একটি নল যারা একটি ড্রাম ৩২ মিনিটে পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা ড্রামটি ১৬ মিনিটে খালি হয়। যদি ড্রামটি অর্ধেক পূর্ণ থাকে তাহলে দুটি নল এক সাথে খুলে দিলে ড্রামটি কত মিনিটে খালি হবে?
৪৫ মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোন উৎপন্ন করলে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত হবে?
সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে। তার মূলধন কত?
গড় নির্ণয় করুন: ৯,০,৭,৮
x = 3+2 হলে x2+1x2 এর মান নির্ণয় করুন।
১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪১। ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২: ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?