Because pesticides are toxic, they are also potentially hazardous to humans, animals, other 01 organisms and the environment. Therefore, people who use pesticides or regularly come in contact with them must understand the relative toxicity, potential health effects, and preventative measures to reduce exposure to the products they use. The symptoms of pesticide poisoning can range from a mild skin irritation to coma or even death. Different classes or families of chemicals cause different types of symptoms. Individuals also vary in their sensitivity to different levels of these chemicals. Some people may show no reaction to an exposure that may cause severe illness in others.
= যেহেতু কীটনাশক বিষাক্ত তাই এগুলো মানবদেহ, প্রাণী, অন্যান্য অণুজীবসহ সর্বোপরি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কাজেই যারা এই কীটনাশক ব্যবহার করেন বা নিয়মিত এর সংস্পর্শে থাকেন তাদের আপেক্ষিক বিষাক্ততা ও সম্ভাব্য স্বাস্থ্যহানী সম্পর্কে ধারণা থাকা উচিত এবং তারা যে ধরনের দ্রব্য ব্যবহার করেন তার ক্ষতিকর প্রভাবের প্রতিরোধ সম্পর্কে ধারণা থাকা উচিত। কীটনাশক বিষক্রিয়ার উপসর্গগুলো মৃদু শরীর চুলকানি থেকে শুরু করে কমা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ভিন্ন ভিন্ন রাসায়নিক পদার্থ ভিন্ন ভিন্ন রোগের উপসর্গের সৃষ্টি করে। ব্যক্তি বিশেষের উপর এই রাসায়নিক পদার্থের প্রভাব ভিন্ন ভিন্ন হতে পারে। যে বিষক্রিয়া একজনের উপর কোনো প্রভাবই ফেলে না তা অন্যের মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে।
আম বেশ মজার একটি ফল। এখন বাজারে প্রচুর পরিমাণে এটা পাওয়া যাচ্ছে। অনেকে আছেন যারা আম খুব পছন্দ করলেও এর উপকারী দিকগুলো জানেন না। আমের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোলনসহ প্রোস্টেট ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে এনজাইমও থাকে। ত্বকের যত্নেও অনেক উপকারী এই ফলটি।
= Mango is a tasty fruit. Now mango abounds in market. Though many people like mango but do not know about the advantageous side of it. Mango has antioxidants which fights against colon and prostrate cancer. It also contains huge amount enzyme. It is also beneficial for the skin care.
ধরি, তিনি উইকেট পেয়েছিলেন x টি। ∴ মোট রান দিয়েছিলেন
প্রশ্নমতে,
বা,
বা,
বা,
= ১০০.১ বা ১০০টি
বর্তমানে নির্মিত পদ্মা সেতুর সম্পূর্ণ দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার
ডেনমার্কের মুদ্রার নাম কি?
ডেনমার্কের মুদ্রার নাম ক্রোন।
সার্ভারের সঙ্গে নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলোকে ওয়ার্ক স্টেশন বলা হয়
ক্রিকেট খেলায় নো-বলেও কোন আউট হতে পারে?
ক্রিকেট খেলায় নো-বলেও একজন ব্যাটসম্যান স্ট্যাপিং এবং রান আউট হতে পারে।
‘সাসেমি' কোন দেশের খাবার?
‘সাসেমি' আফ্রিকা দেশের খাবার।
আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় কাকে?
আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় পি ফুয়ান ইউকে।
‘Header and Footer', 'Zoom', 'Toolbar' "View" মেনুতে পাওয়া যায়।