ভাষার চারটি মৌলিক অংশের নাম লিখুন।
ভাষার চারটি মৌলিক অংশের নাম ধ্বনি, শব্দ, অর্থ, বাক্য।
বাংলা বর্ণমালা ট, ঠ, ড, ড, ণ, বর্ণগুলোকে কী বর্ণ বলে?
বাংলা বর্ণমালা ট, ঠ, ড, ড, ণ, বর্ণগুলোকে মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ বলে।
‘Affidavit’ এর বাংলা প্রতিশব্দ কী?
’’Affidavit’’ এর বাংলা প্রতিশব্দ হলো হলফনামা বা শপথবাক্য।
'বুদ্ধিমান‘ শব্দের বিশেষ্য পদ কি?
'বুদ্ধিমান‘ শব্দের বিশেষ্য পদ হলো বুদ্ধি।
“উপর্যপুরি’’ শব্দের সন্ধিবিচ্ছেদ করুন।
উপর্যপুরি = উপরি + উপরি
‘গগনে উঠিল রবি লােহিত বরন' বাক্যটিতে চিহ্নিত শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন।
‘গগনে উঠিল রবি লােহিত বরন’
= অধিকরণে ৭মী বিভক্তি।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর চিহ্নিত শব্দটি কোন ধরনের দ্বিরুক্তির উদাহরণ?
‘‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’’ চিহ্নিত শব্দটি ধনাত্মক দ্বিরক্তির উদাহরণ।
গিরিশ শব্দের অর্থ কী?
গিরিশ শব্দের অর্থ শিব বা মহাদেব।
আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি ভাষা থেকে আগত শব্দে শ, ষ, ও স এর কোনটি ব্যবহার করা যাবে?
আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি ভাষা থেকে আগত শব্দে শ, ষ ও স এর মধ্যে “ষ” ব্যবহার করা যাবে না।
দ্রাঘিমা’ শব্দের প্রকৃতি ও প্রকৃত নির্ণয় করুন।
”দ্রাঘিমা” শব্দের প্রকৃতি ও প্রকৃত = দীর্ঘ+ ইমন (তদ্ধিত প্রত্যয়)।
”জ্যোৎস্নারাত” শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:
”জ্যোৎস্নারাত” শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়:
= জ্যোৎস্না শোভিত রাত = জ্যোৎস্নারাত (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।
সাপটা ওখানে লুকিয়েছে। এ বাক্যে চিহ্নিত শব্দ কোন পদ?
সাপটা ওখানে লুকিয়েছে।
= ওখানে ক্রিয়া বিশেষণ।
‘আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য উচিত নয়’ এ বাক্যটির শুদ্ধরূপ কি হবে?
”আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য উচিত নয়” শুদ্ধরূপ-
= আবশ্যক ব্যয়ে কার্পন্য উচিত নয়।
'আবাহন’ শব্দের বিপরীত শব্দ কী?
বিপরীত শব্দ:
আবাহন = বিসর্জন
‘এখনই যাও, নচেৎ তার দেখা পাবে না। এটিকে সরলবাক্যে পরিণত করুন।
‘এখনই যাও, নচেৎ তার দেখা পাবে না।
= এখনই না গেলে তার দেখা পাবে না।
‘মৃত্তিকা দ্বারা নির্মি ‘ এর এক কথায় প্রকাশ কী হবে?
‘মৃত্তিকা দ্বারা নির্মিত’ = মৃন্ময়
নরক গুলজার- বাগধারাটির অর্থ কী?
নরক গুলজার = প্রচুর খারাপ লোকের একত্রে সমাবেশে জমাট আসর।
'আরণ্যক' উপন্যসের রচয়িতা কে?
'আরণ্যক' উপন্যসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।
‘ঐ মহাসিন্ধুর ওপার হতে কী সংগীত ভেসে আসে, ওরে কে কে কাতর কণ্ঠে বলে আয়' এ গানটির রচয়িতা কে?
‘ঐ মহাসিন্ধুর ওপার হতে কী সংগীত ভেসে আসে, ওরে কে কে কাতর কণ্ঠে বলে আয়' এ গানটির রচয়িতা কৃষ্ণ চন্দ্র দে।
’’Many a little pickle makes a mickle.’’ এ বাক্যটির ভাবানুবাদ লিখুন।
Many a little pickle makes a mickle.
= দশের লাঠি একের বোঝা।
Garrulity antonym reticence.
“knave” synonym = Bastard, blackguard, fraud.
“Man is mortal”
= Man is not immortal.
He does not hanker after money.
I am no taccused of this life style.
“His pen has been stolen”
= Some one has steal his pen.
‘’বোকার মত আচরণ করোনা “
= Don't behave like a fool.
“oblive –branch”
= an offer of reconciliation.
"আমার মাথা ঘুরছে”।
= My mind is haunting/ My mind is rolling around.
”সামাজিক কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়ন’ এ তিনটি সমাজসেবার মূলমন্ত্র”
= The Social Welfare, Protection and Empowerment' are three principles of social services.
She was hardly–hit by her father death.
= She was hardly-hit with her father death.
’’তিনি কিছুকালের জন্য সেখানে বেড়ালেন”
= He stayed there for a while./ He walked there for a while.
The verb form of “stable” is stabilize.
We often go fishing by the river bank.
We often go fishing by the river bank.
Women's empowerment is the process in which women expand and recreate what it is that they can be, do, and accomplish in a circumstance that they previously were denied. Alternatively, it is the process for women to redefine gender roles that allows for them to acquire the ability to choose between known alternatives whom have otherwise been restricted from such an ability. There are several principles defining women's empowerment such as, for one to be empowered, they must come from a position of disempowerment. Women are more vulnerable to environmental degradation and climate change but also have different perspectives, cosers and ideas for change. Until these are taken on board, with women empowered to play a full part in decision-making at all levels, environmental sustainability will remain a distant goal. Yet women's empowerment must not mean simply adding to their burdens of responsibilities or building expectations of women as sustainability cavicura Millennium Development Goal 3 is to promote gender equality and empower women. This MDG is critical for tackling poverty and improving prospects for women. But how can women break gender based sicreotypes to minimise discrimination and reduce gender based violence when they are trapped in societies with socio-cultural practices which routinely discriminate them from having equal opporturities in education, health and livelihood.
মনে করি, আবির করতে পারে ক দিনে
এবং পুলক করতে পারে ২ক দিনে
প্রশ্নমতে, ২ক-ক=৭৫
ক =৭৫
আবির কাজটি করতে পারে = ৭৫ দিনে
পুলক কাজটি করতে পারে = ২ক =২= ১৫০ দিনে
আবির ৭৫ দিনে করে = ১ অংশ কাজ
আবির ১ দিনে করে= অংশ কাজ
দুইজনে একত্রে ১ দিনে করে = অংশ কাজ
এখন, অংশ কাজ করে = ১ দিনে
১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = =৫০ দিনে
উত্তর: ৫০ দিনে।
দেওয়া আছে,
প্রশ্নমতে, (ans).
এখানে, প্রথম পদ a = 8, সাধারণ অন্তর d= 3
ধরি, n তম পদ = a +(n-1)d
প্রশ্নমতে, a + (n-1)d =392
ক্ষেত্রফল বৃদ্ধির ক্ষেত্র:
=৩২+২.৫৬
=৩৪.৫৬
উত্তর: ৩৪.৫৬% বৃদ্ধি পাবে।
কত সালে সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়?
১৯৮৪ সালে সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।
জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয় ও তার প্রধান পৃষ্ঠপোষক কে?
জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এবং তার প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী।
পরিকল্পনা মন্ত্রণালয় সর্বশেশ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু গড় আয় কত ডলার?
পরিকল্পনা মন্ত্রণালয় সর্বশষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু গড় আয় ২৮২৪ মার্কিন ডলার।
কম্পিউটার স্থায়ী স্মৃতিশক্তিতে কী বলে?
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ROM বলে।
Facebook এর প্রতিষ্ঠাতা কে?
Facebook এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ (২০০৪ সাল)।
২০১৮ সালে ফুটবল বিশ্বকাপের কততম আসরবসবে ও এটি কোথায় অনুষ্ঠিত হয়?
২০১৮ সালে ফুটবল বিশ্বকাপের ২১ তম আসর বসে ও এটি রাশিয়ায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের টি- টুয়েন্টি ক্রিকেট ৩০০ তম উইকেটের শিকার হয় কোন ক্রিকেটার?
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের টি- টুয়েন্টি ক্রিকেটে ৩০০ তম উইকেটের শিকার হয় ভারতের রোহিত শর্মা।
’’কারাগারের রোজনামচা’’ বইটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম জন্মবার্ষিকীতে প্রকাশিত হয়?
কারাগারের রোজনামচা' বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকীতে প্রকাশিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীমহোদয়ের নাম কী?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীমহোদয়ের নাম জনাব নুরুজ্জামান আহমেদ।
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
IMF প্রতিষ্ঠিত হয় কোন কনফারেন্সের মাধ্যমে?
IMF প্রতিষ্ঠিত হয় ব্রেডন উডস কনফারেন্সের মাধ্যমে।
বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয়?
২১ মার্চ বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয়।
UNRISD এর পূর্ণ কি?
UNRISD = United Nations Research Institute for Social Development.
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভিশন কী?
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভিশন হচ্ছে: উন্নত জীবন এবং যত্নশীল সমাজ।
পাটের জীবন রহস্য আবিষ্কারের নাম কী?
পাটের জীবন রহস্য আবিষ্কারের নাম ড. মাকসুদুল আলম।