created: 3 months ago | Updated: 2 days ago

অকূল পাথার (সীমাহীন বিপদ) = অকূল পাথারে পড়েছি, কি করে উদ্ধার পাব জানি না ।

অর্থসহ বাক্য রচনা করুন:
9.

অর্ধচন্দ্র

Created: 3 months ago | Updated: 4 days ago

অর্ধচন্দ্র (গলাধাক্কা দেয়া) = চোরটার মায়াকান্না না শুনে তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় কর।

অর্থসহ বাক্য রচনা করুন:
10.

ডুমুরের ফুল

Created: 3 months ago | Updated: 4 days ago

ডুমুরের ফুল (অদর্শনীয়) = তোমাকে তো আজকাল দেখাই যায় না, ডুমুরের ফুল হয়ে গেলে নাকি।

অর্থসহ বাক্য রচনা করুন:
11.

ধামাধরা

Created: 3 months ago | Updated: 2 days ago

ধামাধরা (তোষামোদ কারী) = তোমার মত ধামাধরা লোক আর একটাও দেখিনি।

অর্থসহ বাক্য রচনা করুন:
12.

হাতের পাঁচ

Created: 3 months ago | Updated: 2 days ago

হাতের পাঁচ (শেষ সম্বল) = হাতের পাঁচ ঐ একশত টাকাই ছিল তাও খাবার আনতেই শেষ।

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

মরুদ্যান

Created: 3 months ago | Updated: 2 days ago

মরুদ্যান = মরু + উদ্যান।

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

অভ্যাগত

Created: 3 months ago | Updated: 2 days ago

অভ্যাগত = অভি + আগত।

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

নরেন্দ্র

Created: 3 months ago | Updated: 2 days ago

নরেন্দ্র = নর + ইন্দ্ৰ।

সন্ধি বিচ্ছেদ করুন:
16.

যথার্থ 

Created: 3 months ago | Updated: 4 days ago

যথার্থ = যথা + অর্থ ।

সন্ধি বিচ্ছেদ করুন:
17.

সপ্তর্ষি

Created: 3 months ago | Updated: 2 days ago

সপ্তর্ষি = সপ্ত + ঋষি।

ভাবসম্প্রসারণ: মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ তার এ শ্রেষ্ঠত্ব জন্মের মাধ্যমে অর্জন করেনি বরং কর্মের মাধ্যমে অর্জন করেছে। জন্মের ব্যাপারে মানুষের নিজের কোন হাত নেই। ধনী-দরিদ্র, উঁচু-নীচু যে কোন পরিবারে তার জন্ম হতে পারে। অনেক নিচু সমাজে জন্মগ্রহণ করে কর্মের মাধ্যমে মানুষ অনেক বড় কৃতিত্ব অর্জন করতে পারে। মানব সমাজের ইতিহাসে এর বহু উদাহরণ রয়েছে। আমেরিকার জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিংকন, ভারতের এ পি জে আবুল কালাম, ফ্রান্সের নেপোলিয়ান বোনাপোর্ট অতি সাধারণ পরিবারে জন্ম গ্রহণ করেছেন। সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও তাঁরা অসাধারণ ব্যক্তিত্ব হয়েছেন। পদ্মফুলের সৌন্দর্যই বড়। পঙ্কে জনো বলে তাকে অবহেলা করা যাবে না। নিচু কুলে জন্ম গ্রহণ করলে নিচু হতে হবে এমন কোন নিয়ম নেই। মানুষের কর্মই মানুষকে উঁচু-নিচু করে দেয়। মানুষের জন্ম কোথায় হল সেটা বিবেচ্য নয় মানুষের কাজই মানুষকে পরিচয় করিয়ে দেয়। তাই জন্ম কোথায় হল এ বিষয়টা একেবারে অযৌক্তিক। মানুষের কর্মপরিচয়ই তার আসল পরিচয়।

Created: 3 months ago | Updated: 1 day ago

                                                                                                           “Traffic Jam”

Traffic Jam is one of the most irritating problems in Bangladesh. It causes intolerable suffering to the passengers. This problem is the result of rapid growth of population and the increasing number of vehicle. Many vehicles, moving on the same road in the same time are causing traffic jam. Many drivers do not obey the traffic rules. Some drivers stop buses here and there and try to board passengers. To relieve the passengers of the sufferings of traffic jam, several steps should be taken by the government as well non-government organizations. Traffic rules should be imposed strictly so that the drivers are bound to obey them. The number of traffic police should be increased.

Created: 3 months ago | Updated: 4 days ago

I was born of a middle class family.

Created: 3 months ago | Updated: 4 days ago

He is competent for the post.

Created: 3 months ago | Updated: 4 days ago

The committee is consisted of ten members.

Created: 3 months ago | Updated: 4 days ago

The servant was guilty of theft.

Created: 3 months ago | Updated: 4 days ago

I trusted him with the money.

Created: 3 months ago | Updated: 4 days ago

Patriotism is a great virtue/noble virtue.

Created: 3 months ago | Updated: 4 days ago

Dhaka is a populous city.

Created: 3 months ago | Updated: 4 days ago

Illiteracy is a curse.

Created: 3 months ago | Updated: 4 days ago

He has resigned from service.

Created: 3 months ago | Updated: 4 days ago

Books are the best friend of man / Books are man's best companion.

Make sentences with the following Phrases and Idioms:
30.

As if

Created: 3 months ago | Updated: 4 days ago

As if ( যেন ) = He lives here as if it were his house.

Make sentences with the following Phrases and Idioms:
31.

By and by

Created: 3 months ago | Updated: 4 days ago

By and by (ক্রমে ক্রমে) = He will come round by and by.

Make sentences with the following Phrases and Idioms:
32.

Carry out

Created: 3 months ago | Updated: 4 days ago

Carry out (সম্পন্ন) = Let's carry out the dishes and set the table..

Make sentences with the following Phrases and Idioms:
33.

In lieu of

Created: 3 months ago | Updated: 4 days ago

In lieu of ( পরিবর্তে) = He came in lieu of his brother.

Make sentences with the following Phrases and Idioms:
34.

short of

Created: 3 months ago | Updated: 4 days ago

Short of (কমতি) = I wanted to bake a cake, but I was short of eggs.

10 December, 2016 

My Dear Nipun, 

I got your letter a week ago but could not write back as I was awfully busy with my brother's wedding. I hope that you are quite well by the blessing of Allah. In your Letter you wanted to know about how to improve proficiency in English. In our civilization English cannot be ignored. Modern civilization is obsolete without the help of English. At first I suggest you to buy an Oxford Advanced Learner's Dictionary written by A. S. Horny. You will read at least five words in a day and you can practice this word through writhing and speaking. When you are reading something you should follow the grammatical rules very minutely. Try to improve your speaking skill practicing frequently. I think if you follow my advice, you will do better. 

Tender my best regards to your parents and love to your younger brother. 

Your ever 

Tutul 

                                                                                                                                                                                                  

দেওয়া আছে,

আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৪৮ মিটার

আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ৩৩ মিটার

আমরা জানি, 

আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য ×প্রস্থ

= ৪৮ ×৩৩

= ১৫৮৪ বর্গ মিটার।

উত্তর: ১৫৮৪ বর্গ মিটার।

(a) (a-b)2 আমরা জানি, (a-b)2 = a2-2ab+b2 /  (a+b)2-4ab

 (b) a2+b2 আমরা জানি,  a2+b2 = (a+b)2-2ab / (a-b)2+2ab

হিমালয় বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত।


সর্বদক্ষিণের জেলা কক্সবাজার।

পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারে বন্দী ছিলেন।

বাংলাদেশের সুন্দরবন।

UNESCO - ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারি' কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়।


বঙ্গবন্ধু সেতু যমুনা নদীর উপর অবস্থিত। এর দৈর্ঘ্য ৪.৮ কি.মি।

কাজী নজরুল ইসলাম।

পটুয়াখালি জেলার কুয়াকাটাকে সাগর কন্যা বলে।

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত ছোট একটি দ্বীপ।

সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান এবং ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ।

Related Sub Categories