৬% হারে সুদে কোন টাকা ৫ বছরে সুদে-আসলে ১৩০০ টাকা হলে, কয় বছরে ঐ টাকা সুদে-আসলে ১৩৯০ টাকা হবে?
একটি নিয়োগ পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.২৫ নম্বর পায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যায়। সে ৮০ টি প্রশ্নের উত্তর দিয়ে ৭০ নম্বর পেল। সে কতটি সঠিক উত্তর দিয়েছিল?
পাশের অর্ধবৃত্তের পরিসীমা ৬π + ১২। বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করুন।
একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দূরের একটি স্থান হতে মিনাটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ ৩০° হলে মিনারটির উচ্চতা কত?
লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কি পরিমাণ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩:৭ হবে?
x+1x=3, x6+1x3=?