ভূমি মন্ত্রণালয় হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) || নিরীক্ষক(রাজস্ব) (24-02-2017) || 2017

All

সকল বিষয়

                                                                                                                     ‘‘নদী শাসন’’

নদীকে তার নিজ নিজ গতিতে চলতে না দিয়ে আমাদের সুবিধা মত নদীর গতিকে নিয়ন্ত্রনকে নদী শাসন করেন। জমিতে চাষ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য এটি করা হয়ে থাকে। এর সুফল এবং কুফল দুটি দিকই বিদ্যমান। নদী শাসন ও নগরায়নকে এক সূত্রে বাঁধতে চলেছে সরকার। এ ব্যাপারে একটি মহাপরিকল্পনা প্রণয়নের প্রস্তুতি চলছে। মহাপরিকল্পনাটি বাস্তবায়িত হলে বড় বড় নদীর বিস্তীর্ণ চরাঞ্চল ভরাট করে সেখানে নৌবন্দর, নগর, শিল্প ও বাণিজ্য এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। বাংলাদেশের বেশ কিছু নদী অস্বাভাবিক রকম প্রশস্ত। সে তুলনায় নদীর গভীরতা কম।। কারনে পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশাল নদীতেও নাব্যতা সংকট দেখা দেয়। এসব নদীর কোথাও কোথাও প্রশস্ততা ২০ - ২২ কিলোমিটার হলেও গভীরতা ৮-৯ ফুট। শুষ্ক মৌসুমে নাব্যতা সংকট ভয়াবহ আকার ধারণ করে। নৌপথে পণ্য পরি খরচ কম হওয়া সত্ত্বেও নাব্যতা না থাকায় নৌ পরিবহনের আওতা ক্রমান্বয়ে কমছে। এ সমস্যার সমাধানে বড় নদীগুলোর তীর ভরাট করে নগরায়ন ও শিল্পায়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি নদীগুলোর গভীরতা বৃদ্ধির কথা ভাবা হচ্ছে। নাম প্রশস্ততা কমিয়ে নদীর গভীরতা বাড়ালে নাব্যতা ধরে রাখা যেমন সম্ভব হবে তেমন শিল্পায়ন ও নগরায়নের জন্য প্রয়োজন জমি পাওয়াও সহজলভ্য হবে। নদীর পাড় টেকসইভাবে বাঁধানো এবং নদীকে দূষণমুক্ত রাখা সম্ভব হলে এ মহাপরিকল্প দেশের জন্য কল্যাণকর হবে। পরিকল্পনা অনুযায়ী নদী শাসন সম্ভব হলে বন্যা ও নদী ভাঙ্গনের হাত থেকে অনেকাংশে যেন রক্ষা পাওয়া যাবে তেমন নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। নদী শাসনের ফলে নগরায়নের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠবে এবং বিদ্যুৎ উৎপাদিত হলে সকলেরই মঙ্গল সম্ভব।

এক কথায় প্রকাশ করুনঃ
2.

রাত্রির শেষ ভাগ

Created: 9 months ago | Updated: 2 weeks ago

= পররাত্র 

এক কথায় প্রকাশ করুনঃ
3.

যা বলা হবে

Created: 9 months ago | Updated: 4 weeks ago

= বক্তব্য

এক কথায় প্রকাশ করুনঃ
4.

সাপের খোলস

Created: 9 months ago | Updated: 4 weeks ago

= নির্মোক 

Created: 9 months ago | Updated: 3 weeks ago

= অসমীক্ষিত

এক কথায় প্রকাশ করুনঃ
6.

পরকে প্রতিপালন করে যে

Created: 9 months ago | Updated: 3 weeks ago

= পরভৃৎ

অর্থসহ বাক্য রচনা করুন:
7.

ঊনপঞ্চাশ বায়ু

Created: 9 months ago | Updated: 1 week ago

ঊনপঞ্চাশ বায়ু (পাগলামী) = রফিক সাহেবকে ঊনপঞ্চাশ বায়ুতে পেয়েছে, সে সব কিছু উল্টোভাবে করছে।

অর্থসহ বাক্য রচনা করুন:
8.

ত্রিশংকু দশা

Created: 9 months ago | Updated: 1 month ago

ত্রিশংকু দশা (অনিশ্চিত অবস্থা) = পড়াশোনা শেষ, চাকুরী না পেয়ে এখন ত্রিশংকু দশায় আছি।

অর্থসহ বাক্য রচনা করুন:
9.

রাজঘোটক

Created: 9 months ago | Updated: 3 weeks ago

রাজযোটক (চমৎকার মিল) = টুটুল ও জরিনাকে মানিয়েছে ভাল, একেবারে যেন রাজঘোটক।

অর্থসহ বাক্য রচনা করুন:
10.

রাম গরুরের ছানা

Created: 9 months ago | Updated: 1 month ago

রাম গরুরের ছানা (গোমড়ামুখো লোক) = ফেরদৌস সাহেবের যেন সবসময় মনখারাপ দেখে মনে হয় রাম গরুরের ছানা।

অর্থসহ বাক্য রচনা করুন:
11.

মন না মতি

Created: 9 months ago | Updated: 4 weeks ago

মন না মতি (অস্থির মানব মন) = রাষ্ট্রনায়কদের কাজে মন না মতি হলে চলবেনা।

সন্ধি বিচ্ছেদ করুন:
12.

মৃন্ময়

Created: 9 months ago | Updated: 1 week ago

= মৃৎ + ময়।

সন্ধি বিচ্ছেদ করুন:
13.

তস্বী

Created: 9 months ago | Updated: 1 week ago

তন্বী = তনু + ঈ ।

সন্ধি বিচ্ছেদ করুন:
14.

বৃষ্টি

Created: 9 months ago | Updated: 1 week ago

বৃষ্টি = বৃষ + তি।

সন্ধি বিচ্ছেদ করুন:
15.

নদ্যম্বু 

Created: 9 months ago | Updated: 2 weeks ago

নদ্যম্বু = নদী + অম্বু।

সন্ধি বিচ্ছেদ করুন:
16.

পদ্ধতি

Created: 9 months ago | Updated: 1 month ago

পদ্ধতি = পদ + হতি।

Created: 9 months ago | Updated: 5 days ago

You have given me word.

Created: 9 months ago | Updated: 3 weeks ago

You have given me word.

Reading newspapers is an integral part of our learning.

At moonlit night how beautiful the Tajmahal to look at !

Created: 9 months ago | Updated: 1 week ago

Many a little makes a mickle.

Created: 9 months ago | Updated: 4 weeks ago

                                                                                                            “A moonlit night”

A moonlit night, the full moon shines in its entire glory in the sky, is really charming and enjoyable. It is really a night of dream and it presents a beautiful sight. In the autumn the sky remains cloudless and the moon looks like a big silver disc in the sky. The shiny light of the moon floods the earth and the sky. The moon's rays reflecting on seas, rivers, ponds and hills create a music spell. When the moon pours her light on the waves of water, it sparkles like a diamond. The smooth rays of the moon peace our eyes and mind. In a moonlit night, the grand sights of the canals, rivers, tanks present cannot be described in word. The whole nature looks bright and appears in celestial light. The natural beauty of a moonlit night can better be realized than described. People of all ages enjoy a moonlit night. Young boys play and little kids make funs and amuse themselves. Some people also visit their nearer houses in this night. It seems that the whole nature has taken a new form and everywhere is bright, bright and bright. A moonlit night spreads a feeling of joy in all objects of nature. So, it is really enjoyable for the newly married couple. Poets of all languages have sung highly of a moonlit night. Even, we forget our enmity with others. We make a flock and conversation in different subjects with one another. The moonlit night reminds us the mystery of creation of Allah. We can estimate the moonlit night as offering a charming sight to all living beings. Indeed, a moonlit night is pleasant and fine.

Make sentences with meaning:
23.

A great deal

Created: 9 months ago | Updated: 1 day ago

A great deal (প্রচুর) = Tutul has a great deal of money.

Make sentences with meaning:
24.

Criss –cross

Created: 9 months ago | Updated: 1 day ago

Criss-cross (আড়াআড়ি ভাবে) = Bangladesh is criss-crossed by hundreds of rivers.

Make sentences with meaning:
25.

Fight shy of

Created: 9 months ago | Updated: 2 days ago

Fight shy of (কোন কিছুকে এড়িয়ে চলা): Korimon usually fight shy of going to market.

Make sentences with meaning:
26.

Put a stop to

Created: 9 months ago | Updated: 1 month ago

Put a stop to (ইতি টানা): Please put a stop to this matter.

Make sentences with meaning:
27.

Run short

Created: 9 months ago | Updated: 1 month ago

Run short (টান ধরা/কম পড়া): There is a run short of the meal at the party.

Created: 9 months ago | Updated: 1 month ago

Why are you so angry with?

Created: 9 months ago | Updated: 1 week ago

My mother is at/around 60 years.

Created: 9 months ago | Updated: 3 weeks ago

There is no noise of the boys.

Created: 9 months ago | Updated: 1 month ago

My father stood with me.

Created: 9 months ago | Updated: 3 weeks ago

He is deprive of everything.

Created: 9 months ago | Updated: 20 hours ago

আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = (ভূমি ×উচ্চতা)

৮৪= (ভূমি ×১২)

ভূমি ×৬ = ৮৪

ভূমি = =১৪ গজ।

উত্তর: ১৪ গজ।

Created: 9 months ago | Updated: 9 hours ago

১৯৪৮ সালে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়।

উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড।

ইরাক (৮ জুলাই ১৯৭২)।

Created: 9 months ago | Updated: 1 week ago

শামসুর রাহমান।

মুশফিকুর রহিম।

শ্যামল চৌধুরি।

Created: 9 months ago | Updated: 3 weeks ago

২১ নভেম্বর।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

Created: 9 months ago | Updated: 4 weeks ago

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তম ইউনিয়নে বাংলাদেশ-ভারত সীমান্তে 'বিছানাকান্দি' পর্যটন কেন্দ্রটি অবস্থিত।

Created: 9 months ago | Updated: 1 month ago

মেসোপটিমিয়া।

সংক্ষেপে উত্তর দিন।
46.

কলম্বিয়ার রাজধানীর নাম কি?

Created: 9 months ago | Updated: 1 month ago

বোগোতা।

সংক্ষেপে উত্তর দিন।
47.

লিলি ফুলের দেশ কোনটি?

Created: 9 months ago | Updated: 1 week ago

কানাডাকে ।

সংক্ষেপে উত্তর দিন।
48.

ECNEC এর ইংরেজি পূর্ণরূপ কি?

Created: 9 months ago | Updated: 1 week ago

Executive Committee of the National Economic Council.

Created: 9 months ago | Updated: 2 weeks ago

১৩ই আগষ্ট ১৯৬১ সালে নির্মাণ করা শুরু হয়েছিল।

সংক্ষেপে উত্তর দিন।
50.

কিউবার মুদ্রার নাম কি?

Created: 9 months ago | Updated: 1 week ago

পেসো ।

Related Sub Categories