একটি রেলগাড়ীর দৈর্ঘ্য ৩৬০ মিটার। ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে চললে রেলটি কত সময়ে ১৬০ মিটার দৈর্ঘ্যের একটি টানেল অতিক্রম করবে ?
একজন বিক্রেতা তার পণ্যের এমন একটি দাম বললেন যাতে পণ্যটিতে ২০% ছাড় দিলেও ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হয়। যদি পণ্যটির ক্রয়মূল্য ৫০ টাকা হয়, তাহলে বিক্রেতা কত দাম বলেছিল।
শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকা ১২ বছরে সুদে-আসলে ১৩৩২ টাকা হবে।
বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। যে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৬ মিটার ১২ মিটার ও ৪ মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে?
২টি ব্যাংকে সঞ্চয়ী হিসাবের জমার উপর যথাক্রমে ৬% এবং ৭% হারে সুদ প্রদান করে। জনাব মারুফ ৪০০০ টাকা জমা রাখেন এবং ০১ বছরে ২৫০ টাকা সুদ প্রাপ্ত হন। ৭% সুদ হারে তিনি কত টাকা জমা রেখেছিলেন?
একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ৪ প্রস্থ = ৩৪২। এক ব্যক্তি পার্কের রাস্তা ধরে যদি ১২কি.মি/ঘন্টা বেগে সাইকেল চালান এবং ৮ মিনিটে ঘুরে আসেন তবে পার্কের ক্ষেত্রফল কত?