শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে।
A certain violet paint contains 30 percent blue pigment and 70 percent red pigment by weight. A certain green paint contains 50 percent blue pigment and 50 percent yellow pigment. When these two paints are mixed to produce a brown paint, the brown paint contains 40 percent true pigment. If the brown paint weighs 10 grams. then how many grams of this is red pigment?/ একটি নির্দিষ্ট বেগুনি রঙে ওজনের দিক থেকে ৩০ শতাংশ নীল রঞ্জক এবং ৭০ শতাংশ লাল রঞ্জক থাকে। একটি নির্দিষ্ট সবুজ রঙে ৫০ শতাংশ নীল রঞ্জক এবং ৫০ শতাংশ হলুদ রঞ্জক থাকে। যখন এই দুটি রঙ মিশিয়ে একটি বাদামী রঙ তৈরি করা হয়, তখন বাদামী রঙে ৪০ শতাংশ সত্য রঞ্জক থাকে। যদি বাদামী রঙের ওজন ১০ গ্রাম হয়, তবে এর মধ্যে কত গ্রাম লাল রঞ্জক আছে?
Sazid is planning a tour, and he has $360 for his expenses. If he extends his tour by 4 days, he must cut down his daily expenses by $3. What is the length of Sazid's tour in days?/ সাজিদ একটি ভ্রমণের পরিকল্পনা করছেন, এবং তার খরচের জন্য ৩৬০ ডলার রয়েছে। যদি তিনি তার ভ্রমণ ৪ দিন বাড়ান, তাহলে তাকে দৈনিক খরচ ৩ ডলার কমাতে হবে। সাজিদের ভ্রমণের দৈর্ঘ্য কত দিন?
a=4, b = 6 এবং c = 3 হলে 8a2b2-16ab2c + 16b2c2 এর মান কত?
টাকায় এক ডজন কলা বিক্রি করায় ২০% ক্ষতি হয়। ৬০% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে?
৫টি লেবুর ক্রয়মূল্য ৪টি লেবুর বিক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
By selling an article for BDT 240, a man incurs a loss of 20%. At what price (in BDT) should he sell it, so that he makes a profit of 16%.
A rectangular field is to be fenced on three sides leaving a side of 20 feet uncovered. If the area of the field is 680 square feet, how many feet of fencing is required?
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১৪ : ৩। পিতার বয়স ৫৬ হলে পুত্রের বয়স কত?
একজন ব্যক্তি তিন কাঠা জমি ক্রয় করেছেন। উক্ত জমিতে তিনি কত বর্গফিটের বাড়ি নির্মাণ করতে পারবেন?
৫টি পরীক্ষার গড় নম্বর ৭০, একটিতে ৮০ পেলে নতুন গড় কত হবে?
5x + 3 = 18 সমীকরণের জন্য x এর মান নির্ণয় করুন।
একটি ঘরের দৈর্ঘ্য ১২ মিটার, প্রস্থ ১০ মিটার এবং উচ্চতা ৮ মিটার হলে ঘরের আয়তন নির্ণয় করুন।
কোন পরীক্ষায় ৩৫% ছাত্র এক বিষয়ে, ৪২% ছাত্র অন্য বিষয়ে এবং ১৫% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। যদি মোট পরীক্ষার্থী ২৫০০ জন হয়, কতজন ছাত্র শুধুমাত্র একটি বিষয়ে পাশ করেছে?
স্রোতের বিপরীতে একটি নৌকা ৫২ মিনিটে ১৩ কি.মি. যেতে পারে। স্রোতের বেগ ৪ কি.মি./ঘণ্টা। স্থির পানিতে নৌকার বেগ কত?
পিয়ালের কাছে যে টাকা আছে তা দিয়ে সে ১৮টি ডাকটিকিট ক্রয় করতে পারে। যদি প্রতিটি ডাকটিকিটের মূল্য ৪ টাকা কম হতো তাহলে সে আরো দুটি ডাকটিকিট বেশি ক্রয় করতে পারতো। তার কাছে কত টাকা আছে?
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অংকিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
১০ টাকার ১২টি দরে কোন জিনিস ক্রয় করে ১০ টাকায় ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?
x+1x=3 হলে প্রমান করুন যে, x31x3=18