গৈরিক
গৈরিক = গিরি + ইক
তদ্ধিত
তদ্ধিত = তদ্ + হিত
নিগ্রহ
নিগ্রহ = নি + গ্রহ
সদ্যোজাত
সদ্যোজাত = সদ্যঃ + জাত
শকুনি মামা
শকুনি মামা (অনিষ্টকর আত্মীয়) = শকুনি মামাদের কাছ থেকে দূরে থাকাই ভাল।
শিব রাত্রির সলতে
শিব রাত্রির সলতে (একমাত্র সন্তান) = আমার ওই শিরাজির সলতেকে কি দূরে যেতে দিতে পারি।
চোরাবালি
চোরা বালি (প্রচ্ছন্ন বিপদ) = চোরা বালিতে পা দিও না।
কেষ্ট-বিষ্টু
কেষ্টবিষ্ট (বিশিষ্ট ব্যক্তি) = বর্তমানে রাজনীতির মাঠে কেছু-কিছু লোকের অভাব নেই।
ঘাটের মরা
ঘাটের মরা (অতিবৃদ্ধ) = বড় লোক বলেই ঘাটের মরার সাথে গরীর মেয়েটির বিয়ে দিতে হবে।
আয়ুর পক্ষে হিতকর
আয়ুর পক্ষে হিতকর = আয়ুষ্কর
কর দান যে করে
কর দান যে করে-করদ
চেটে খাওয়া যায় যা
চেটে খাওয়া যায় যা = লেহ্য
সহজে পরিপাক হয় না
যা সহজে পরিপাক হয় না = দুষ্প্ৰাচ্য
ধোপায় কাপড় কাচে
ধোপায় কাপড় কাচে = কর্তায় ৭মী।
শিশুগণ দেয় মন নিজে নিজ পাঠে
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে = কর্তায় শূন্য।
নতুন ধান্যে হবে নবান্ন
নতুন ধান্যে হবে নবান্ন = করণে ৭মী।
তিলে তৈল হয়
তিলে তৈল হয় - অপাদানে ৭মী।
আকাশের ঐ মিটি তারার সনে
আকাশের ঐ মিটি মিটি তারার সনে = অধিকরণের ষষ্ঠী।
”আয়কর মেলা”
বর্তমান সময়ে রাষ্ট্রের আয়ের প্রধান উৎস হচ্ছে জনগনের দেয়া কর আয়কর রাজস্ব আহরনের বড় ধরনের ভূমিকা রাখে। বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (National Board of Revenue) প্রতি বছর আয়কর মেলার আয়োজন করে। দেশের মানুষ কর আইনের প্রতি শ্রদ্ধা রেখে করযোগ্য আয়ের উপর বাৎসরিক কর প্রদান করবে এটাই নিয়ম। রাষ্ট্রের উন্নয়ন ও ভালো কাজের উদ্যোগকে সহায়তা করার জন্য দেশের জনগন সরকারকে আয়কর দিয়ে থাকেন। দেশের রাস্তাঘাট, স্কুল কলেজ, হাসপাতাল ইত্যাদি নির্মাণ ও জনগনের জন্য সেবামূলক কাজে ব্যয় করার উদ্দেশ্যেই এই কর রাজস্ব আয় হিসাবে রাষ্ট্র সংগ্রহ করে।
বাংলাদেশের আয়কর মেলায় আয়কর দাতারা যে সকল সুবিধা পান তা হলোঃ রিটার্ন জমা, কর প্রদান, ই-টিন নিবন্ধন সহ রাজস্ব সংক্রান্ত বিভিন্ন সেবা।
আয়কর প্রদানে উপযুক্ত ব্যক্তিঃ
০১. ব্যক্তির আয়ের সীমা ২,৫০,০০০ টাকার উপরে হলে আয়কর প্রদান করতে হবে।
০২. মহিলা এবং ৬৫ বৎসর বা তদুর্ধ বয়সের ব্যক্তি করদাতা আয় ৩০০,০০০ টাকা এর উপরে হলে তাকে আয়কর প্রদান করতে হবে।
০৩. প্রতিবন্ধি করদাতা ৩৭৫,০০০ টাকা এর উপরে হলে তিনি আয়কর প্রদানে উপযুক্ত হবেন।
০৪. গেজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় সীমা ৪২৫,০০০ টাকা এর অধিক হলে তিনি আয়কর প্রদানে উপযুক্ত হবে।
আয়করের জন্য আয়ের খাত সমূহঃ
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী আয়েরখাত সমূহ নিম্নরূপঃ বেতনাদি, নিরাপত্তা জামানতের উপর সুদ, গৃহ সম্পত্তির আয়, কৃষি আয়, ব্যবসা বা পেশার আয়, মূলধনী মুন, স্বামী/স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়, অন্যান্য উৎস হতে আয়। প্রতি বছর জাতীয় রাজস্ব বোর্ড আয়কর মেলার আয়োজন করে থাকে। রাষ্ট্রের জনগন এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আয়কর প্রদান করে থাকেন। আয়কর মেলার মাধ্যমে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়। যার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত রাখা সম্ভব। প্রতিটি সচেতন নাগরিকের উচিত সঠিক নিয়মে সঠিক পরিমানে আয়কর প্রদান করে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখা।
I count___your help.
I count upon your help.
It is difficult to gey___salary.
It is difficult to gey by salary.
I an apprehensive_____failure.
I an apprehensive of failure.
Hazi Mohsin give____all his properties.
Hazi Mohsin give away all his properties.
He is vaxed____my opposition.
He is vaxed with my opposition.
A vicious Circle
A vicious Circle (দুষ্টচক্র) = Many people cannot improve their financial conditions due to the vicious circle of poverty.
Head and heart
Heart to heart ( অন্তরঙ্গ)= They are heart to heart friend.
Yellow dog
Yellow dog (ভীরু ব্যক্তি) = Do not be yellow dog in the face of danger.
Put up with
Put up with (সহা করা) = I will not put up with you misdeeds.
Jaundiced eye
Jaundiced eye (বিষেষভরা চোখ বা মন) = A judge should not have a jaundiced eye.
Altaf Mahmud was an singer, cultural worker and (myrtyr) freedom fighter. He was born in 23th December of 1933. He was also a commentator and the composer of the song 'Amar vaier Rokte Rangano Ekushey February. In the year 2004 Altaf Mahmud got Independence award(late).
Skillful
Skillful = Expert
Acquire
Acquire = Achieve
Recent
Recent = Usual
Eradicate
Eradicate = Finish
Appoint
Appoint = Settle
“Social Media”
Social media basically means any human communication or sharing information on internet that occurs through the medium of computer, tablet or mobile. There are numerous websites and apps that make it possible. Social media is now becoming one of the largest means of communication and is gaining popularity rapidly. Social media enables you to share ideas, content, information and news etc. at a much faster speed. In last few years social media has grown tremendously at an unexpectedly fast rate and has captured millions of users around the world.
দেওয়া আছে, ৩ বছরে সুদে-আসলে = ১৪৫২ টাকা
এবং ৫ বছরে সুদে-আসলে = ১৬২০ টাকা
২ বছরের সুদ = ১৬২০ - ১৪৫২ = ১৬৮ টাকা
১ বছরের সুদ = ৮৪ টাকা
এবং ৩ বছরের সুদ = ৮৪ ৩ = ২৫২ টাকা
আসল = ১৪৫২ - ২৫২ = ১২০০ টাকা
এখন, ১২০০ টাকার ১ বছরের সুদ = ৮৪ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ =টাকা
আসল = ১২০০ টাকা এবং সুদের হার = ৭ টাকা।
৫ জন বালক = ৩ জন পুরুষ
১ জন বালক = জন পুরুষ
১০ জন বালক = জন পুরুষ
এখন, ৪ জন পুরুষ + ১০ জন বালক = ৪+৬ = ১০ জন পুরুষ
৩ জন পুরুষ একটি কাজ করে = ২০ দিনে
১ জন পুরুষ একটি কাজ করে = ২০৩ দিনে
১০ জন পুরুষে একটি কাজ করে = দিনে
উত্তর: ৬ দিনে।
দেওয়া আছে,
দেওয়া আছে,
ICDDRB, BIMSTEC, UNHCR, SDG
ICDDRB
ICDDRB = International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh.
BIMSTEC
BIMSTEC = Bay of Bengal Initiative for Multisectoral Techniqual and Economic Co-operation.
UNHCR
UNHCR = United Nations High Commissioner for Refugees.
SDG
SDG = Sustainable Development Goal.
অভিষেক টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয় এবং প্রতিপক্ষ ভারত।
বাংলা একাডেমী ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় এবং মূলভবনের নাম বর্ধমান হাউস।
১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
'লালসালু' যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ ও 'সোনালী কাবিন' আল মাহমুদের লেখা।
কালাপানি ভারত ও নেপালের অমিমাংসিত ভূখণ্ড।
ম্যাগনাকার্টা হলো ব্রিটিশ রাজা কিংকন' কর্তৃক ১২১৫ সালে প্রণীত ব্রিটিশ গঠনতন্ত্রের বাইবেল।
গ্রিনপিস হলো একটি পরিবেশ বিষয়ক সংস্থা এবং এটি একটি নেদারল্যান্ডস (১৯৭১ সালে প্রতিষ্ঠিত) সংগঠন।
মুক্তিযুদ্ধে বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি ৪টি। ১. বীরশ্রেষ্ঠ ২. বীর উত্তম ৩. বীর বিক্রম ৪. বীরপ্রতীক।