বস্ত্র ও পাট মন্ত্রণালয় (বস্ত্র অধিদপ্তর) || অফিস সহায়ক (12-05-2019) || 2019

All

সকল বিষয়

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ' রাষ্ট্র প্রতিষ্ঠা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাঁথা গণবীরত্বের ইতিহাস। 

পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ বেয়ে উপমহাদেশের জনগণ পেয়েছিল পাকিস্তান ও ভারত নামক দুটি রাষ্ট্র। এরপর শুরু হয় পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক বাঙালিদের নতুন করে শোষণ ও পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখার ষড়যন্ত্র। পাকিস্তানি হানাদারদের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাঙালি জাতি। বাঙালি জাতিকে মুক্তির মহামন্ত্রে উজ্জ্বীবিত করে ধাপে ধাপে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৪৮-এ বাংলা ভাষার দাবীতে গড়ে ওঠা আন্দোলনের পথ বেয়ে ৫২-এর রাষ্ট্রভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ, ৫৬-এর সংবিধান প্রণয়নের আন্দোলন, ৫৮-এর মার্শাল'ল বিরোধী আন্দোলন, ৬২-এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ৬৬-এর বাঙালির মুক্তির সনদ ৬ দফা আন্দোলন, ৬৮-এর আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯-এর রক্তঝরা গণঅভ্যুত্থান, ৬-দফা ভিত্তিক ৭০-এর ঐতিহাসিক অর্জন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' খ্যাত কালজয়ী ঐতিহাসিক ভাষণ ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বাত্মক অসহযোগ আন্দোলন প্রভূত ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জনের চূড়ান্ত লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে ওঠে বাঙালি জাতি। 

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বরবর পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে হামলার মাধ্যমে বাঙালি জাতির জীবনে যে বিভীষিকাময় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল দীর্ঘ নয় মাসে মরণপণ লড়াইয়ের মাধ্যমে বাংলার দামাল সন্তানেরা এক সাগর রক্তের বিনিময়ে সে যুদ্ধে বিজয় লাভ করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে।

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

অতীত

Created: 3 months ago | Updated: 1 day ago

অতীত = অতি + ইত ।

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

পরীক্ষা

Created: 3 months ago | Updated: 2 days ago

পরীক্ষা = পরি + ঈক্ষা।

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

গায়ক

Created: 3 months ago | Updated: 1 day ago

গায়ক = গৈ + অক ।

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

মনীষা

Created: 3 months ago | Updated: 2 days ago

মনীষা = মনস্ + ঈষা । 

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

মহেশ্বর

Created: 3 months ago | Updated: 20 hours ago

মহেশ্বর = মহা + ঈশ্বর ।

এক কথায় প্রকাশ করুন:
7.

পাখির ডাক

Created: 3 months ago | Updated: 1 day ago

পাখির ডাক = কূজন।

এক কথায় প্রকাশ করুন:
8.

হাজির নেই

Created: 3 months ago | Updated: 16 hours ago

হাজির নেই = গরহাজির। 

এক কথায় প্রকাশ করুন:
9.

যার চক্ষু লজ্জা নেই

Created: 3 months ago | Updated: 1 day ago

যার চক্ষু লজ্জা নেই = চশমখোর।

এক কথায় প্রকাশ করুন:
10.

পরিমিত ব্যয় করেন

Created: 3 months ago | Updated: 1 day ago

পরিমিত ব্যয় করেন = মিতব্যয়ী। 

এক কথায় প্রকাশ করুন:
11.

যার অন্য কোন উপায় নেই।

Created: 3 months ago | Updated: 18 hours ago

যার অন্য কোন উপায় নেই = অনন্যোপায়।

অর্থসহ বাক্য রচনা করুন:
12.

রাবণের চিতা

Created: 3 months ago | Updated: 2 days ago

রাবণের চিতা (চির অশান্তি) = ভাইয়ের মৃত্যুতে রফিকের বুকে রাবণের চিতা জ্বলছে।

অর্থসহ বাক্য রচনা করুন:
13.

বসন্তের কোকিল

Created: 3 months ago | Updated: 1 day ago

বসন্তের কোকিল (সুসময়ের বন্ধু) = বসন্তের কোকিল থেকে দূরে থাকবে।

অর্থসহ বাক্য রচনা করুন:
14.

যমের অরুচি

Created: 3 months ago | Updated: 11 hours ago

যমের অরুচি (দীর্ঘায়ূ ব্যক্তি) = সবাই যমের অরুচি হতে চায়।

অর্থসহ বাক্য রচনা করুন:
15.

শাঁখের করাত

Created: 3 months ago | Updated: 1 day ago

শাখের করাত (উভয় সংকট) = সত্যকথা বললে বাবার ক্ষতি, আবার মিথ্যাকথা বললে মায়ের ক্ষতি, আমার হয়েছে শাখের করাতের অবস্থা।

অর্থসহ বাক্য রচনা করুন:
16.

সাক্ষী গোপাল

Created: 3 months ago | Updated: 2 days ago

সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক) = তোমাদের এই পারিবারিক কলহে আমার সাক্ষী গোপাল হওয়া ছাড়া উপায় নেই।

সূর্য শব্দের ৫টি সমার্থক শব্দ: আদিত্য, তপন, দিবাকর, রবি, সবিতা।

ইংরেজিতে অনুবাদ করুন:
18.

এখন সকাল ১০.১৫ মিনিট বাজে।

Created: 3 months ago | Updated: 1 day ago

এখন সকাল ১০.১৫ মিনিট বাজে। 

= It is 15 minutes past 10 am.

ইংরেজিতে অনুবাদ করুন:
19.

রোগী আরোগ্য লাভ করিয়াছে।

Created: 3 months ago | Updated: 1 day ago

রোগী আরোগ্য লাভ করিয়াছে।  

= The patient has come around.

ইংরেজিতে অনুবাদ করুন:
20.

বইটি আমার প্রয়োজন নেই।

Created: 3 months ago | Updated: 1 day ago

বইটি আমার প্রয়োজন নেই।

= I don't need this book.

Created: 3 months ago | Updated: 2 days ago

আমি আমার সফলতার বিষয়ে নিশ্চিত । 

= 1 am sure of my success.

ইংরেজিতে অনুবাদ করুন:
22.

সে আমাকে ভোট দিল।

Created: 3 months ago | Updated: 2 days ago

সে আমাকে ভোট দিল।

= He cast vote on me.

Created: 3 months ago | Updated: 1 day ago

I bought this shirt ‍a half price.

Created: 3 months ago | Updated: 1 day ago

This is dress which is blue silk.

Created: 3 months ago | Updated: 1 day ago

This post is run by the government.

Created: 3 months ago | Updated: 1 day ago

I bought a horse and an ox.

Created: 3 months ago | Updated: 2 days ago

I have a black and a white dog.

Created: 3 months ago | Updated: 2 days ago

                                                                                                                                     “My Parents”

My name is Md. Faidh Islam. I have come to a noble and pious family. The persons whom I can proud of are my parents. They have given birth to me. My father is 30 years old and my mother is 25 years old. They are highly educated. My father's name is Md. Shafiqul Islam and my mother is a mother is also a higher educated female. The activities and thoughts of my parents are that I become well educated and a good citizen of the country. I am just a fruit of their desire and care. They bring me up with great care and affection. They are my best teachers, friends, and guide. They teach me everything about our islamic history. They are my heart and soul. They always want that their dream with me come true. I am really fortunate that I have come from such parents.

উৎপাদকে বিশ্লেষণ করুন:
29.

x4-6x2+1

Created: 3 months ago | Updated: 7 hours ago

দেয়া আছে, x4-6x2+1

=(x2)2-2×x2×1+12-4x2 =(x2-1)-(2x)2 =(x2-1+2x)(x2-1-2x) =x2+2x-1)(x2-2x-1)

উৎপাদকে বিশ্লেষণ করুন:
30.

p2-14

Created: 3 months ago | Updated: 13 hours ago

দেওয়া আছে, p2-14

=(p)2-(14)2  =(p+14)(p-14)

মনে করি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার

প্রথম প্রশ্নমতে, xy=4800……..(i)

দ্বিতীয় প্রশ্নমতে, (x-20)=y……..(ii)

y এর মান (i) সমীকরণে বসাই

xy=4800

=x(x-20)=4800

=x2-20x-4800=0 =x2-80x+60x-48001=0 =x(x-80)+60(x-80)=0 =(x-80)(x+60)=0 x-80=0 =x=80 x+60=0 =x=-60

 {গ্রহণযোগ্য নয়-60}

অতএব, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ, y=x-20=80-20=60 মিটার।

Related Sub Categories