উৎপাদকে বিশ্লেষণ করুন: 216a3-681a2-479a+264
০.০৭ × ০.০৯ × ০.০০৪ = কত?
৩২ ÷ ৮ এর ৪ ÷১০ × ২ = কত?
০ ÷৮২৩৩ = কত?
tan45° = কত?
১ হেক্টোলিটার = কত ডেসিলিটার?
একটি রেলগাড়ি ঘণ্টায় ৮০ কি.মি. বেগে চলে। একটি লোক ৩ মিনিটে ১ কিলোমিটার দৌড়ালে লোকটির গতিবেগ রেলগাড়ীর গতিবেগের শতকরা কত হবে? যদি লোক ও রেলগাড়ী উভয়ই তাদের গতিবেগ ৫% কমায় তবে বর্তমানে লোকটির গতিবেগ, রেলগাড়ীর নতুন গতিবেগের শতকরা হিসেবে প্রকাশ করুন।
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৪ মিটার এবং প্রস্থ ১০ মিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ ৬% করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে?
X2 + x - (a + 1)(a + 2)
a3 -1/a3 +4
৮বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৮ গুণ ছিল। ১০ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত?
যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক কত দিনে করতে পারবে?
একটি দ্রব্য ২৫৭৬ টাকায় বিক্রয় কররে বিক্রেতার ১২% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা কম হলে তার শতকরা কত লাভ হবে?
উৎপাদকে বিশ্লেষণ করুন: a4 + a2b2 + b4
৫, ৯, ক এবং খ এর গড় ১৪ হলে, (ক+৭) এবং (খ- ৩) এর গড় কত?
যদি (ক+ক) = (খ+খ+খ) এবং (ক+খ) = ৫ হয়, তাহলে (ক২ + খ২) এর মান কত?
log3 81 = কত?
১.২৪২ মাইল = কত কি.মি.?
৭০ ÷ ৩৫ এর ২+৭ = কত?
একটি কাজ ক ২০ দিনে, খ৩০ দিনে এবং গ ৬০ দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি চতুর্থ দিনে গ, ক-কে সাহায্য করলে ঐ কাজটি কত দিনে সম্পন্ন হবে?