একটি নিয়োগ পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়। সে ৮০ টি প্রশ্নের উত্তর দিয়ে ৭০ নম্বর পেল। সে কতটি সঠিক উত্তর দিয়েছিল?
৬% হারে সুদে কোন টাকা ৫ বছরে সুদে-আসলে ১৩০০ টাকা হলে, কয় বছরে ঐ টাকা সুদে-আসলে ১৩৯০ টাকা হবে?
x+1x=4 হলে, x4+1x4 এর মান কত ?
এক বিক্রেতা ১০টি কমলা যে দামে কিনে ৮টি কমলা সেই দামে বিক্রি করে। তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
১০ টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪ টি সংখ্যার গড় ৫২ এবং শেষ ৫ টি সংখ্যার গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?