পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৮: ৩। পিতার বর্তমান বয়স ৪০ বছর হলে ৫ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিলো?
একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৪৮১ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
যদি x+1x=3 হয় তবে x3+1x3 এর মান কত?
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত?
যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক কত দিনে কাজটি করতে পারবে?
একটি গণিত বইয়ের মূল্য ১২ টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়?
শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো। সেগুলোর 12অংশ তার বোনকে 13 অংশ তার ভাইকে দিলো। তার কাছে আর ১টি কলম রইলো। সে মোট কয়টি কলম কিনেছিলো?
২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার বিস্তৃত একটি বাগানের চারদিকে ২ মিটার বিস্তৃত একটি পথ আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা করে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা লাগবে?
একটি কম্পিউটার ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। কম্পিউটারটির ক্রয়মূল্য কত?
(2x + 3y) এর বর্গ নির্ণয় কর।
A = 4, B = 9, C = 16 হলে (A + H) এর মান কত?
আগামীকাল কবিতার পরীক্ষা। পরের সপ্তাহে এই দিনে তার জন্মদিন। আজ বুধবার হলে জন্মদিনের পরের দিন কী বার হবে?
১,১, ২, ৩,৫,৮ . . . . . . . . ধারাটির পরবর্তী সংখ্যা কত?
নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
একটি দেয়াল ঘড়িতে যখন ৯টা বাজে তখন ঘন্টার কাটা যদি পশ্চিম দিকে থাকে, তবে মিনিটের কাটা কোন দিকে থাকবে?
একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য ৪ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।
16x2 + kx + 2 রাশিটি পূর্ণবর্গ হতে হলে k এর মান কত হবে?
দু'টি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩: ২ হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
সাইকেলের চাকার পাশাপাশি দুটি শলার মধ্যে ১৫° কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে?
২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?