৪৫ মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোন উৎপন্ন করলে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত হবে?
একটি নল যারা একটি ড্রাম ৩২ মিনিটে পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা ড্রামটি ১৬ মিনিটে খালি হয়। যদি ড্রামটি অর্ধেক পূর্ণ থাকে তাহলে দুটি নল এক সাথে খুলে দিলে ড্রামটি কত মিনিটে খালি হবে?
বিয়োগ করুন। ১০০০০-৯৯৯৯=?
একজন দোকানদার প্রতি হালি ডিম ২৫ টাকা পরে জয় করে প্রতি হালি ৫৬ টাকা করে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
একটি ত্রিভুজাকৃতি পার্কের ৩ দিকের দৈর্ঘ্য যথাক্রমে ১৮ মিটার, ২৪ মিটার ও ৩০ মিটার। প্রতি বর্গমিটার ১.২৫ টাকা হিসেবে ঐ পার্কে ঘাস লাগাতে কত খরচ হবে?
কথায় লিখুন: ২৩৫৭০