ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, বৃহত্তম নিম্নসীমা ও সীমিত সেট কী?
প্রমাণ করুন যে, a+b |≤|a|+| b | যখন a, b ∈ IR.
নিম্নের অসমতাটি পরমমান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন: 2≤1x-1
যদি a, b, c > 0 হয় এবং সবগুলো সমান না হয় তবে দেখান যে, b4+c4b+c+c4+a4 c+a+a4+b4a+b> 3abc.
নিম্নের ধারাটির অসীম পর্যন্ত সমষ্টি নির্ণয় করুন:
1+43+732+1033+ . . . . . . . .
দেখান যে, ax2 + 2xy + by2+2gx + 2fy+ c = 0 সমীকরণটি দুইটি সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে যদি a: h=h: b=g: f হয়, অথবা bg2 = af2 হয়। আরও দেখান যে, ঐ সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 g2-aca(a + b) বা 2f2-bcb(a+b)
A=10-1345-15-7 এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করুন।
l1,m1,n1 ও l2,m2,n2 দিক কোসাইনবিশিষ্ট সরলরেখাদ্বয়ের সমান্তরাল ও লম্ব হওয়ার শর্ত নির্ণয় করুন।
গ বিভাগ
ঘ বিভাগ
∫(x) এর লেখচিত্র অঙ্কন করুন।
∫(x) এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করুন।
limx→0 ∫x এর মান কী বিদ্যমান?
মান নির্ণয় করুন: i ∫dx1 + tan x ii ∫0π dx2+cos x
y2 = 4ax এবং x2 = 4ay বক্ররেখা দুইটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন।
প্রকৃত অন্তরক সমীকরণ কী?
(x3 + 3xy2) dx + (x3 + 3x2y)dy = 0 অন্তরক সমীকরণটি সমাধান করুন।
সমাধান করুন: (x+y) dy+(xy) dx = 0.
দেখান যে, 0 ≤ x ≤ n ব্যবধিতে ∫(x) = xπ-x=π26-∑n=1∞Cos2nπn2
ল্যাপ্লাস রূপান্তর পদ্ধতিতে সমাধান করুন:
y" + 2y + y = 4 sin t
যখন y(0) = -2, y'(0) = 1.
একজন ডিম বিক্রেতা প্রতিটি ৮ টাকা ধরে ১২০০ ডিম ক্রয় করার পরে এক-তৃতীয়াংশ ডিম পঁচে গেল। অবশিষ্ট প্রতিটি ডিম কী দরে বিক্রি করলে বিক্রেতার কোন লাভ বা ক্ষতি হবে না?