পিতা ও পুত্রের বয়সের গড় মাতা ও ঐ পুত্রের বয়সের গড় অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৫৮ বছর হলে মাতার বয়স কত?
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ১১০২.৫০ টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
a+b = 17 এবং ab = 60, a-b = কত?
একটি নিয়োগ পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়। সে ৮০ টি প্রশ্নের উত্তর দিয়ে ৭০ নম্বর পেল। সে কতটি সঠিক উত্তর দিয়েছিল?
একটি লঞ্চে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রীসংখ্যার চারগুণ অপেক্ষা 2 জন বেশী। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে মোট যাত্রীসংখ্যা কত?
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সে.মি. ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সে.মি.। ঐ বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করুন:
সমাধান করুন: x-aa2-b2=x-bb2-a2
উৎপাদকে বিশ্লেষণ করুন: a2-1+2b -b2
একজন বেতনে চাকরি করেন। প্রতিবছর শেষে একটি নির্দিষ্ট বেতন পান। তার মাসিক বেতন 4 বছর পর 4500 টাকা ও 8 বছর পর 5000 টাকা হয়। তার চাকরি শুরুর বেতন ও বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করুন।
A businessman agrees to pay a debt of Tk. 20,000 with 10% compound interest. After how many years he will pay total amount of Tk. 51,874.85.
Who like both the drinks?
Who like coffee but not tea assuming 100% workers like either tea or coffee?
In a class, if 4 students sit in each bench, 3 benches remain empty. But if 3 students sit in each bench, 6 students do not get any seat. Find the total number of students.
The ratio of prices of two houses was 16:23. Two years later when the prices of the first had risen by 10% and that of second by Tk. 477, the ratio of their prices become 11:20. Find the original prices of the two houses.
Twenty years ago, the father's age was 4 times the age of his son, 4 years hence the father's age 2 times the age of his son. Find the present age of the father and the son.
Three persons buy cold drinks of different bands A, B, C. The first person buys 12 bottles of A, 5 bottles of B, 3 bottles of C. The second person buys 4 botties of A, 6 bottles of B and 10 bottles of C. The third person buys 6 bottles of A, 7 bottles of B and 9 bottles of C. If each bottle of brand A costs tk. 4, each bottle of B costs tk. 5 and each bottle of C costs 6, then find the total sum of money spent individually by three persons for the purchase of cold drinks.
যদি x = 2 +223+213হয় তবে, x3+ 6x2+ 6x এর মান কত?
একজন লোক তার ২ সন্তানের মধ্যে ছেলেকে সম্পত্তির ৫/১১ অংশ এবং মেয়েকে অবশিষ্ট সম্পত্তির ৫/১১ অংশ দিলেন। বাকী সম্পত্তি তার স্ত্রীকে দিলেন। স্ত্রী ৩৬০০ টাকার মূল্যের সম্পত্তি পেলে সন্তানেরা কত টাকা মূল্যের সম্পত্তি পাবে?
একটি গুদামে কিছু পণ্যের নির্দিষ্ট সংখ্যক প্যাকেট রয়েছে। এগুলোর সাথে ৫০ কেজি ওজনের একটি প্যাকেট যোগ করলে গড় ওজন ১ কেজি বেড়ে যায়। ৫০ কেজি ওজনের আরো একটি প্যাকেট যোগ করলে গড় ওজন আরো ১.৫ কেজি বেড়ে যায়। প্যাকেটগুলোর প্রকৃত গড় ওজন কত?
উৎপাদকে বিশ্লেষণ করুন: x2 + 2xy - 2y - 1