বিকাল ৪:০০ টার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাটা কত ডিগ্রি কোণে অবস্থান করে?
2 × 4 = 10, 3 × 5 = 18 , 4 × 6 = 28 হলে 6 × 8 = কত?
চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে?
2, 3, 5, 8, 12, 17,_ সিরিজটির পরবর্তী সংখ্যা কত?
কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৪৮৪ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫৪০ টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় কর।
একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য ৪ মিটার কমালে ও প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
a + 1a=6 হলে, a3+1a3 এর মান কত?
একজন দোকানদার ১২% লাভে একটি জিনিস ৫৬ টাকায় বিক্রয় করেন, জিনিসটির ক্রয়মূল্য কত?
দুইটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?
x2a+1= 1 হলে, হলে, এ এর মান কত?
x -1x = 5 হলে x2+1x2= কত?
x-1x=5 হলে x+1x2এর মান নির্নয় কর।
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো, ছাগলটির ক্রয়মূল্য নির্ণয় কর।
বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?
3x2-x-14
x3+6x2y+11xy2+6y3
একজন বিক্রেতা তার পণ্যের এমন একটি দাম বললেন যাতে পণ্যটিতে ২০% ছাড় দিলেও ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হয়। যদি পণ্যটির ক্রয়মূল্য ৫০ টাকা হয়, তাহলে বিক্রেতা কত দাম বলেছিল।
২টি ব্যাংকে সঞ্চয়ী হিসাবের জমার উপর যথাক্রমে ৬% এবং ৭% হারে সুদ প্রদান করে। জনাব মারুফ ৪০০০ টাকা জমা রাখেন এবং ০১ বছরে ২৫০ টাকা সুদ প্রাপ্ত হন। ৭% সুদ হারে তিনি কত টাকা জমা রেখেছিলেন?
একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ৪ প্রস্থ = ৩৪২। এক ব্যক্তি পার্কের রাস্তা ধরে যদি ১২কি.মি/ঘন্টা বেগে সাইকেল চালান এবং ৮ মিনিটে ঘুরে আসেন তবে পার্কের ক্ষেত্রফল কত?
উৎপাদকে বিশ্লেষণ করুন: (336x3 + 370x2 - 457x- 504)