দর্শন করা হয়েছে।
দর্শন করা হয়েছে = প্রেক্ষিত
টোল পড়েনি এমন ।
টোল পড়েনি এমন = নিটোল
ঢিপির মতো।
ঢিপির মতো = ঢ্যাপসা
ধনের দেবতা।
ধনের দেবতা = কুবের
ঈশ্বরের ভাব।
ঈশ্বরের ভাব = ঐশ্বর্য
শরতের শিশির।
শরতের শিশির (সুসময়ের বন্ধু) = প্রকৃত বন্ধুরা শুধু শরতের শিশির নয়, তারা অসময়েরও বন্ধু বটে।
সপ্তকান্ড রামায়ণ।
সপ্তকাণ্ড রামায়ণ(বৃহৎ বিষয়) = সপ্তকান্ড রামায়ণ না আউড়ে আসল কথাটাই বল।
ঢাক ডাক গুড় গুড়।
ঢাক ঢাক গুড় গুড়(গোপন রাখার চেষ্টা) = সে কথা বলার সময় ঢাক ঢাক গুড় গুড় করে না, সত্য কথাই বলে থাকে।
জবরজং
জবরজং(এলোমেলো) = জীবনটাকে জবরজং বানিয়ে রাখার মানে নেই।
ঝড়ো কাক
ঝড়ো কাক (দুর্দশাগ্রস্থ ব্যক্তি) = শেয়ার বাজারে ধরা খেয়ে জামান সাহেব ঝড়ো কাক হয়েছেন।
গো- বেচারা ।
গো-বেচারা = গোর ন্যায় বেচারা (কর্মধারয় সমাস)।
সংসার সমুদ্র ।
সংসার সমুদ্র = সংসার রূপ সমুদ্র (রূপক কর্মধারয়)।
নবরত্ন ।
নবরত্ন = নব রত্নের সমাহার (দ্বিগু)।
নরসিংহ
নরসিংহ = নর সিংহের ন্যায় (উপমিত কর্মধারয়)।
সুবাস্তু
সুবাস্তু = সু + বাস্তু
পিত্রর্থ
পিত্রর্থ = পিতৃ + অর্থ
রাজ্ঞী
রাজ্ঞী = রাজ +নী
সজ্জন
সজ্জন = সৎ + জন
আশ্চর্য
আশ্চর্য = আ + চর্য
‘‘কারিগরি শিক্ষার গুরুত্ব’’
উন্নত দেশগুলোর গতানুগতিক শিক্ষা থেকে অনেক আগেই বেরিয়ে গেছে। কারিগরি শিক্ষাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্বের যত উন্নয়নশীল দেশ রয়েছে তারাও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে উন্নত দেশের সারিতে উঠার চেষ্টা করছে। আমাদের দেশে বর্তমান কারিগরি শিক্ষায় ভর্তির হার বর্তমানে মাত্র ১৩.৬ শতাংশ। অথচ উন্নত দেশে এই হার ৩০ থেকে প্রায় ৭৫ শতাংশ। কারিগরি শিক্ষার ওয়াল্ড র্যাংকিংয়ে ১৪৯টি দেশের মধ্যে ১১৪। বর্তমান যুগে শিক্ষা হতে হবে বাস্তব জীবনের সাথে সংগতিপূর্ণ। যে শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগেনা, সেই শিক্ষা অর্থহীন। বাংলাদেশের বিশাল সংখ্যক কর্মক্ষম জনশক্তিকে বাজারের চাহিদার আলোকে শিক্ষায় শিক্ষিত করা, ভাষাগত দক্ষতা এবং কারিগরি দক্ষতা দ্বারা যদি একটি দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়। তবেই ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের তালিকায় উন্নীত হবে। কারিগরি শিক্ষা ছাড়া অধিক জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা অসম্ভব। অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বলতে স্বনির্ভর অর্থনীতি, যার অর্থ কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য অভ্যন্তরীণ বিষয়ে উপযুক্ত বিজ্ঞানসম্মত আধুনিক নিজস্ব প্রযুক্তি সম্বলিত উন্নয়ন আবশ্যক। তার ধারাবাহিকতা এবং মাধ্যম হলো কারিগরি শিক্ষা।
> বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম।
> দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মকর্মসংস্থান, উন্নয়ন ও উদ্যোক্তা তৈরীতে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম।
> কর্মমুখী শিক্ষা স্বাধীন পেশা গ্রহণে ব্যক্তির আস্থা গড়ে তোলে, তাকে স্বাবলম্বী করে তোলে।
> কারিগরি শিক্ষার মাধ্যমে বিপুল সংখ্যক জনগণ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পায়।
> কর্মমুখী শিক্ষা "জ্ঞান জিজ্ঞাসা সৃষ্টি করে", কাজে উৎসাহের সৃষ্টি করে এবং "মূল্যবোধ" সৃষ্টি করে। আমাদের দেশ বাড়তে থাকা বেকার সমস্যাসহ সামাজিক কুসংস্কার, রাজনৈতিক অস্থিরতা, শিক্ষাঙ্গন সন্ত্রাস ইত্যাদি সমস্যায় জর্জরিত। এসকল সমস্যা থেকে বের হয়ে আসতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
We often ____ a victim of circulmstance.
We often become a victim of circumstances.
The sun is ____in the eastern sky.
The sun is shining in the eastern sky.
I am not well ____Friday.
I am not well from fryday.
He will look ____the matter.
He will look into the matter.
My father came _____I was watching TV.
My father came while I was watching TV.
High time
High time (যে সময়ে কোন কিছু তাৎক্ষণিকভাবে করা প্রয়োজন) = It is high time to come to his assistance.
Homegrown
Homegrown (দেশজ উৎপাদিত) = Buying homegrown products decreases the dependency on othe countries.
On time
On time (নির্দিষ্ট সময়ের মধ্যে) = The train come to the station on time.
Make out
Make out ( বুঝতে পারা) = I can not make out the Industrial Economics well.
Hue and cry
Hue and cry (হৈ চৈ; শোরগোল ) = Raise a hue and cry against all kinds of corruption
বৃষ্টি হওয়ার পূর্বে সে বাড়ি ফিরল ।
He had returned home before the rain came.
লোকটি কলেরায় মারা গেল।
The man died of cholera.
সে ভিক্ষুরের ছদ্মবেশে আমার কাছে এসছিল।
He came to me with the guise of beggar.
টুম্পা সোমবার থেকে জ্বরে ভুগছে।
Tumpa has been suffering from fever since Monday.
তার ঠান্ডা লেগেছে।
He/ She had caught cold.
The sun moves round the earth.
The sun moves around the earth .
Rahim comes home yesterday.
Rahim came home yesterday.
He has been absent on Friday.
He has been absent from Friday.
You, he and I are present.
কুমিল্লা এর পূর্বনাম কি ছিল?
ত্রিপুরা।
বাংলাদেশ গণিপরিষদের প্রথম অধিবেশ কত তারিখে শুরু হয়?
১৯৭২ সালের ১০ এপ্রিল।
বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের চেয়ারম্যানের নাম লিখুন।
ড. কুদরাত-এ-খুদা।
জাতীয় শিক্ষা দিবস কত তারিখে পালিত হয়?
১৭ সেপ্টেম্বর।
হন্ডুরাসের রাজধানীর নাম লিখুন।
তেগুসিগালপা ।
SAPTA এর পূর্ণরূপ লিখুন।
South Asian Preferential Trade Arragement.
FAO এর সদর দপ্তর কোথায়?
রোমে।
সংশপ্তক ভাস্কর্যের স্থপতির নাম লিখুন
হামিদুজ্জামান খান।
কাঞ্জনমালা উপন্যাসের রচয়িতার নাম কি?
শামসুদ্দিন আবুল কালাম।
বিশ্ব পাট সংস্থার নাম কি?
International Jute Organization.
কোন দেশকে লিলি ফুলের দেশ বলা হয়?
কানাডা।
মিশরের মুদ্রার নাম কি?
মিশরীয় পাউন্ড।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
কাতার।
এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশেী নারীর নাম কী?
নিশাত মজুমদার ।
বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের নকশা কে তৈরি করেন?
কামরুল হাসান।
সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়?
১৯২১ সালে হরপ্পা এবং ১৯২২ সালে মহেঞ্জোদারো।
আনন্দ বিহার কোথায় অবস্থিত?
কুমিল্লায় ।