তমসাচ্ছন্ন শব্দের অর্থ অন্ধকারে ঢাকা।
ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমা কীর্তনকে ভজন বলে।
নাট্যমন্দির: দেব মন্দিরের সামনের ঘর যেখানে নাচ গান করা হয়।
বাক্যটিতে প্রযোজক ক্রিয়া ব্যবহৃত হয়েছে।
সপত্নী' নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ।
বৈদেশিক = বিদেশ + ইক (তৎসম স্বরসন্ধি)।
প্রত্যেক = প্রতি + এক (তৎসম স্বরসন্ধি)।
প্রসূতি = প্র + জর (স্) + তি কৃৎ প্রত্যয়)।
বিশ্রী = শ্রীর অভাব (অব্যয়ীভাব সমাস)।
অনাসক্ত = নয় আসত (পুরু)।
ধ্বনিবিদ্যা - Phonetics.
মৈত্রীজোট Alliance.
চোখের দ্বারা গৃহীত = গোচর।
কাচের তৈরী ঘর = শিশমহল।
Each other-distributive pronoun.
Subject+ have/ has been + v-ing + objecu Extension
No sooner has I gone than he left.
To the pure all things are pure.
To the pure all things are pure = আপনি ভালো তো জগৎ ভালো।
The pen is mightier than the sword.
The pen is mightier than the sword = অসীর চেয়ে মনি বড়।
Frivolous (তুচ্ছ/ হালকা) এর Synonym Trivial (তুচ্ছ/ হালকা) এবং Antonym Significant (গুরুত্বপূর্ণ)।
This pen is better than hers.
Glance at = দৃষ্টিপাত করা;
Glance over = দ্রুত নিরীক্ষণ করা।
I wanted to talk to you about his mother.
Let us finish the game.
The teacher asked Kamal why he was talking in the class and warned that he should behave himself.
Comparative = former,
superlative = fore (সম্মুখে অবস্থিত / সম্মুখ)-most.
One living at the same with another = Contemporary (সমসাময়িক)।
(a) আমাদের প্রধান শিক্ষক অল্প কথা বলেন = Our head teacher is reticent.
(b) তার কম্প দিয়ে জ্বর এসেছে = He is attacked with shivering fever.
আমাদের প্রধান শিক্ষক অল্প কথা বলেন।
তার কম্প দিয়ে জ্বর এসেছে।
১ বিলিয়ন = ১০০ কোটি = ১০০১০০০০০০০ = ১০০০০০০০০০
সুতরাং ১ বিলিয়ন সংখ্যায় প্রকাশ করতে ১ এরপর ৯টি শূন্য (০) লাগবে।
Flat worm বা যকৃত কৃমি
কোষ বিভাজন ৩ প্রকার ।
সমগ্র পুষ্পবিন্যাসটি ফলে পরিণত হলে তাকে যৌগিক ফল বলে। দুটি যৌগিক ফলের উদাহরণ হলো ১) আনারস
২) কাঁঠাল
মৌলিক পদার্থের ধর্ম মূলত নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপর ।
পদার্থের ভিতরের মোট পরিমাণকেই সেই পদার্থের ভর বলা হয়। একে m দ্বারা প্রকাশ করা হয়। অন্যদিকে পদার্থের ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফলকে পদার্থের ওজন বলা হয়। একে W দ্বারা প্রকাশ করা হয়।
ধাতু = লেড (pb)
অধাতু = ফসফরাস (p) কার্বন (c) এবং সালফার (s).
আমলকিতে অক্সালিক এসিড বিদ্যমান থাকে।
এসিড ও ক্ষারকের মূল পার্থক্য হলো এর মান। মান বৃদ্ধি পেলে ক্ষার ধর্ম বৃদ্ধি পায় আবার হ্রাস পেলে এসিক ধর্ম বৃদ্ধি পায়।
রেটিনা হলো চক্ষু লেন্সের পেছনের দিকে অবস্থিত অক্ষিগোলকের ভিতরের পৃষ্টে গোলাপী রঙের ইষদচ্ছ সংবেদনশীল স্তর
কবিনসন ক্রশো ইংল্যান্ডের অধিবাসী ছিলেন। ডেনিয়েল ডিপো কর্তৃক রচিত 'রবিনসন ক্রশো' উপন্যাসের প্রধান চরিত্র হলো ক্রশো।
গোলাপী বিপ্লব জর্জিয়ায় ২০০৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত হয়।
উরুগুয়ের প্রধান সমুদ্রবন্দর মন্টিভিডিও সমুদ্রবন্দর এবং ইসরাইলের প্রধান সমুদ্রবন্দর হাইফা সমুদ্রবন্দর।
FIFA (Federation of International Football Association) গঠিত হয় ২১ মে ১৯০৪, ফ্রান্সের রাজধানী প্যারিসে।
আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান ও ইরাক মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত ছিল।
দেশে বিদ্যমান আইনের ব্যত্যয় ঘটিয়ে দেশের বাইরে বা সম্পত্তি পাচার কিংবা বিদেশে যে অর্থ বা সম্পত্তিতে বাংলাদেশের স্বার্থ রয়েছে এবং তা আনয়নের যোগ্য অথচ আনয়ন থেকে বিরত রাখা হচ্ছে এমন অবৈধ কমান্ড হ্রাস করার জন্য যে আইন রয়েছে তাই মানি লন্ডারিং প্রিডেনশন আইন।
দালাইলামাকে বলা হয় তিব্বতের আধ্যাত্মিক প্রধান। বর্তমান চতুর্দশ দালাইলামার প্রকৃত নাম হলো তেনজিন গিয়াসু।
মুসলিম শাসনামলে তথা মুঘল আমলে এ দেশে খাজনার অপর নাম ছিল জমা।
২০১২ সালে জাতিসংঘ ইকুয়েটর পুরস্কার পায় বাংলাদেশের চুনতি অভয়ারণ্য সংরক্ষণ কমিটি।
আমাজান নদী হলো পৃথিবীর সর্ববৃহৎ নদী। এর উৎপত্তিস্থল আন্দিজ পর্বতমালা এবং পতিতস্থল আটলান্টিক মহাসাগর।