একটি মিনারের পাদদেশ হতে ২০ মিটার দূরের একটি স্থান হতে মিনাটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ ৩০° হলে মিনারটির উচ্চতা কত?
৬% হারে সুদে কোন টাকা ৫ বছরে সুদে-আসলে ১৩০০ টাকা হলে, কয় বছরে ঐ টাকা সুদে-আসলে ১৩৯০ টাকা হবে?
x+1x=4 হলে, x4+1x4 এর মান কত ?
এক বিক্রেতা ১০টি কমলা যে দামে কিনে ৮টি কমলা সেই দামে বিক্রি করে। তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
১০ টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪ টি সংখ্যার গড় ৫২ এবং শেষ ৫ টি সংখ্যার গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?