একজন বিক্রেতা তার পণ্যের এমন একটি দাম বললেন যাতে পণ্যটিতে ২০% ছাড় দিলেও ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হয়। যদি পণ্যটির ক্রয়মূল্য ৫০ টাকা হয়, তাহলে বিক্রেতা কত দাম বলেছিল।
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি কত?
২.২৫ মিটার আকারের বর্গাকার ফুটিং এর গভীরতা ২.৫ মিটার হলে প্রতি একক ক্ষেত্রফলে গ্রহণযোগ্য ভারবহন ক্ষমতা নির্ণয় করুন। মাটির কোহেশন ১৫,০০০ কেজি/বর্গমিটার, একক ওজন ১৭,০০০ কেজি/ঘনমিটার, নিরাপদ সহগ ৩ এবং Nc = ২৫.৩ , Nq =১২.৮ N = ৯.৭
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৬ মিটার ও ৯ মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করুন।
একটি রেলগাড়ীর দৈর্ঘ্য ৩৬০ মিটার। ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে চললে রেলটি কত সময়ে ১৬০ মিটার দৈর্ঘ্যের একটি টানেল অতিক্রম করবে ?