তমসাচ্ছন্ন শব্দের অর্থ হলো : অন্ধকারের মধ্যে / অন্ধকারে ঢাকা/ অন্ধকারের গুহা/ অন্ধকারের মতো।
ভজন কি?
দেব মন্দিরের সামনের ঘর যেখানে নাচ গান করা হয় তাকে বলা হয়: ক) নাটমন্দির খ) দেবমন্ডপ গ) নাট্যমন্দির ঘ) চন্ডীমন্ডপ
‘খোকাকে তুমি কাঁদাইওনা’ বাক্যটিতে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
কোনটি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ?
সন্ধি বিচ্ছেদ করুন: বৈদেশিক; প্রত্যেক
প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন এবং প্রত্যয়ের নাম লিখুন: প্রসূতি।
ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন: বিশ্রী, অনাসক্ত
ইংরেজি পরিভাষা লিখুন: ধ্বনিবিদ্যা, মৈত্রীজোট
চোখের দ্বারা
কাচের তৈরী ঘর।
Write down pronoun and name of pronoun in the sentence of : Two brothers help each other.
Write down adjective of the words : Power, endure.
Write down the structure of present perfect continuous tense.
Write down past form of : Wave, Spit
What is the right form of verb: No sooner has I ( to go) than he (to leave)
To the pure all things are pure.
The pen is mightier than the sword.
Write down one synonym and antonym of : Frivolous.
Correct the sentence of : This pen is better than her.
What is the meaning of : Glance at, Glance over.
Fill in the blank with appropriate words: I wanted to talk _____you ____his mother.
Change the voice into Active: Let the game is finished.
Change the narration of: The teacher said, to Kamal, “Why are you talking in the class? You should behave yourself”?
What are the comparative and superlative degree of : Fore
Substitute into single word: One living at the same with another.
আমাদের প্রধান শিক্ষক অন্প কথা বলেন।
তার কম্প দিয়ে জ্বর এসেছে।
এক বিলিয়ন সংখ্যায় প্রকাশ করতে ১ এর পর কতটি শূণ্য লাগবে?
4 টাকার 5/4 এবং 4/5 অংশের পার্থক্য টাকায় প্রকাশ করুন।
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ২. লব ও হরের উভয় থেকে ৫ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে ¼ যোগ করলে 1 হয়। ভগ্নাংশটি কত?
এক গ্যালন ক পাইন্ট? এবং ১ বর্গমাইল সমান কত একর?
সুদের হার ৭% থেকে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?
চিনির দাম ২০% কমে গেলে ইহার ব্যবহার ২০% বৃদ্ধি পায়। এতে বাস্তব ব্যয় শতকরা বাড়ল বা কমলো?
গমের মূল্য ১৫% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। ১ কেজি গমের বর্তমান মূল্য কত?
ঘণ্টায় ৫ কিমি চললে কোন স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কিমি বেগে তার চেয়ে ৩০ মিনিট সময় কম লাগে। স্থানটির দূরত্ব কত?
A ও B সমবেগে নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে * এবং ( *) মিনিট । A ও B এর গতিবেগ অনুপাত কত?
13+132+133+........ অন্তর ধারার মান কত?
উতপাদকে বিশ্লেষণ করুনঃ 4x4-25x2+36
x=3+2 হলে x2+1x2 এরমান নির্ণয় করুন।
একটি বৃত্তের ব্যাস ৪ গুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুন বৃদ্ধি পাবে।
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে বহুভুজটির অন্তঃকোণের সমষ্টি কত?
একটি কুকুর ১টি শিয়ালের ৫০০ মিাটার পিছন থেকে তাড়া করলো। ১ কিমি যেতে শিয়ালের ১০ মিনিট এবং কুকুরের ৬ মিনিট সময় লাগলে কতক্ষণ পর কুকুর শিয়ালটিকে ধরতে পারবে?
রবিনমন ক্রশো – ইংল্যান্ড /স্পেন/ফ্রান্সের অধিবাসী ছিলেন।
গোলাপী বিপ্লব কোথায় এবং কত সালে হয়েছিল।
উরুগুলেয় এবং ইসরাইলের প্রধান সমুদ্র বন্দরের নাম কি কি?
FIFA কোন তারিখে কোন সনে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়?
আধুনিক তুরস্ক , সিরিয়া, ইরান, ও ইরাক রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ?
মানি লন্ডারিং প্রিভেশন আইন কি?
দালাইলামার আসল নাম কি?
মুসলিম শাসনামলে ‘ খাজনা’ শব্দের অন্য কোন শব্দ ব্যবহৃত হত?
সম্প্রতি জাতিসংঘ ইকুয়েটর পুরস্কৃত করেছে? ক) বঙ্গবন্দু সাফারী পার্ক খ) সুন্দরবন গ) চুনতি অভয়ারণ্য ঘ) কক্সবাজার সমুদ্র সৈকত
পৃথিবীর সর্ববৃহৎ নদীর নাম কি? এর উৎপত্তিস্থল ও পতিতস্থল কোথায়?
কোনটি প্লাটিহেলমেনথিস প্রাণী?
ক) যকৃতকৃমি
খ) গোল কৃমি
গ) কেঁচো
ঘ) জোঁক
জীবের বংশগতির বৈশিষ্ট্রের বাহক হলো: গলজিবস্তু/ক্রোমোজোম/সেন্ট্রোজোম
জীবের কোষ বিভাজনের নাম গুলো লিখুন।
দুটি যৌগিক ফলের উদাহরণ দিন?
মৌলিক পদার্থের ধর্ম মূলত নির্ভর করে:
ক) ভর সংখ্যা
খ) পারমাণবিক সংখ্যা এর উপর
গ) ইলেকট্রন সংখ্যা এর উপর
ঘ) ইলেকট্রন বিন্যাস এর উপর
ভর কাকে বলে এবং ওজন কাকে বলে?
ধাতুর এবং ধাতুর পৃথক করুন: ফসফরাস, কার্বন, সালফার, লেড
রেটিনা কাকে বলে?
অক্সালিড এসিড কোনটিতে বিদ্যমান ক) তেঁতুল খ) টমেটো গ) আপেল ঘ) আমলকি
টমেটোতে অক্সালিক অ্যাসিড থাকে।
অক্সালিক অ্যাসিডের অন্যতম প্রাকৃতিক উৎস টমেটো।
এসিড ও ক্ষারের মূল পার্থক্য কি?