একটি ত্রিভুজাকৃতি পার্কের ৩ দিকের দৈর্ঘ্য যথাক্রমে ১৮ মিটার, ২৪ মিটার ও ৩০ মিটার। প্রতি বর্গমিটার ১.২৫ টাকা হিসেবে ঐ পার্কে ঘাস লাগাতে কত খরচ হবে?
৪ টাকায় ৫ টা মার্বেল ক্রয় করে ৫ টাকায় ৪ টি মার্বেল বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
একটি কাজ ১০ জন লোক ২০ দিনে করতে পারে। ২০ জন লোকের কাজটি করতে কত দিন সময় লাগবে?
চতুর্ভূজের ৪ কোণের সমষ্টি কত ডিগ্রি?
উৎপাদকে বিশ্লেষণ করুন: 4x4-25x2+36
৪৫ মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোন উৎপন্ন করলে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত হবে?