একই সময়ে বর্তমান
সমসাময়িক
যার অন্য কোন উপায় নেই
অনন্যোপায়
যে নারী মৃত সন্তান প্রসব করে।
মৃতবৎসা
একই গুরুর শিষ্য
সতীর্থ
হাতির ডাক
বৃংহণ বা বৃংহিত ।
নবান্নের এ উৎসবে আমাদের অনেক করনীয় আছে।
নবান্ন উৎসবে আমাদের অনেক করনীয় আছে।
সকল পাখিগুলো এক সঙ্গে উড়ে গেল।
পাখিগুলো একসঙ্গে উড়ে গেল।
মুমুর্ষু রোগীর সেবা মহৎ কর্ম।
মুমূর্ষু রোগীর সেবা মহৎ কাজ।
পরিষ্কার পোষাক পরিধান করে সে পুরস্কার নিতে এলো।
পরিষ্কার পোষাক পরিধান করে সে পুরস্কার নিতে এলো।
এ খামটি কেবলমাত্র অফিসের কাজে ব্যবহার্য।
খামটি কেবল অফিসের কাজে ব্যবহার্য।
‘কবর’ নাটকের রচয়িতা কে?
মুনীর চৌধুরি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত নাটক 'কবর'।
কোন গ্রন্থের জন্য ও কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন?
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ Song Offerings এর জন্য ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান।
বাংলা সাহিত্যে ‘সনেট’ এর প্রবর্তক কে?
মাইকেল মধুসূদন দত্ত ।
‘শতদল’ শব্দের অর্থ কি?
শতদল (বিশেষ্য পদ) - কমল, সরোসিজ, পদ্মফুল। একশত দলের সমাহার।
‘সিংহাসন’ এর ব্যাসবাক্যসহ সমাস লিখুন।
সিংহ চিহ্নিত আসন- সিংহাসন (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।
‘Natural calamities of Bangladesh’
Bangladesh is a land of natural calamities such as flood, cyclone, earthquake, tidal bores, excessive rainfall, drought, river erosion, and earthquake ete. Almost all of these natural calamities visit Bangladesh every year, and we count a heavy loss every year owing to these natural calamitie There are some causes behind these natural calamities. Environmental pollution, climate change global warming, greenhouse effect, deforestation lack of plans etc. are responsible for these natural calamities. The effects of natural calamities are dangerous. They cause a great loss to our life and properties. Many people suffer untold sufferings as they become homeless and helpless. Houses are destroyed, cattle are washed away, crops are greatly damaged and trees are uprooted. The prices of all essentials go up. Famine breaks out. Thousands of people and animals die for want of food. Many dangerous diseases like cholera, typhoid, diarrhoea and dysentery break out in an epidemic form. The educational institutions are closed down for a long time. In a word the whole nation undergoes extreme sufferings and socio-economic pressure. Though we cannot prevent natural disasters as we have no control on nature but we can reduce the damage caused by natural calamities. The government as well as the conscious citizens should come forward to raise public awareness to reduce the losses caused by natural calamities..
Accompanied by
Accompanied by (সংঙ্গে নেওয়া/সাথে করে) = The king went hunting accompanied by 3 men.
Congenial to
Congenial to (উপযোগী): The climate is congenial to health.
Dull at
Dull at (মন্থর): The lazy student is dull at his class work.
Intrude upon
Intrude upon (জোর করে প্রবেশ করা বা লঙ্ঘন করা): The neighbour intrudes upon my privacy.
Wink at
Wink at (চোখ দিয়ে ইশারা করা) : He winked at me.
We have seen ____ Tajmal. (use article)
We have seen the Tajmal.
Rahim is eating rice. ( change the verb to past tense)
Rahim had eaten rice.
Man is mortal. ( make it negative)
Man is not immortal.
As soon as we have reached , the thief ran away. ( use no sooner had)
No sooner had we reached than the thief ran away.
we have elected him leader. ( make it passive)
He has been elected leader by us.
১০% হারে , ১০০ টাকায় ১ বছরের সুদ = ১০ টাকা
১০০ টাকায় ৬ বছরের সুদ = ১০৬= ৬০ টাকা
৫,০০০ টাকায় ৬ বছরের সুদ = টাকা
১০% হারে ৫০০০ টাকার ৬ বছরের সুদ আসলে হবে = ৫০০০+৩০০০= ৮০০০ টাকা
উত্তর : ৮০০০ টাকা।
ধরি, পুত্রের বয়স = ক বছর ও পিতার বয়স = ৪ক বছর
প্রশ্নমতে, ক + ৪ক = ৬০
৫ক = ৬০
ক= ১২
৫ বছর পর পিতার বয়স = ৪ক+৫= ৪ +৫=৫৩ বছর
৫ বছর পর পুত্রের বয়স = ক+৫= ১২+৫= ১৭ বছর
উত্তর: পিতার বয়স ৫৩ বছর এবং পুত্রের বয়স ১৭ বছর।