দুটি সংখ্যার অনুপাত ১০ : ৯। উভয়ের সাথে ৩ যোগ করলে অনুপাতটি হয় ১১ : ১০। সংখ্যা দুইটি কি কি?
৪৫÷৫ এর ৩+২×৭ = কত?
৮৩৬÷০ = কত?
০.০৮ × ০.০০৩ ×০.০০১ = কত?
২ ডেকাগ্রাম = কত ডেসিগ্রাম?
১ মেট্রিকটন চাল ৬৪ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কি পরিমান চাল পাবে?
সরল করুনঃ a3+a6+3a8
একজন দোকানদার ৫০ কেজির ১ বস্তা চাল ১৬০০ টাকায় কিনলেন। চালের দাম কমে যাওয়ায় ১৫০০ টাকায় বিক্রয় করেন। তার কত ক্ষতি হলো?
একটি নল যারা একটি ড্রাম ৩২ মিনিটে পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা ড্রামটি ১৬ মিনিটে খালি হয়। যদি ড্রামটি অর্ধেক পূর্ণ থাকে তাহলে দুটি নল এক সাথে খুলে দিলে ড্রামটি কত মিনিটে খালি হবে?
একটি ত্রিভুজাকৃতি পার্কের ৩ দিকের দৈর্ঘ্য যথাক্রমে ১৮ মিটার, ২৪ মিটার ও ৩০ মিটার। প্রতি বর্গমিটার ১.২৫ টাকা হিসেবে ঐ পার্কে ঘাস লাগাতে কত খরচ হবে?
যদি a2- 3a +1 = 0 হয়, তবে a3+1a3= কত?
207 × 193
x2+x+1
একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে ১০ মিটার দূরে মাটি স্পর্শ করে। খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ অপেক্ষা এক বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টির আটগুণের সমান। সংখ্যাটি কত?
কোন আসল সরল সুদে ৩ বছরে ৪৬০ টাকা এবং ৫ বছরে ৬০০ টাকা হলে সুদের হার কত?
ক ও খ একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। খ ও গ ঐ কাজ ১৬ দিনে শেষ করতে পারে। ক একাকী ৫ দিনে এবং খ একাকী ৭ দিন কাজ করার পর গ ১৩ দিনে বাকি কাজ শেষ করতে পারে। গ কত দিনে ঐ কাজ একাকী শেষ করতে পারবে?
a2-26a +1 =0 হলে দেখান যে, a10+1a5=9226
উৎপাদকে বিশ্লেষণ করুন: a-1x2+a2xy+a+1y2
রাকিব সাহেব তাঁর ৪৪০০০ টাকার কিছু টাকা বার্ষিক ১১% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক ৮% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি মোট ৫৫০০ টাকা মুনাফা পেলেন। তিনি ১১% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন?