বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর ৮০% ছাত্রছাত্রী ইংরেজীতে পাশ করে, ৮৫% ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং ৭৫% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ করে। যদি মোট ৫০ জন উভয় বিষয়ে ফেল করে থাকে, তা হলে ঐ শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত?
a = 3+2 হয়, তবে প্রমাণ কর যে, a31a3=183
4x2+ax2,6x3-a2x এবং 143x3-a3 এর ল.সা.গু. নির্ণয় করুন।
৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ সমাধান করতে পারবে?
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ২। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?