মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি) ।। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (2017) || 2017

All

এক কথায় প্রকাশ করুন:
1.

দর্শন করা হয়েছে।

Created: 3 months ago | Updated: 6 days ago

দর্শন করা হয়েছে  = প্রেক্ষিত

এক কথায় প্রকাশ করুন:
2.

টোল পড়েনি এমন ।

Created: 3 months ago | Updated: 3 days ago

টোল পড়েনি এমন = নিটোল

এক কথায় প্রকাশ করুন:
3.

ঢিপির মতো।

Created: 3 months ago | Updated: 4 days ago

ঢিপির মতো = ঢ্যাপসা

এক কথায় প্রকাশ করুন:
4.

ধনের দেবতা।

Created: 3 months ago | Updated: 5 days ago

ধনের দেবতা = কুবের

এক কথায় প্রকাশ করুন:
5.

ঈশ্বরের ভাব।

Created: 3 months ago | Updated: 6 days ago

ঈশ্বরের ভাব = ঐশ্বর্য

অর্থসহ বাক্য রচনা করুন:
6.

শরতের শিশির।

Created: 3 months ago | Updated: 6 days ago

শরতের শিশির (সুসময়ের বন্ধু) = প্রকৃত বন্ধুরা শুধু শরতের শিশির নয়, তারা অসময়েরও বন্ধু বটে।

অর্থসহ বাক্য রচনা করুন:
7.

সপ্তকান্ড রামায়ণ।

Created: 3 months ago | Updated: 1 week ago

সপ্তকাণ্ড রামায়ণ(বৃহৎ বিষয়) = সপ্তকান্ড রামায়ণ না আউড়ে আসল কথাটাই বল।

অর্থসহ বাক্য রচনা করুন:
8.

ঢাক ডাক গুড় গুড়।

Created: 3 months ago | Updated: 6 days ago

ঢাক ঢাক গুড় গুড়(গোপন রাখার চেষ্টা) = সে কথা বলার সময় ঢাক ঢাক গুড় গুড় করে না, সত্য কথাই বলে থাকে।

অর্থসহ বাক্য রচনা করুন:
9.

জবরজং

Created: 3 months ago | Updated: 6 days ago

জবরজং(এলোমেলো) = জীবনটাকে জবরজং বানিয়ে রাখার মানে নেই।

অর্থসহ বাক্য রচনা করুন:
10.

ঝড়ো কাক

Created: 3 months ago | Updated: 6 days ago

ঝড়ো কাক (দুর্দশাগ্রস্থ ব্যক্তি) = শেয়ার বাজারে ধরা খেয়ে জামান সাহেব ঝড়ো কাক হয়েছেন।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
11.

গো- বেচারা ।

Created: 3 months ago | Updated: 3 days ago

গো-বেচারা = গোর ন্যায় বেচারা (কর্মধারয় সমাস)।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
12.

সংসার সমুদ্র ।

Created: 3 months ago | Updated: 6 days ago

সংসার সমুদ্র = সংসার রূপ সমুদ্র (রূপক কর্মধারয়)।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
13.

নবরত্ন ।

Created: 3 months ago | Updated: 6 days ago

নবরত্ন = নব রত্নের সমাহার (দ্বিগু)।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
14.

নরসিংহ

Created: 3 months ago | Updated: 6 days ago

নরসিংহ = নর সিংহের ন্যায় (উপমিত কর্মধারয়)।

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

সুবাস্তু

Created: 3 months ago | Updated: 5 days ago

সুবাস্তু = সু + বাস্তু

সন্ধি বিচ্ছেদ করুন:
16.

পিত্রর্থ 

Created: 3 months ago | Updated: 3 days ago

পিত্রর্থ = পিতৃ + অর্থ

সন্ধি বিচ্ছেদ করুন:
17.

রাজ্ঞী

Created: 3 months ago | Updated: 6 days ago

রাজ্ঞী = রাজ +নী

সন্ধি বিচ্ছেদ করুন:
18.

সজ্জন

Created: 3 months ago | Updated: 5 days ago

সজ্জন = সৎ + জন

সন্ধি বিচ্ছেদ করুন:
19.

আশ্চর্য

Created: 3 months ago | Updated: 1 week ago

আশ্চর্য = আ + চর্য

                                                                                                      ‘‘কারিগরি শিক্ষার গুরুত্ব’’

উন্নত দেশগুলোর গতানুগতিক শিক্ষা থেকে অনেক আগেই বেরিয়ে গেছে। কারিগরি শিক্ষাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্বের যত উন্নয়নশীল দেশ রয়েছে তারাও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে উন্নত দেশের সারিতে উঠার চেষ্টা করছে। আমাদের দেশে বর্তমান কারিগরি শিক্ষায় ভর্তির হার বর্তমানে মাত্র ১৩.৬ শতাংশ। অথচ উন্নত দেশে এই হার ৩০ থেকে প্রায় ৭৫ শতাংশ। কারিগরি শিক্ষার ওয়াল্ড র‍্যাংকিংয়ে ১৪৯টি দেশের মধ্যে ১১৪। বর্তমান যুগে শিক্ষা হতে হবে বাস্তব জীবনের সাথে সংগতিপূর্ণ। যে শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগেনা, সেই শিক্ষা অর্থহীন। বাংলাদেশের বিশাল সংখ্যক কর্মক্ষম জনশক্তিকে বাজারের চাহিদার আলোকে শিক্ষায় শিক্ষিত করা, ভাষাগত দক্ষতা এবং কারিগরি দক্ষতা দ্বারা যদি একটি দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়। তবেই ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের তালিকায় উন্নীত হবে। কারিগরি শিক্ষা ছাড়া অধিক জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা অসম্ভব। অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বলতে স্বনির্ভর অর্থনীতি, যার অর্থ কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য অভ্যন্তরীণ বিষয়ে উপযুক্ত বিজ্ঞানসম্মত আধুনিক নিজস্ব প্রযুক্তি সম্বলিত উন্নয়ন আবশ্যক। তার ধারাবাহিকতা এবং মাধ্যম হলো কারিগরি শিক্ষা। 

> বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। 

> দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মকর্মসংস্থান, উন্নয়ন ও উদ্যোক্তা তৈরীতে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম।

> কর্মমুখী শিক্ষা স্বাধীন পেশা গ্রহণে ব্যক্তির আস্থা গড়ে তোলে, তাকে স্বাবলম্বী করে তোলে। 

> কারিগরি শিক্ষার মাধ্যমে বিপুল সংখ্যক জনগণ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পায়। 

> কর্মমুখী শিক্ষা "জ্ঞান জিজ্ঞাসা সৃষ্টি করে", কাজে উৎসাহের সৃষ্টি করে এবং "মূল্যবোধ" সৃষ্টি করে। আমাদের দেশ বাড়তে থাকা বেকার সমস্যাসহ সামাজিক কুসংস্কার, রাজনৈতিক অস্থিরতা, শিক্ষাঙ্গন সন্ত্রাস ইত্যাদি সমস্যায় জর্জরিত। এসকল সমস্যা থেকে বের হয়ে আসতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।

Related Sub Categories